For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা বিশ্বকাপ ট্রফি সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি

এবারের ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৫ জুলাই কোন ভাগ্যবানের হাতে ওঠে সেটার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

এবারের ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৫ জুলাই কোন ভাগ্যবানের হাতে ওঠে সেটার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। ৩২টি দেশের সেরা তারকারা সম্মুখ সমরে নামবেন। তাবড় কোচেরা নিজেদের স্কিলের পরীক্ষা দেবেন। তারপরে ঠিক হবে, কাদের হাতে উঠবে বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল। এবার ২১তম বিশ্বকাপের আসর বসছে রাশিয়ায়।

ফিফা বিশ্বকাপ ট্রফি সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি

বর্তমান যে বিশ্বকাপ ট্রফি তা ১৯৭৪ সালে প্রথম উন্মোচিত হয়। ফাইনালের বিজয়ীদের হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়। ১৯৭৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে একমাত্র জার্মানি তিনবার বিশ্বকাপ জিতেছে। তার মধ্যে দুবার পশ্চিম জার্মানি হিসাবে ও একবার অবিভক্ত জার্মানি হিসাবে। এছাড়া কোনও দল গত চার দশকে তিনবার কাপ জেতেনি।

বর্তমান ট্রফিটি ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি যার বেসটি মেলচাইটের। ট্রফিটির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার ও ওজন ৬.১ কিলোগ্রাম।

[আরও পড়ুন:ফুটবল বিশ্বকাপ নিয়ে এই অজানা তথ্যগুলি জেনে নিন অবশ্যই][আরও পড়ুন:ফুটবল বিশ্বকাপ নিয়ে এই অজানা তথ্যগুলি জেনে নিন অবশ্যই]

সুদৃশ্য ট্রফিটি ডিজাইন করেছে ইটালির স্তাবিলিমেন্তো আর্টিস্টিকো বেনতোনি কোম্পানি। এতে দুজন মানব হাতে পৃথিবীকে ধরে উপরে তুলে ধরেছেন। ট্রফির একেবারে নিচে এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতা জার্মানি, ব্রাজিল, আর্জেন্তিনা, ইতালির নাম লেখা রয়েছে। এরা দুবার করে বিশ্বকাপ জিতেছে। এছাড়াও স্পেন ও ফ্রান্সের নামও রয়েছে।

[আরও পড়ুন:২০১৪ বিশ্বকাপের সেরা গোলগুলি মনে আছে আপনার! দেখে নিন ভিডিও][আরও পড়ুন:২০১৪ বিশ্বকাপের সেরা গোলগুলি মনে আছে আপনার! দেখে নিন ভিডিও]

English summary
Russia 2018 : FIFA World Cup trophy history you should know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X