টনটনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলা বিধ্বংশী ১৮৩ রানের ইনিংসের স্মৃতি ফিরিয়ে আনলেন স্মৃতি মন্দনা। সৌরভের ব্যাট থেকে আসা ওই ইনিংস এখনও বিশ্ব ক্রিকেটে সেরা পাঁচটি এক দিনের ইনিংসের মধ্যে বিবেচিত হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৯ বিশ্বকাপে মারকাঠারি ইনিংসটি খেলেছিলেন ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ বাঁ-হাতি ব্যাটসম্যান।
সৌরভের মতো বড় রানের বিস্ফোরক ইনিংস না খেললেও, কিয়া সুপার লিগে খেলা বাঁ-হাতি এই মহিলা ক্রিকেটারের ২০ বলে খেলা ৪৮ রানের ইনিংস দেখে, অনেকেরই মনে পড়েছে অফ সাইডের ভগবানের কথা।
রবিবার টনটনে ইয়র্কশায়ার ডায়মন্ডসের বিরুদ্ধে ওয়েস্টার্ন স্টর্মকে জেতার জন্য করতে হত ১৬৩ রান। আর ওপেন করতে নেমে ওয়েস্টার্ন স্টর্মকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দেন স্মৃতি। ২৪০ স্ট্রাইক রেটে ২০ বলে ৪৮ রান তোলেন মন্দনা। তিনটি চার এবং পাঁচটি ছয় দিয়ে সাজান ছিল স্মৃতির ইনিংস।