For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস থেকে নিস্তার পেতে এবার কলকাতা ময়দানে স্যানিটাইজিং ট্যানেল!

করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার কলকাতা ময়দানে স্যানিটাইজিং ট্যানেল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে সর্তকতা অবলম্বন করতে বদ্ধপরিকর ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। কলকাতা ময়দানের ফুটবলারদের সুরক্ষার স্বার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই কাজ। কী সেই উদ্যোগ জেনে নেওয়া যাক।

স্যানিটাইজিং ট্যানেল

স্যানিটাইজিং ট্যানেল

করোনা ভাইরাসের পরবর্তী সময়ে ফুটবল শুরু হলে কলকাতা ময়দানের মাঠগুলিতে স্যানিটাইজিং ট্যানেলের ব্যবহার করা হবে বলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-এর বৈঠকে ঠিক হয়েছে। বলা হয়েছে, কেবল ঘেরা মাঠে নয়, ময়দানের খোলা মাঠেও থাকবে এই ট্যানেল। ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা ওই ট্যানেলের মধ্যে জীবাণুমুক্ত হয়ে মাঠে প্রবেশ করবেন বলে জানানো হয়েছে।

ট্যানেল তৈরির কাজ শুরু

ট্যানেল তৈরির কাজ শুরু

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ সূত্রে জানা গিয়েছে, ফুটবলারদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধকালীন ততপরতায় স্যানটাইজিং ট্যানেলগুলি তৈরি হবে। কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতা ময়দানের সবকটি মাঠে এই ট্যানেল বসানো হবে বলে জানিয়েছে আইএফএ। তবে করোনা ভাইরাসের আবহে রাজ্যে ফের ফুটবল কবে শুরু হবে, তা অবশ্য হলফ করে বলতে পারছে না বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। তবে সেরেও উঠেছেন সাড়ে ৫৬ লক্ষেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় ১৭ হাজার।

পশ্চিমবঙ্গের অবস্থা

পশ্চিমবঙ্গের অবস্থা

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে ১৭ হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬৩৯ জন। দেশের করোনা প্রভাবিত রাজ্য তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা। শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ।

করোনা সংকটের মাঝে বড় দুর্ঘটনা! মর্মাহত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককরোনা সংকটের মাঝে বড় দুর্ঘটনা! মর্মাহত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক

English summary
Sanitizing tunnel will bulid at the Kolkata Maidan amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X