For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাজিক হিরো হয়েই রয়ে গেলেন নাভাস, ৯০ মিনিটের লড়াই বৃথা হয়ে গেল কোস্টারিকার

পারলেন না নাভাস। রিয়াল মাদ্রিদের এক নম্বর গোলরক্ষক দেশের হয়ে একাই বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে।

Google Oneindia Bengali News

পারলেন না নাভাস। রিয়াল মাদ্রিদের এক নম্বর গোলরক্ষক দেশের হয়ে একাই বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে। কিন্তু শেষ মুহূর্তে হার মানতে হল তাঁকে। ফলে তাঁর দল রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল। একেবারে শেষ লগ্নের দুই গোলে হেরে এবারের মতো বিশ্বকাপ শেষ কোস্টারিকা।

ট্রাজিক হিরো হয়েই রয়ে গেলেন রিয়ালের নাভাস

৯০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েও গিয়েছিল কোস্টারিকা। গোলরক্ষক নাভাসের নেতৃত্বে ডিফেন্ডাররা একের পর এক সাম্বা গোলা প্রতিরোধ করে চলেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ঝড় তুলেও ব্রাজিল ব্যর্থ গোল করতে। ৯০ মিনিটের খেলা শেষ। বাকি শুধু সংযোজিত সময়ের শেষ ছ-মিনিট। তখনই নেইমারের গোলমুখি আক্রমণ। ডিফেন্ডারদের কাছে বাধা পেয়ে তিনি বাড়িয়ে দিয়েছিলেন কুটিনহোর দিকে। কুটিনহো ভুল করেননি।

আর ৯৬ মিনিটে নেইমার গায়ের জ্বালা জুড়ালেন কোস্টারিকা গোলে বল পাঠিয়ে। ব্রাজিল যেমন আক্রমণের ঝড় তুলেছিল, কোস্টারিকা গোলের মালা পরতে পারত। কিন্তু কোস্টারিকা পরতে পরতে কড়া টক্কর দিয়ে গিয়েছে ব্রাজিলকে। বুঝিয়ে দিয়েছে তারাও তৈরি ব্রাজিলের মতো দলকে রুখে দিতে। আর সেই লড়াইয়ে অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন নাভাস। ব্রাজিলকে আটকে দিলে তবু একটা সুযোগ থাকত। কিন্তু তা আর রইল না। সুইজারল্যান্ডের বিরুদ্ধে তাদের লড়াই কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

English summary
Real Madrid star Navas becomes tragic hero of Brazil vs Costarica match. Costa Rica ends their Fifa World cup 2018 journey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X