For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান বিপদে জুনিয়র গোলকিপার মিঠুনের পাশে সাহায্যের হাত সিনিয়রের, উদাহরণ তৈরি করলেন শিল্টন

আম্ফান বিপদে জুনিয়র গোলকিপার পাশে সাহায্যের হাত সিনিয়রের, উদাহরণ তৈরি করলেন শিল্টন

  • |
Google Oneindia Bengali News

আম্ফানে বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শিল্টন পাল। এবার আম্ফানে বিধ্বস্ত বাংলায় গোলকিপারের পাশে দাঁড়ালেন মোহনবাগানের তারকা গোলকিপার।

আম্ফানে বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শিল্টন পাল। এবার আম্ফানে বিধ্বস্ত বাংলায় গোলকিপারের পাশে দাঁড়ালেন মোহনবাগানের তারকা গোলকিপার।

আম্ফানে বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শিল্টন পাল। এবার আম্ফানে বিধ্বস্ত বাংলায় গোলকিপারের পাশে দাঁড়ালেন মোহনবাগানের তারকা গোলকিপার।

গত সপ্তাহে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সুন্দরবন অঞ্চলের একাধিক গ্রাম ঘুরে দেখে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি সপ্তাহের শনিবার সেই সাহায্য তিনি গ্রামবাসীদের কাছে পৌঁছে দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

জুনিয়রের পাশে দাঁড়িয়ে উদাহরণ তৈরি করলেন সিনিয়র

জুনিয়রের পাশে দাঁড়িয়ে উদাহরণ তৈরি করলেন সিনিয়র

সংগ্রাম করে ময়দানের ফুটবল মাঠে জায়গা করে ১৪ মরসুম মোহনবাগানে খেলেছেন শিল্টন। গলি থেকে রাজপথে উঠে আসার জন্যে জীবনে প্রতিদিনের লড়াইটা তাই ভালোই জানেন এই মোহনবাগানী। সেকারণেই আম্ফানে বিধ্বস্ত বাংলার তরুণ গোলকিপার মিঠুন সামন্তের হাতটা এখন যেন আরও শক্ত করে ধরলেন।

মিঠুনকে আর্থিক সাহায্য শিল্টনের

মিঠুনকে আর্থিক সাহায্য শিল্টনের

আই লিগে ট্রাউ এফসি'র হয়ে গোলকিপার মিঠুন সামন্ত গত মরসুম খেলেছেন। ২০ মে আম্ফানের তাণ্ডবে কাকদ্বীপের বুঁদাখালি গ্রামের মিঠুনের কুঁড়েঘর দেশলাই বাক্সের মতো উড়ে গিয়েছে। বিপর্যয়ের দিনে বাঙালি গোলকিপার ও তাঁর পরিবারের পাশে দাদা হিসেবে সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন শিল্টন পাল। মানবিকতার উদাহরণ রেখে মিঠুনের হাতে আর্থিক সাহায্য ও বাড়ি মেরামতি করে দেওয়ার কথা দিয়েছেন শিল্টন। এছাড়া সুন্দরবন অঞ্চলেও ঝড়ে ভেঙে পড়া বাড়ি সারিয়ে দিতে চলেছেন তারকা গোলকিপার।

'দাদার ঋণ শোধ করা যাবে না'

'দাদার ঋণ শোধ করা যাবে না'

আম্ফানে আশ্রয় হারানোর দিনে সিনিয়র শিল্টনের থেকে মানবিক সাহায্য পেয়ে সম্মান জানিয়েছেন মিঠুন। ট্রাউয়ে খেলা গোলকিপার জানিয়েছেন, 'শিল্টন দার কাছে চিরজীবন ঋণী হয়ে রইলাম, দাদার ঋণ কোনওদিন শোধ করতে পারব না।'

English summary
Shilton paul helps amphan survivors young goalkeeper Mithun Samanta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X