For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারে

চুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারে

  • |
Google Oneindia Bengali News

এক মাস ১০ দিনের মধ্যে ভারতীয় ফুটবলে দুই নক্ষত্রপতন। ২০ মার্চ কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ পিতৃহারা হয়েছিল ভারতীয় ফুটবল।। এর দেড় মাসেরও কম সয়মের মধ্যে ভারতীয় ফুটবলে ফের ইন্দ্রপতন। ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে গিয়েছেন ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব চুনী গোস্বামী। দুই কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া।

চুনীর নামে রাস্তা হোক, ফুটবল প্রেমীদের আশা

চুনীর নামে রাস্তা হোক, ফুটবল প্রেমীদের আশা

লকডাউনের কারণে ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারত অধিনায়ককে শেষযাত্রায় ভালোভাবে সম্মান জানানোর সুযোগ মেলেনি। তাই লকডাউন উঠলে বাংলা তথা দেশের প্রাক্তন অধিনায়ককে সম্মান জানাতে কলকাতায় তাঁর নামে রাস্তার নামকরণের দাবি করেছে ফুটবল মহল।

রাস্তার নামকরণে উদ্যোগ নিতে পারেন মুখ্যমন্ত্রী

রাস্তার নামকরণে উদ্যোগ নিতে পারেন মুখ্যমন্ত্রী

অতীতে মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুর পরে তাঁর নামে সুচিত্রা সেন সরণি করে তাঁকে সম্মান জানিয়েছিল রাজ্য সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছিলেন। এবার দেশের ফুটবল কিংবদন্তিকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে তাঁর নামে রাস্তার নামকরণ করে তাঁকেও মুখ্যমন্ত্রী সম্মান জানাবেন বলে রাজ্যের ফুটবল ফ্যানেরা মনে করছেন।

শহরের কোথায় চুনীর নামে রাস্তার নামকরণ হতে পারে

শহরের কোথায় চুনীর নামে রাস্তার নামকরণ হতে পারে

যোধপুর পার্কে চুনী গোস্বামীর বাড়ির সামনের রাস্তার নাম বদলে চুনী গোস্বামী সরণি করা হোক, ফুটবল ফ্যানেরা এমনটাই চাইছেন।

ফুটবলে চুনী গোস্বামীর সাফল্য

ফুটবলে চুনী গোস্বামীর সাফল্য

ভারতীয় ফুটবলের দিকপালদের মধ্য প্রথম দিকে অবশ্য চুনী গোস্বামীর নাম থাকবে। দেশের হয়ে আট বছর ফুটবল খেলেছেন। ১৯৬২-এর এশিয়ান গেমসে তাঁর অধিনায়কত্বে ভারত সোনা জেতে। পরবর্তী সময়ে ১৯৬৪-এর এশিয়া কাপে চুনী গোস্বামীর অধিনায়কত্বের মুন্সিয়ানায় ভারতীয় দল রুপো জিতেছিল। ভারতীয় ক্রীড়ার সবচেয়ে গৌরবময় অধ্যায়ের সঙ্গে অধিনায়ক চুনীর নাম জড়িত। দেশের হয়ে ৩২ ম্যাচে চুনীর ৯ গোল ছিল। ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্বে দিয়েছিলেন তিনি।

পিকের নামে হোক সরণী

পিকের নামে হোক সরণী

একই ভাবে ফুটবলপ্রেমীদের আশা রাজ্য সরকার কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের নামেও রাস্তার নামকরণ করবে। সল্টলেকের জিডি ব্লকে পিকের বাড়ির সামনের রাস্তা যাতে তাঁর নামে করা যায়, বাংলার ফুটবলমহল এমই আশা রাখছে।

কিংবদন্তি পিকের নামে পার্ক

কিংবদন্তি পিকের নামে পার্ক

জানা গিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, দেশে লকডাউন ওঠার পর বিধাননগর পুরসভা সেন্ট্রাল পার্কের নাম কিংবদন্তি পিকের নামে করতে পারে।

চুনী গোস্বামীকে অমর করে রাখতে শহরের কোথায় বসতে পারে কিংবদন্তির মূর্তিচুনী গোস্বামীকে অমর করে রাখতে শহরের কোথায় বসতে পারে কিংবদন্তির মূর্তি

English summary
Roads in kolkata likely to be named after two football legends pk banerjee and chuni goswami,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X