For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিবর্ণ সৌদিকে ম্লান করে উদ্বোধনী ম্যাচেই মন জিতে নিল রাশিয়া

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেল রাশিয়া। সৌদি আরবকে ৫-০ গেলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল রুশ বাহিনী।

Google Oneindia Bengali News

স্রেফ প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে কী ভাবে বড় ব্যবধানে ম্যাচ জিততে হয় দেখিয়ে দিল রাশিয়া। ২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লেলিনের দেশকে দেখে মনে পড়ে যাচ্ছিল সোভিয়েত ইউনিয়নের কথা। যেই সময় বিশ্ব ফুটবলের একটা স্তম্ভ ছিল এই দেশ। ফিফা ক্রমতালিকায় ৭০ নম্বর স্থানে থাকা রাশিয়া এদিন যে ফুটবলটা খেলল, তা দীর্ঘ দিন মনে থাকবে রুশ ফুটবলপ্রেমীদের।

বিবর্ণ সৌদিকে ম্লান করে উদ্বোধনী ম্যাচেই মন জিতে নিল রাশিয়া

শুধু দৌড়ের উপর নির্ভর করেই যে সৌদি আরবকে বৃহস্পতিবার হারিয়েছে রাশিয়া, এমনটা কিন্তু নয়। গতি এবং সৃজনশীলতার সংমিশ্রণে এদিন দুর্দান্ত ফুটবলের নমুনা রাখেন রাশিয়ার ফুটবলাররা। যার কোনও জবাব ছিল না সৌদি আরবের কাছে।

এদিন উদ্বোধনী ম্যাচের সাক্ষী থাকতে লুঝনিকি স্টেডিয়ামে ভীড় জমিয়ে ছিলেন হাজার হাজার মানুষ। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করে রাশিয়াকে এগিয়ে দেন য়ুরি গাজিনস্কি। আলেকজান্ডার গোলভিনের পাস থেকে পাস থেকে গোল করে যান তিনি।

প্রথম গোল পেয়ে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় রাশিয়া। তুলে আনতে থাকে একের পর এক আক্রমণ। এরই মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়েন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অ্যলান জাগোয়েভ। তাঁর পরিবর্তে মাঠে আসেন চেরিসেভ।

প্রথম দলের প্লেয়ার শুরুতে চোট পেলেও আক্রমণের তীব্রতা কমায়নি রাশিয়া, তুলে আনতে থাকে একাধিক পরিবর্তন।

বার কয়েক সৌদির গোল দূর্গে পৌছে গেলেও গোল তুলতে ব্যর্থ হন তাঁরা। অবশেষে প্রথমার্ধের অন্তিমলগ্নে গোল করে রাশিয়াকে দু'গোলের লিড এনে দেন পরিবর্ত খেলোয়াড় চেরিসেভ।

প্রথমার্ধ শেষে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়েন রুশ ফুটবলাররা। মাঠ ছাড়লেও নিজেদের তাক লাগানো ফর্ম যে মাঠের মধ্যেই রেখে গিয়েছিলেন গোলভিনরা তার প্রমাণ মিলল দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হওয়ার পর।
প্রথমার্ধে রুশ আক্রমণে যে ঝাঁঝ দেখাগিয়েছিল তার থেকে কয়েকশো গুন বেশি ঝাঁঝ দেখা যায় দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৭১ মিনিটে দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি তুলে নেয় রাশিয়া। সুপার সাব জিউবা গোল করে এগিয়ে দেন রাশিয়াকে। যখন গ্যালারি ভর্তি রাশিয়ার সমর্থকেরা ধরে নিয়েছেন ৩ গোলে সৌদিকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো তাঁদের প্রিয় দল, তখনই সমর্থকদের হাসিকে আরও একটু চওড়া করে দেন সেই চেরিসেভ। ৪-০ গোলে এগিয়ে যায় রাশিয়া।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করে সৌদি আরবের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গোলভিন।

রাশিয়া যতটাই উজ্জ্বল, এই ম্যাচে ততটাই ফিকে দেখাল সবুজ জার্সি পরিহিত সৌদি আরবকে। সৌদির খেলা দেখে কোনও দিক দিয়েই বোঝা গেল না দলটা এত দিনি বিভিন্ন জায়গায় বিশ্বকাপের ক্যাম্প করে আসলে কী করছিল। যে স্তরের খেলার নমুনা রাখল বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরব, তা আর যাই হোক বিশ্বকাপের মঞ্চে মানায় না। কথায় বলে 'সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে।' সেই তত্বকে যদি তর্কের খাতিরে মেনে নেওয়া যায়, তাহলে বলতেই হচ্ছে গ্রুপ পর্যায় থেকে পরের রাউন্ডে পৌছতে হলে প্রচুর কাঠ-খড় পোড়াতে হবে গোলা সৌদি দলটিকে।

English summary
Russia beat Saudi Arabia by 5-0 in the first match of 2018 fifa world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X