For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল কোচের ভূমিকায় সৌরভ, এটিকে-র প্রোমোশানাল ভিডিও-র নতুন মোচড়

এটিকে-র এ মরশুমের প্রমোশানাল ভিডিও তৈরি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

এটিকে-র এ মরশুমের প্রমোশানাল ভিডিও তৈরি। তিনবারের মত দুবারের চ্যাম্পিয়ন এটিকে। কলকাতার একটা বড় ফ্যান ফলোয়িং বেস আছেই। তবুও মরশুম শুরুর আগে ফের তাদের তাতাতে এই উদ্যোগ।

ফুটবল কোচের ভূমিকায় সৌরভ, এটিকে-র প্রোমোশানাল ভিডিও-র নতুন মোচড়

[আরও পড়ুন:আইএসএলে জমকালো উদ্বোধন, আইলিগ প্রদীপের নীচে অন্ধকার ][আরও পড়ুন:আইএসএলে জমকালো উদ্বোধন, আইলিগ প্রদীপের নীচে অন্ধকার ]

এবারের ভিডিওতে কোচ শেরিংহ্যাম বা রবি কিনের মত তারকা ফুটবলার কেউই নেই। বরং রবিন সিং, প্রবীর দাস, জয়েশ রানে, লিংডো-র মত ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে এই ভিডিও। পাশাপাশি এই ভিডিওতে জোর দেওয়া হয়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপর। ছৌ নাচের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুটবল খেলা।

ফুটবল কোচের ভূমিকায় সৌরভ, এটিকে-র প্রোমোশানাল ভিডিও-র নতুন মোচড়

পাশাপাশি ভিডিও-র সবচেয়ে বড় চমক ফুটবল কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। পরণে এটিকে-র জার্সি। কখনও ফুটবলের ওপরে বসে রয়েছেন, কখনও মাঠের বাইরে থেকে ফুটবলারদের তাতাচ্ছেন। ভিডিওকে অন্যমাত্রা দিয়েছে বাঙালির চির পরিচিত গান '‌সব খেলার সেরা বাঙালির,‌ তুমি ফুটবল'।

ফুটবল কোচের ভূমিকায় সৌরভ, এটিকে-র প্রোমোশানাল ভিডিও-র নতুন মোচড়

তবে ভিডিও-র শেষে এটিকে সমর্থকরা পাচ্ছেন এই মরশুমের নতুন ট্যাগ লাইন, 'নতুন যুগে এটিকে বুকে'। ইতিমধ্যেই টেলিভিশনে দেখা যাচ্ছে সেই প্রোমোশানাল ভিডিও। এদিকে এ মরশুমে আইএসএলে এটিকে-র অভিযান শুরু হবে ১৭ নভেম্বর। কোচিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

English summary
Sourav and Bengal's cultural heritage is the main focus in ATK's this year's promo 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X