For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলেও মানতে হবে এক ঝাঁক নিয়মাবলী, জেনে নিন কী কী নিয়ে যাবেন যুবভারতীতে

যুবভারতীতে আইএসএল ম্যাচ দেখতে গেলে মানতে হবে বেশ কিছু নিয়মাবলী 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে খালি হাতে এসেছিলেন, এবার আইএসএলেও আসবেন খালি হাতে।এমনই নির্দেশ দিয়ে দিল বিধাননগর কমিশনারেট।

আইএসএলেও মানতে হবে এক ঝাঁক নিয়মাবলী, জেনে নিন কী কী নিয়ে যাবেন যুবভারতীতে

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সময় পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল, তাতে বলা হয়েছিল একমাত্র মোবাইল ফোন এবং টাকার ব্যাগ ছাড়া কিছু নিয়ে আসবেন না যুবভারতীতে। শেষ দু'বছর যুবভারতীর পুনর্নিমানের কাজ হওয়ার জন্য আইএসএলের ম্যাচও হয়নি এই স্টেডিয়ামে। তার আগে যখন এটিকে-র হোম ম্যাচ এই মাঠে হত, তখন মাঠে কী কী নিয়ে ঢোকা যাবে আর যাবে না এরকম কোনও নির্দেশাবলী ছিল না। কিন্তু এবার সেখানে বিধিনিষেধ জারি হল। আইএসএলের ম্যাচেও এবার থেকে শুধু ওয়ালেট এবং মোবাইল ফোন। জল এবার থেকে আর মাঠে নিয়ে ঢোকা যাবে না।

এদিকে যুবভারতীর নিরাপত্তা-র রক্ষার্থে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য । যুব ও কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস সংস্কারের জন্য একটি বৈঠক করে কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। থাকছে রাতপাহারার ব্যবস্থা। স্টেডিয়াম চত্বরে বাড়ানো হবে সিসিটিভি ক্যামেরাও।

এমনকি নিরাপত্তা নিশ্চিত করতে যুবভারতীতে প্রাতঃভ্রমণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

English summary
Spectators need to follow some guideline to watch ISL match in Yuvabharathi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X