For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনেগালের বিরুদ্ধে অবিশ্বাস্য হার পোল্যান্ডের

২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে গেল পোল্যান্ড।

Google Oneindia Bengali News

ফের অঘটন! অঘটনের বিশ্বকাপে আরও এক অঘটনের সাক্ষী থাকল রাশিয়া। ২০১৮ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেল দু'বারে সেমিফাইনালিস্ট দল পোল্যান্ড। আফ্রিকার দল সেনেগালের কাছে ২-১ গোলে হেরে রবার্ট লেয়নডস্কির দল।

সেনেগালের বিরুদ্ধে অবিশ্বাস্য হার পোল্যান্ডের

এই ম্যাচে আন্ডারডগ হিসেবেই শুরু করেছিল সেনেগাল। ২০০২ বিশ্বকাপে নিজেদের প্রথম আবির্ভাবেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাত্রা করলেও এই ম্যাচে পোল্যান্ডই ছিল ফেভারিট। কিন্তু সেনেগাল বুঝিয়ে দিল পুরনো দলের একটিও ফুটবলার না থাকলেও আগের মতোই শক্তিশালী রয়েছে তাদের দল।

লিভারপুলের ফরওয়ার্ড সাদিও মানের নেতৃত্বে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের উপর জোড় দিতে থাকে সেনেগাল। খেলা শুরুর প্রথম দশ মিনিট পোল্যান্ড একাধিক আক্রমণ তুলে আনলেও, ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে বেশি সময় লাগেনি সেনেগালের। প্রথম দশ মিনিটের পর থেকেই মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে থাকে সেনেগাল। আর এরই সুবাদে ম্যাচের ৩৭ মিনিটে গোল পেয়ে যায় সেনেগাল। যদিও গোলটি ছিল পোল্যান্ডের আত্মঘাতী গোল। প্রথমার্ধ শেষে সেনেগালের পক্ষে খেলার ফল ছিল ১-০।

মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে সেনেগালকে বিপাকে ফেলবে পোল্যান্ড। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটাই। সেনেগালই একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে দ্বিতীয়ার্ধেও। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও আক্রমণের তীব্রতা বজায় রাখে তারা। এরই ফল হিসেবে ম্যাচে ৬০ মিনিটে দ্বিতীয় গোল করে সেনেগালকে এগিয়ে দেন নিয়াং। ২ গোলের লিড পেলেও আক্রমণ থামায়নি সেনেগাল। কারণ ডিফেন্সের উপর চাপ না বাড়তে দেওয়ার আরেক উপায়ই যে আক্রমণ তা ভালো মতোই জানাতেন সেনেগালের কোচ।

যদিও শেষ পর্যন্ত নিজেদের গোলদূর্গকে অক্ষত রাখতে পারেনি সেনেগাল। ম্যাচের ৮৭ মিনিটে পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন ক্রিচোবিয়াক। সেনেগালের বিরুদ্ধে ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এদিন গোটা ম্যাচের নিয়ন্ত্রন হাতে রাখলেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারল না পোল্যান্ড। এদিন ম্যাচের ৬১ শতাংশ নিয়ন্ত্রণ ছিল পোল্যান্ডে দখলে, সেনেগালের দখলে ছিল ৩৯ শতাংশ। গোটা ম্যাচে মোট ৫৬৮টি পাস খেলে পোল্যান্ড, সেনেগাল খেলে মোট ৩৫৯টি ম্যাচ। যদিও লাভের লাভ কিছুই হল না শেষ পর্যন্ত। গোটা ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল পোল্যান্ডকে।

English summary
Poland lost their first 2018 world cup game against Senegal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X