For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ জিতলেই লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, সমর্থকদের জন্য অনুরোধ দলের

আজ জিতলেই লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, সমর্থকদের জন্য অনুরোধ দলের

  • |
Google Oneindia Bengali News

আজ ম্যাচ জিতলেই লা-লিগা জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ আলফ্রেডো দে স্তেফানো স্টেডিয়ামে ট্রফি জিততে আজ ৩ পয়েন্ট দরকার রিয়ালের। ভিয়া রিয়ালের বিরুদ্ধে আজ এই তিন পয়েন্ট তুলে নিতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল।

করোনা নিয়ে উদ্বেগ

করোনা নিয়ে উদ্বেগ

এর আগে কোপা ইতালিয়া জিতে নাপোলি ফ্যানেরা করোনা সংকটের উদ্বেগ ভুলে রাস্তায় নেমে সেলিব্রেশন করেছিলেন। পরবর্তী সময়ে ইউরোপের আরেক টুর্নামেন্ট প্রিমিয়র লিগ জিতলে লিভারপুল সমর্থকরাও রাস্তার নেমে সেলিব্রেশন করে। যার পর এবার স্পেনেও আজ এমন ছবি দেখা যেতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

ফ্যানেদের কাছে ফুটবলাররা কী অনুরোধ রাখলেন

ফ্যানেদের কাছে ফুটবলাররা কী অনুরোধ রাখলেন

করোনার কথা মাথায় রেখে তাই সমর্থকরা যেন রাস্তায় নেমে সেলিব্রেশন না করে। ঘরে বসেই লিগ জয়ের আনন্দ উপভোগ করতে অনুরোধ রিয়াল মাদ্রিদের।

কততম বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগের সামনে রিয়াল

কততম বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগের সামনে রিয়াল

২০১৬-১৭ মরশুমের পর লা লিগা খেতাব জিততে চলেছে রিয়াল। এই নিয়ে রেকর্ড ৩৪বার খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে জিদানের দল।

রিয়াল ম্যাচের দিকে কেন তাকিয়ে বার্সেলোনা

রিয়াল ম্যাচের দিকে কেন তাকিয়ে বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের পাশাপাশি আজ লা-লিগায় একই সময়ে ওসাসুনার বিরুদ্ধে মাঠে নামছে বার্সা। লিগে নিজেদের অবশিষ্ট দুই ম্যাচ জিতলেও মেসিদের রিয়াল মাদ্রিদের দিকে তাকিয়ে থাকতে হবে। ৩৬ ম্যাচ শেষে বার্সা ৭৯ পয়েন্টে রয়েছে। দুই ম্যাচ জিততে তারা ৮৫ পয়েন্টে পৌঁছবে। অন্যদিকে ৩৬ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ ৮৩ পয়েন্টে রয়েছে। রিয়াল শেষ দুই ম্যাচ হারলেই একমাত্র বার্সেলোনা চ্যাম্পিয়ন হতে পারে।

করোনা আক্রান্ত সচিব স্নেহাশিস, হোম কোয়ারেন্টাইনে সিএবি সভাপতিকরোনা আক্রান্ত সচিব স্নেহাশিস, হোম কোয়ারেন্টাইনে সিএবি সভাপতি

English summary
Real Madrid vs Villarreal preview: real 1 win away to win la liga trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X