For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয়স্থান নয়, এক অন্য লড়াই জমিয়ে দিয়েছে ইংল্যান্ড-বেলজিয়াম দ্বৈরথ

বিগত চার দিনে সম্পূর্ণ বদলে গিয়েছে বিশ্বকাপের চিত্রটা। বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গিয়েছে দুই ফেভারিট ইংল্যান্ড এবং বেলজিয়াম। আজ তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে মুখোমুখি এই দুই দল।

Google Oneindia Bengali News

বিগত চার দিনে সম্পূর্ণ বদলে গিয়েছে বিশ্বকাপের চিত্রটা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল ইংল্যান্ড বা বেলজিয়ামের কোনও একটি দলকে। কিন্তু অপ্রত্যাশিত ভাবে এই দু'টি দলই ছিটকে গিয়েছে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে।

তৃতীয়স্থান নয়, এক অন্য লড়াই জমিয়ে দিয়েছে ইংল্যান্ড-বেলজিয়াম দ্বৈরথ

চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গেলেও বিশ্বকাপের তৃতীয়স্থান অর্জনকারী ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড এবং বেলজিয়াম।

তবে, তৃতীয়স্থান অর্জনকারী ম্যাচ হিসেবে নয়, এই ম্যাচ গুরুত্ব পাচ্ছে মূলত দুই দলের দুই প্রধান ফুটবলারের কারণে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন এবং বেলজিয়ামের গোল মেশিন রোমেলু লুকাকু। পরিস্কার করে বলতে হলে এই ম্যাচের প্রেক্ষাপট আরও জমে উঠছে গোল্ডেন বুটের লড়াইকে কেন্দ্র করে।

এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে ছয় গোল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। বিগত বেশ কয়েকটি ম্যাচে তাঁর নামের পাশে কোনও গোল লেখা না থাকলেও, গ্রুপ পর্যায়ের ম্যাচে হ্যারি কেনের পা থেকে এসেছে একের পর এক গোল। একটি হ্যাটট্রিকও আছে তাঁর।

অন্য দিকে, গোল্ডেন বুটের দৌড়ে কেনের অন্যতম প্রতিদ্বন্দ্বী রোমেলু লুকাকু কেনের সমসংখ্যক ম্যাচ খেলে করেছেন চারটি গোল। সেমিফাইনালে একেবারেই ফর্মে পাওয়া যায়নি তাঁকে। তবে, বেলজিয়ামের টিম ম্যানেজমেন্ট আশাবাদী এই ম্যাচে লুকাকু নিজেকে মেলে ধরবেন। এখন দেখার এই দুই তারকা মধ্যে ব্যক্তিগত লড়াইয়ে শেষ হাসি কে হাসেন!

English summary
Duel between Harry Kane and Romelu Lukaku regarding Golden Boot will be the attractive reason of the third place match of 2018 FIFA World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X