For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী ও বাইচুং ভুটিয়ার

পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী ও বাইচুং ভুটিয়ার

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশের ক্রীড়া মহল। ফুটবল তারকারা তো বটেই, তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দেশের ক্রিকেটীয় লেজেন্ড তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।

প্রয়াত পিকে

প্রয়াত পিকে

৮৩ বছর বয়সে শুক্রবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভোগার পর এই পরিণতি হল তাঁর। ১৯৬২-র এশিয়ান গেমসে দেশকে সোনার পদক দেওয়া পিকে, ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অন্যতম সদস্য।

সচিন তেন্ডুলকরের শোকবার্তা

কোনও এক অনুষ্ঠানে ভারতের ফুটবল কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল ক্রিকেটীয় লেজেন্ড সচিন তেন্ডুলকরের। সেই অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ফ্রেমে তিন রথির ছবি নিজেই টুইটারে পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন। লিখেছেন, বেশকিছু অনুষ্ঠানে পিকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। ফুটবল গ্রেট তাঁকে ইতিবাচক মানসিকতা সরবরাহ করেছিলেন বলেও জানিয়েছেন লিটল মাস্টার।

সুনীল ছেত্রী

কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। পিকে-কেই ভারতীয় ফুটবলের সূত্রধর বলে গণ্য করছেন সুনীল।

বাইচুং থেকে সুব্রত

পিকে বন্দ্যোপাধ্যায়ের কোচিং-এ কলকাতায় ক্লাব ফুটবল খেলা বাইচুং ভুটিয়ার কাছে প্রয়াত কিংবদন্তি বাবারই মতো। তাই পিকে-র মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। ভারতের প্রাক্তন ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য স্মরণ করেছেন পেলের কসমসের বিরুদ্ধে খেলতে নামার আগে কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকের কথা।

ঋদ্ধিমান সাহা

পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বলেছেন, এটা ভারতীয় ফুটবলে বিরাট ক্ষতি।

প্রফুল প্যাটেল

পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি প্রফুল প্যাটেল। তিনি লিখেছেন, ভারতীয় ফুটবল কিংবদন্তির অভাব অনুভব করবে। পিকে বন্দ্যোপাধ্যায়ের সম্মানে এআইএফএফেপ পতাকা অর্ধনমিত করা হয়েছে।

English summary
Sachin Tendulkar, Sunil Chhetri offered condolence on PK Banerjee's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X