For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সেলোনাকে পিছনে ফেলে লা-লিগা শীর্ষে রিয়াল মাদ্রিদ, সার্জিও রামোসের রেকর্ড

বার্সেলোনাকে পিছনে ফেলে লা-লিগা শীর্ষে রিয়াল মাদ্রিদ, সার্জিও রামোসে রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা-লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান উঠে এল রিয়াল মাদ্রিদ। করোনা পরবর্তী ফুটবলযজ্ঞে ঢাকে কাঠি পড়েছে। জার্মানি, ইতালি পর স্পেন ও ইংল্যান্ডে ফুটবল শুরু হয়েছে। এবার স্প্যানিশ ফুটবলে বার্সা ও রিয়ালের মধ্যে শীর্ষস্থান দখলের জোর লড়াই চলছে। সেই লড়াইয়ে সোদিয়েদাদকে হারিয়ে শীর্ষে উঠে এলে সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ।

গোলশূন্য শুরু

গোলশূন্য শুরু

রিয়াল মাদ্রিদ, সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। লিগের শীর্ষস্থানের দখল পেতে গেলে রিয়াল মাদ্রিদদকে এই ম্যাচ জিততেই হত। দ্বিতীয়ার্ধে এরপর তেড়েফুঁড়ে আক্রমণে গতি বাড়ায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের সার্জিও রামোসের গোল

দ্বিতীয়ার্ধের সার্জিও রামোসের গোল

দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন সার্জিও রামোস

লা লিগায় রেকর্ড গড়ে ফেলেন রিয়াল অধিনায়ক

লা লিগায় রেকর্ড গড়ে ফেলেন রিয়াল অধিনায়ক

এই গোলের সুবাদে লা লিগায় রেকর্ড গড়ে ফেলেন রিয়াল অধিনায়ক। লা লিগায় এটি ব়্যামোসের ৬৮ তম গোল। লা লিগার ইতিহাসে ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোল করার নজির গলেন ব়্যামোস।

রেকর্ড ভাঙলেন সার্জিও রামোসে

রেকর্ড ভাঙলেন সার্জিও রামোসে

গোল করার পর চোট পেয়ে সার্জিও রামোসে মাঠ ছাড়েন। ডিফেন্ডার হিসেবে লা-লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার বর্তমানে নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান ছিল। সেই নজির ভেঙে দিলেন রামোস।

শেষ পর্যন্ত ম্যাচের ফল

শেষ পর্যন্ত ম্যাচের ফল

গোল হজমের কিছু পরে, পরিবর্ত হিসেবে মাঠে নেমে আদনান জানুজাজ সোসিয়েদাদ গোল করেন। যদিও ভার প্রযুক্তি সাহায্য নেওয়া হলে গোলটি বাতিল হয়। ৭০ মিনিটে এরপর মাদ্রিদের হয়ে বেঞ্জেমা স্কোরলাইন ২-১ করে দেন। ৮৩ মিনিটে সোসিয়েদাদের হয়ে মিকেল গোল করলেও দল ম্যাচ বার করতে পারেনি।

একনজরে পয়েন্ট টেবিল

একনজরে পয়েন্ট টেবিল

৩০ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এল। সমসংখ্যাক ম্যাচ খেলে বার্সেলোনা ৬৫ পয়েন্টে থাকলেও মুখোমুখি লড়াইয়ে বার্সার থেকে এগিয়ে থাকায় লিগ শীর্ষে পৌঁছল রিয়াল মাদ্রিদ।

ভারত বনাম চিন ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভকে আইপিএল বয়কটের হুমকিভারত বনাম চিন ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভকে আইপিএল বয়কটের হুমকি

English summary
Real madrid top in La liga by 2-1 win against sociedad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X