For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোর ৭০০ গোল, তবু পর্তুগালের হার, ইংল্যান্ডের বড় জয়

কেরিয়ারের ৭০০তম গোল করেও দেশকে জেতাতে ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। ২০২০ ইউরো কাপের যোগ্যতা নির্ধারণকারী ম্যাচে ইউক্রেনের কাছে এক গোলে হারল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল।

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারের ৭০০তম গোল করেও দেশকে জেতাতে ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। ২০২০ ইউরো কাপের যোগ্যতা নির্ধারণকারী ম্যাচে ইউক্রেনের কাছে এক গোলে হারল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। অন্যদিকে ইংল্যান্ড বুলগেরিয়াকে ৬ গোল দিলেও তুরস্কের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

রোনাল্ডোর ৭০০ গোল

রোনাল্ডোর ৭০০ গোল

ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি-র ম্যাচ ইউক্রেনের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলটি সিআর সেভেনের কেরিয়ারের ৭০০তম। অর্থাৎ বিশ্ব ফুটবলে এক অনন্য নজরির মালিক হলেন রোনাল্ডো।

 তবু পর্তুগালের হার

তবু পর্তুগালের হার

ইউক্রেনের বিরুদ্ধে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়েও পর্তুগালের পতন আটকাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৬ ও ২৭ মিনিটে গোল দিয়ে ইউক্রেনকে এগিয়ে দেন রোমান ইয়ারেমচুক ও আন্ড্রি ইয়ারমেলেঙ্কো। ৭২ মিনিটের মাথায় দশ জন হয়ে গিয়েও লড়াই চালিয়ে যায় ইউক্রেন।

ইংল্যান্ডের বড় জয়

ইংল্যান্ডের বড় জয়

ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এ-র ম্যাচে দুর্বল বুলগেরিয়াকে ৬-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। জয়ী দলের হয়ে দুটি করে গোল করেছেন রাহিম স্টারলিং ও রস বার্কলে। একটি করে গোল করেছেন মার্কাস রাশফোর্ড ও অধিনায়ক হ্যারি কেন।

ফ্রান্সের ড্র

ফ্রান্সের ড্র

ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এইচ-র গুরুত্বপূর্ণ ম্যাচে তুরস্কের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিটে অলেভিয়ের জিরুর্ডের গোলে ফ্রান্স এগিয়ে গেলেও ৮১ মিনিটে তুরস্কের হয়ে সমতা ফেরান কান আয়হান।

English summary
Ronaldo's 700th goal goes in vain as Portugal lost to Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X