For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগ কাটিয়ে মাঠে ফিরে 'পারফেকশনিস্ট' রোনাল্ডো, ভিডিও ভাইরাল

মাঠে ফিরে ক্রিশ্চিয়ানো যেন ক্ষুধার্থ সিংহ, দেখুন 'পারফেকশনিস্ট' রোনাল্ডোর ভিডিও

  • |
Google Oneindia Bengali News

ফুটবল মাঠে পারফেকশনিস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করোনা ধাক্কা কাটিয়ে ইতালিতে ফুটবল ফিরেছে। লকডাউন শেষে ইতালিতে রোনাল্ডো এখন জুভেন্তাসের হয়ে প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন। ভাইরাস ছোবলে দীর্ঘ প্রতিক্ষার পর ফুটবল মাঠে ফিরে নিজের উজাড় করে দিতে ক্রিশ্চিয়ানো কতটা মরিয়া, সেটাই এবার দেখিয়ে দিলেন।

মাঠে ফেরার দীর্ঘ অপেক্ষা

মাঠে ফেরার দীর্ঘ অপেক্ষা

করোনা থাবায় ইউরোপে মার্চ মাস থেকে ফুটবল একেবারে বন্ধ। মার্চের শুরুতে বিশ্বজুড়ে করোনা মহামারীর রূপ নেই। সেই সময় রোনাল্ডোর ক্লাব ফুটবলারদের বাড়ি ফিরতে বলেছিল। এরপর পর্তুগালের মাদেইরাতে ফিরে এসেছিলেন ক্রিশ্চিয়ানো।

লকডাউনেও ফুটবল নিয়ে ব্য়স্ত ছিলেন রোনাল্ডো

লকডাউনেও ফুটবল নিয়ে ব্য়স্ত ছিলেন রোনাল্ডো

পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকেই ফুটবল নিয়ে তপস্যা করে গিয়েছেন। মাদেইরাতে লকডাউন চলাকালীন স্থানীয় একটি ফুটবল মাঠে নেমে পড়েন। সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। মাঠে প্রস্তুতি করার সুযোগের অভাবে বাড়িতে ফিটনেস সরঞ্জাম নিয়ে শরীরচর্চা শুরু করে দেন। এরপর মে মাসে প্রথম সপ্তাহে পরিবার নিয়ে রোনাল্ডো তুরিনে ফিরে আসেন।

রোনাল্ডোর বাস্কেট

রোনাল্ডোর বাস্কেট

মাঠে ফিরে রোনল্ডো যেন ক্ষুদার্থ সিংহ। প্রায় আড়াই মাস পর সবুজ ঘাসে নেমে দৌড়ানো, বল পায়ে ট্রেনিং, স্ট্রেচিং করেছেন। এরপর বলে কিক করে বাস্কেট করেন ক্রিশ্চিয়ানো। সেই ভিডিও ভাইরালও হয়েছিল।

ফুটবল মাঠে কেন 'পারফেকশনিস্ট'

এবার প্রস্তুতিতে রোনল্ডোর 'পারফেকশনিস্ট' অবতার। ইনস্টাগ্রামে ফ্রি-কিক নেওয়ার ভিডিও পোস্ট করেছেন রোনাল্ডো। যেখানে ঠিকানা লেখা শটে রোনাল্ডো বল পোস্টে মেরে জালে ঢোকাচ্ছেন। এমন অ্যাঙ্গেলে বল পোস্টে রাখছেন, যেখানে গোলকিপার শরীর ছুঁড়ে দিলেও কোনভাবেই তা আটকাতে পারছে না। ভিডিওটি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন 'প্র্যাকটিস ফর পারফেকশন।'

যুযুধান গম্ভীর ও আফ্রিদিকে শান্ত করতে বিশেষ বার্তা অভিজ্ঞ ওয়াকারেরযুযুধান গম্ভীর ও আফ্রিদিকে শান্ত করতে বিশেষ বার্তা অভিজ্ঞ ওয়াকারের

English summary
ronaldo post practice video in juventus jersey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X