For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবিতে দেখুন স্ত্রী ও বন্ধুদের নিয়ে আম্ফান সাহায্যে মানুষের পাশে তারকা গোলকিপার শিল্টন পাল

ছবিতে দেখুন স্ত্রী ও বন্ধুদের নিয়ে আম্ফান সাহায্যে মানুষের পাশে তারকা গোলকিপার শিল্টন

  • |
Google Oneindia Bengali News

করোনা ও আম্ফান, জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত বাংলা। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে বন্ধুদের নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ১৪ মরসুম ধরে মোহনবাগানে খেলা তারকা গোলকিপার শিল্টন পাল। ২০ মে আম্ফান বিপর্যয়ের পর সুন্দরবন অঞ্চলের গ্রামগুলি এখন জলের তলার। হাজার হাজার মানুষ মাথা গোঁজার আস্থানা হারিয়ে জলের মধ্যে খড়কুটো আঁকড়ে জীবনসংগ্রাম চালাচ্ছেন। তাঁদের পাশেই সাহায্যের জন্য মানবিক শিল্টন।

সুন্দরনে পৌঁছে যান শিল্টন

সুন্দরনে পৌঁছে যান শিল্টন

শনিবার আমফান বিধ্বস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখে আসেন মোহনবাগানের গোলরক্ষক শিল্টন পাল। তারপরেই ফেসবুকে তিনি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। সুন্দরবন থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে শিল্টন পাতিবুনিয়া, রাজনগর ও গোবর্ধনপুর গ্রামে পরিস্থিতি তুলে ধরেন। ঝড়ের তাণ্ডবে সেখানে কীভাবে জনজীবন বিপুলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে,সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গোলকিপার।

বাড়িতে চলছে ত্রাণের প্যাকেজিংয়ের কাজ

বাড়িতে চলছে ত্রাণের প্যাকেজিংয়ের কাজ

এবার বাড়িতে ত্রাণের বন্দোবস্ত করার মুহূর্ত ছবি প্রকাশ করে ফ্যানেদের থেকে আরও বেশি করে সাহায্যের জন্য অনুরোধ জানালেন শিল্টন পাল। সোশ্যাল মিডিয়ায় শিল্টন আবেগঘন পোস্টে লিখেছেন, 'আম্ফান ও করোনা দুই ধাক্কায় জেলায় জেলায় শুধুই এখন ক্ষতির ছবি দেখা যাচ্ছে। আমি বন্ধুদের নিয়ে সাধ্যমতো চেষ্টা করেছি। এই সময় আমাদের আরও বেশি করে আম্ফান বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। ফ্যানেদের থেকে সাহায্যের প্রার্থনায় রইলাম।'

শনিবার ত্রাণ বন্টন করবেন শিল্টন

শনিবার ত্রাণ বন্টন করবেন শিল্টন

আগামী শনিবার ও রবিবার পাতিবুনিয়া, রাজনগর ও গোবর্ধনপুর গ্রামে শিল্টন ও তাঁর বন্ধুরা ত্রাণ বন্টন করবেন। ৫০০ পরিবারকে সাহায্য করা হবে বলে তারকা গোলকিপার জানিয়েছেন।

ডাক্তারদের নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা

ডাক্তারদের নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা

করোনার পর আম্ফান বিপর্যয়ে সুন্দরবন অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সুচিকিৎসার জন্যে ডাক্তারদের এক মেডিক্যাল টিম নিয়ে যাবেন বলে শিল্টন জানিয়েছেন। গ্রামের মানুষদের সুচিকিৎসার পরিষেবা দেওয়া হবে।

কবে অনুশীলনে নামছেন বিরাট-রোহিতরা? কী আভাস দিল সৌরভের বিসিসিআই?কবে অনুশীলনে নামছেন বিরাট-রোহিতরা? কী আভাস দিল সৌরভের বিসিসিআই?

English summary
Shilton Paul start pakaging foods for amphan survivors in sundarban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X