For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচের মাঝেই প্রকাশ্যে মদ্যপান মোহনবাগান গ্যালারিতে, প্রতিবাদ করায় হেনস্থার শিকার যুবতী

মোহনাবাগানের ম্যাচ চলাকালীন সবুজ-মেরুন গ্যালারিতে বসে মদ্যপান করলেন তিন যুবক। সমর্থকদের মধ্যে বসেই চলল প্রকাশ্যে মদ্যপান। মদ ঢালা থেকে চিপসের প্যাকেট কাটা সবেতেই কুছ পড়োয়া নেই ভাব।

Google Oneindia Bengali News

সবুজ-মেরুন সমর্থকেরা বরাবরই বলেন মোহনবাগান তাঁদের কাছে মন্দির। মোহনবাগান কলঙ্কিত হয় এমন কাজ না তাঁরা করেন, না কেউ করলে তা সহ্য করেন।

ম্যাচের মাঝেই প্রকাশ্যে মদ্যপান মোহনবাগান গ্যালারিতে, প্রতিবাদ করায় হেনস্থার শিকার যুবতী

কিন্তু আদৌ কি মোহনবাগানের ঐতিহ্য এবং প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল মোহনবাগানের প্রতিটি সমর্থক? প্রশ্নটা শুনে সাময়িক অবাক লাগলেও প্রশ্নটা কিন্তু তুলতেই হচ্ছে এবং এই প্রশ্ন তোলার নেপথ্যে রয়েছেন তিন জন সবুজ-মেরুন সমর্থকই।

মোহনাবাগানের ম্যাচ চলাকালীন সবুজ-মেরুন গ্যালারিতে বসে মদ্যপান করছেন তিন যুবক। সমর্থকদের মধ্যে বসেই চলছে প্রকাশ্যে মদ্যপান। এক জনের হাতে চিপসের প্যাকেট রয়েছে। এবং আরেক জন বাকি তিনটি প্লাস্টিকের গ্লাসে মদ ঢালছেন। ফেসবুকে ছেয়ে গিয়েছে এই তিন সবুজ-মেরুন সমর্থকের কান্ডের ভিডিও। গ্লাসের মদ ঢালার ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচের মাঝেই প্রকাশ্যে মদ্যপান মোহনবাগান গ্যালারিতে, প্রতিবাদ করায় হেনস্থার শিকার যুবতী

অধিকাংশ সমর্থক বিষয়টা দেখে না দেখার ভান করলেও, এক মহিলা সমর্থক প্রতিবাদ করেন এই আচরণের। সেই মহিলা সমর্থক আবার লেডি মেরিনার্সের সমর্থক। কিন্তু তিনি প্রতিবাদ করলে সকলের সামনেই হেনস্থা করা হয় তাঁকে। তাঁর উদ্দেশ্যে ওই তিন জনের মধ্যে এক জন অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

বিষয়টি কানে গিয়েছে মোহনবাগান সচিব অঞ্জন মিত্রেও। তাঁকে এই বিষয়ে জিজ্ঞসা করা হলে বাগান সচিব বলেন, 'যদি সত্যিই এমনটা ঘটে থাকে এবং কোনও ক্লাব সদস্য এর সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তাঁদের সদস্য পদ বাতিল করা হবে।'

English summary
Some of Mohun Bagan supporters drink openly in Mohun Bagan Gallery between a match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X