For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপে সব থেকে বড় অঘটন! বিশ্বকাপ থেকে ছিটকে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা

রাশিয়া বিশ্বকাপের বড় অঘটন। বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি।

Google Oneindia Bengali News

অঘটনের বিশ্বকাপে সব থেকে বড় অঘটনের সাক্ষী থাকল রাশিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মাস্ট উইন ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল জার্মানি।

রাশিয়া বিশ্বকাপে সব থেকে বড় অঘটন! বিশ্বকাপ থেকে ছিটকে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা

এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলে জোয়াকিম লো-এর দল। গোটা ম্যাচে ৭৪ শতাংশ বল পজিশন ছিল জার্মানির। শুধু বল পজিশনের দিক দিয়েই নয় গোলে শট নেওয়া থেকে পাস থেলে, প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সব দিক দিয়ে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

পরবর্তী রাউন্ডে পৌছতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল জার্মানির। সেই মতো ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলে জার্মানি। প্রথমার্ধেই অসংখ্য আক্রমণ তুলে আনে জার্মান বাহিনী। কিন্তু দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারদের মরিয়া লড়াইয়ের সামনে বার বার পরাস্থ হতে হয় ক্রুজ-ওজিলদের।

গোল শূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে, গোল শূন্য ভাবে ম্যাচ শেষ হলেও যে হারে জার্মানি আক্রমণ তুলে আনছিল তাতে জার্মানির গোল পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা।

সেই মতো আশা করা হয়েছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোল তুলে নেবে জার্মানি। জার্মানি খেলছিলও সেই রকম। আক্রমণ থেকে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে গোলের সুযোগ তৈরি করা, সবই করছিল না তারা কিন্তু আটকে যেতে হচ্ছিল দক্ষিণ কোরিয়ার ডিফেন্স এবং গোলরক্ষকের কাছে। তরুণ এই গোলরক্ষকই এদিন জার্মানির নিশ্চিত দু'টি গোল বাঁচান।
ম্যাচ যত অন্তিমপর্যায় গড়ায়, ততই অল আউট আক্রমণে উঠে থাকে জার্মানি। এরই সুযোগে প্রতিআক্রমণে এসে ম্যাচে ৯২ মিনিটে গোল করে যান দক্ষিণ কোরিয়ার কিম ইয়ং-গন। প্রথমে গোল নাকজ করে দিলেও পরে ভিএআর এর সহায়তা নিয়ে গোল দেন রেফারি।
প্রথম গোল হজম করে মাস্ট উইন ম্যাচ জিততে দলকে সাহায্যের জন্য উপরে উঠে আসেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এই সুযোগটাকে কাজে লাগিয়েই ম্যাচের লিড ২-০ করে দক্ষিণ কোরিয়া। জু সি-জংয়ের লঙ বল ধরে ফাকা গোলে ঠেলে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলের লিড এনে দেন সন হিউং-মিন। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মানি বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ায় অবাক গোটা বিশ্ব।

দুর্দান্ত গোল কিপিং করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক চো হিউন-ও।

English summary
Most unfortunate thing happens in Russia world cup 2018. South Korea knocked out Germany from 2018 Russia world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X