For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মেসি-রোনাল্ডো নয়, বিশ্ব ফুটবল কাঁপাবে নেইমার’, বললেন ব্রাজিলীয় কিংবদন্তি

রাশিয়া বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে। এখন বিশ্বকাপে দাপট দেখাচ্ছে নেইমার।

Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফিরতে হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনল্ডোকে। বিশ্বকাপে ব্যর্থ হয়ে একই দিনে বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্তিনা এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে এই দুই দল।

‘মেসি-রোনাল্ডো নয়, বিশ্ব ফুটবল কাঁপাবে নেইমার’, বললেন ব্রাজিলীয় কিংবদন্তি

এই পরিস্থিতিতে ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রোনাল্ডো মনে করছেন এই বিশ্বকাপে বিদায় নেওয়ার সঙ্গেই শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির জামানা। বিশ্ব ফুটবল এবার শাষণ করবেন ব্রাজিলীয় ফুটবলের ওয়ান্ডার কিড নেইমার।

এমনিতে চলতি বিশ্বকাপে চেনা ছন্দেই রয়েছেন নেইমার। যেমন নিজে গোল করেছেন, তেমন করিয়েছেন একাধিক গোল।

একটি সাক্ষৎকারে রোনাল্ডো বলেন, 'আমার মনে হয় এই বছরের বিশ্বকাপের পর মেসি এবং রোনাল্ডোর দাপট অনেকটাই কমবে বিশ্ব ফুটবলে। বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অনেক বড়। মেসি এবং রোনাল্ডো ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। এই বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে। দলের সঙ্গে মিশে গিয়ে যে ভাবে নেইমার খেলছে, বাকি টুর্নামেন্টও এই ভাবে খেললে সাফল্য আসবে।'

তিনি আরও জানান, তাঁর মতে রাশিয়া বিশ্বকাপের পর ফুটবল সার্কিট কাঁপাবে নেইমার। মেসি-রোনাল্ডো থাকলেও নেইমার নিজের জন্য জায়গা করে নিতে পারবেন এবং ছাপিয়ে যাবেন তাঁদেরকে, এমটাই বিশ্বাস তাঁর।

শুধু নেইমারেরই নয়, ব্রাজিলের কোচ তিতে এবং গোটা ব্রাজিলীয় দলটারও প্রশংসা করেন রোনাল্ডো। তিনি বলেন, 'এই বিশ্বকাপে জেতার দারুণ সুযোগ রয়েছে ব্রাজিলের কাছে। গোটা দলটাই ভাল খেলছে। এই ছন্দ ধরে রাখতে পারলে সাফল্য ধরা দিতেই পারে।'

English summary
Ronaldo believes that Neymar can win 2018 FiFA World Cup and in near future he will go ahead from Cristiano Ronaldo and Lionel Messi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X