For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরবর্তী ফুটবলে মাঠে নামার আগে রোনাল্ডোদের ম্যাচ নিয়ে বিতর্ক

করোনা পরবর্তী ফুটবলে মাঠে নামার আগে রোনাল্ডোদের ম্যাচ নিয়ে বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

করোনা পর শুরু হয়েছে ফুটবল। ১৬ মে থেকে জার্মানির বুন্দেসলিগার দামামা বেজে গিয়েছে। এরপর জুনে লা-লিগা ও সিরি এ লিগ শুরু হওয়ার কথা। তবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া সিরি এ লিগ শুরুর আগে নতুন বিতর্ক।

কবে শুরু হতে চলেছে সিরি এ লিগ

কবে শুরু হতে চলেছে সিরি এ লিগ

আপাতত যা ঠিক,তাতে আগামী ১৩ জুন থেকে ইতালিতে ফুটবলযজ্ঞ শুরু হতে চলেছে। কিন্তু রোনাল্ডেদের লিগে বল গড়ানোর আগে ম্যাচের সময় নিয়ে ক্লাবগুলি বিদ্রোহ শুরু করেছে।

গ্রীষ্মের তীব্র দাবদাহে ম্যাচের সূচি

গ্রীষ্মের তীব্র দাবদাহে ম্যাচের সূচি

ইতালিতে লিগ শুরু হলে, স্থানীয় সময় অনুযায়ী কয়েকটি ম্যাচ দুপুর সাড়ে চারটে রাখা হবে জানানো হয়েছে। এরপরই সিরি এ লিগের হেভিওয়েট ক্লাব জুভেন্তাস ম্যাচের সময় সূচি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এসি মিলান, ইন্টার মিলান, রোমার মতো ক্লাবগুলিও গ্রীষ্মের তীব্র দাবদাহে দুপুরে ম্যাচ খেলার সিদ্ধান্তে একেবারে নাখুশ।

আর্থিক ক্ষতি সামলাতেই নাকি এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে

আর্থিক ক্ষতি সামলাতেই নাকি এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে

ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারা দুপুরে ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যারপর এসি মিলানের এক কর্তা জানিয়েছেন, করোনার করাণে ফুটবলে প্রচুর ক্ষতি। সেই ক্ষতি সামলাতে এখন আর্থিক দিকটাই শুধু দেখা হচ্ছে। যেকারণে দুপুরের ম্যাচ দেওয়া হচ্ছে। ফুটবলারদের কথা একবারও ভাবা হচ্ছে না।

টিভি স্বত্ব নিয়েও বিরোধ

টিভি স্বত্ব নিয়েও বিরোধ

লিগের ম্যাচের সময়সূচি নিয়ে একদিকে যেমন বিতর্ক ঠিক তেমনি টিভি স্বত্ব নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। করোনা ভাইরাসের কারণে মাঠে এখন দর্শকদের প্রবেশ নিষেধ। এই পরিস্থিতিতে স্থগিত টুর্নামেন্ট ফের শুরু হলে তা বিনামূল্যে টিভিতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

ফুটবলারদের বেতন দেওয়া সম্ভব হবে তো

ফুটবলারদের বেতন দেওয়া সম্ভব হবে তো

বেশির ভাগ ক্লাবই মনে করছে একেই করোনা ভাইরাসের কারণে প্রায় আড়াই মাস ফুটবল বন্ধ থাকায় প্রচুর ক্ষতি। এবার মাঠে বল গড়ালে বিনামূল্য কোনও সাবস্ক্রিপশন ছাড়া ম্যাচ দেখাতে হলে ফুটবলারদের বেতন দেওয়ার জন্যেও টাকা থাকবে না। টিভি সম্প্রচার নিয়ে এমন সিদ্ধান্ত ইতালির লিগের হেভিওয়েট ক্লাবগুলি বিরোধীতা করেছে।

করোনার জেরে স্থগিত হচ্ছে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ? আইসিসি-র বক্তব্যে কোন সূত্রকরোনার জেরে স্থগিত হচ্ছে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ? আইসিসি-র বক্তব্যে কোন সূত্র

English summary
Seria a set to resume after Corona Pandemic, clubs protest on afternoon matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X