For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা বিশ্বকাপের ৩২ টি দলের চুড়ান্ত স্কোয়াড

২০১৮ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দলের চুড়ান্ত স্কোয়াড।

Google Oneindia Bengali News

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই ১৪ জুন থেকে রাশিয়ায় মাঠে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০১৮। ইতিমধ্যেই অংশগ্রহনকারী মোট ৩২টি দেশই এই মেগা টুর্ণামেন্টের জন্য তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

অ্যান্টনি মার্শিয়াল (ফ্রান্স), লেরয় সান (জার্মানি), মৌরো ইকারদি (আর্জেন্টিনা), আলভারো মোরাতা (স্পেন), রাজা নাইনগোলান (বেলজিয়াম), আলেকজান্ডার ল্যাকাজেত (ফ্রান্স), জ্যাক উইলশেয়ার (ইংল্যান্ড), মার্কোস আলোন্সো (স্পেন), মারিও গোতজি (জার্মানি) এবং সার্জি রবের্তো (স্পেন)-র মতে বিশ্ব ফুটবলের বেশ কিছু তারকার জায়গা হয়নি দলে।

আবার চোট আঘাতের কারণে এই বিশ্বকাপে দেখা যাবে না জনপ্রিয় অনেক ফুটবলারকেই। অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলিন (ইংল্যান্ড), দানি আলভেস (ব্রাজিল), লঁরা কোসিয়েলনি (ফ্রান্স), দিমিত্রি পায়েত (ফ্রান্স) এবং সের্জিও রোমেরো (আর্জেন্টিনা)-র মতো অনেকেই। তবে, প্রতিটি দেশেরই দাবি এঁদের উপযুক্ত বদলি তাদের হাতে আছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ৩২ টি দলের স্কোয়াড

ইরান

ইরান

গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ (পার্সিপোলিস), রশিদ মাজাহেরি (জোব আহান), আমির আবেদজাদে (মেরিটিমো);
ডিফেন্ডার: পেজমান মন্তাজেরি (এস্তেঘ্লাল), সেয়েদ মাজিদ হোসেইনি (এস্তেঘ্লাল), রুজবেহ চেশ্মি (এস্তেঘ্লাল), মিলাদ মোহাম্মাদি (আখমৎ গ্রোজনি), মোহাম্মদ রেজা খানজাদে (পাদিদে), মোর্তেজা পৌরালিগান্জি (আলাসাদ), রামিন রেজাঈয়ান (ওস্তেন্দে), এহসান হজসাফি (অলিম্পিয়াকোস);
মিডফিল্ডার: সায়েইদ এজাতোলাহি (আমকর পের্ম), মাসুদ শোজয়েই (এ.ই.কে অ্যাথেন্স), মাহদি তোরাবি (সাইপা), ওমিদ এব্রাহিমি (এস্তেঘ্লাল), বাহিদ আমিরি (পার্সিপোলিস), সামান ঘোদ্দোস (ওস্তেরসুন্দস), আশকান দেজাগাহ (নটিংহাম ফরেস্ট);
স্ট্রাইকার: আলিরেজা জাহানবাখ্শ (এজে আলকমার), করিম আনসারিফার্দ (অলিম্পিয়াকোস), মাহদি তারেমি (আল ঘরাফা), সর্দার আজমাউন (রুবিন কাজান), রেজা ঘুচান্নেজহাদ (হিরেনভিন)।

পর্তুগাল

পর্তুগাল

গোলকিপার: অ্যান্টনি লোপেজ (লিওঁ), বেতো (গোজতেপে), রুই প্যাট্রিসিও (স্পোর্টিং সিপি);
ডিফেন্ডার: ব্রুনো অ্যালভেস (রেঞ্জার্স), সেড্রিক সোয়ারেস (সাউদাম্পটন), হোসে ফোন্তে (ডালিয়ান ইয়িফাং), মারিও রুই (নাপোলি), পেপে (বেসিকতাস), রাফায়েল গুরেরো (বরুসিয়া ডর্টমুন্ড), রিকার্ডো পেরেইরা (পোর্তো) রুবেন দিয়াজ (এসএল বেনফিকা);
মিডফিল্ডার: অ্যাদ্রিয়েন সিলভা (লেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেজ (স্পোর্টিং সিপি), জোয়াও মারিও (ইন্টার মিলান), জোয়াও মুতিনহো (মোনাকো), মানুয়েল ফের্নান্দেজ (লোকোমোটিভ মস্কো), উইলিয়াম কার্ভালহো (স্পোর্টিং সিপি);
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা (এসি মিলান), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ), গেলসন মার্টিন্স (স্পোর্টিং), গনসালো গুয়েদেস (ভ্যালেন্সিয়া) এবং রিকার্ডো কারেসমা (বেসিকতাস)

মরোক্কো

ইয়াসিন বোউনউ (জিরোনা), মুনির এল কাজোউই (নুমান্সিয়া), আহমেদ রেদা তাগনাউতি (ইত্তিহাদ তাঞ্জের); মেহদী বেনাতিয়া (জুভেন্টাস), মানুয়েল দ্য কোস্তা (ইস্তাম্বুল বাসাকসেহির), নাবিল দিরার (ফেনেরবাহসে), আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ), হামজা মেন্দিল (লিল), রোমাইন সাইস (উলভ্স); সোফিয়ান আম্রাবাৎ (ফেয়েনুর্দ), ইওসেফ আইত বেন্নাসের (সায়েন), ইউনেস বেলহান্দা (গালাতাসার), মোবারক বোউসুফা (আল জাজিরা), করিম এল আহমাদি (ফেয়েনুর্দ), ফেইকাল ফজর (গেতাফে), আমিনে হারিত (শালকে); নর্দিন আম্রাবাৎ (লেগানেস), আজিজ বুহাদ্দোউজ (সেন্ট পাউলি), খালিদ বোতাইব (মালতিয়াস্পোর), মেহদি কার্সেলা (স্ট্যান্ডার্ড লিয়েজ), আইউব এল কাবি (রেনেসাঁ বেরকানে), ইউসেফ এন নেসরি (মালাগা), হাকিম জিয়েচ (আয়াক্স)।

ফ্রান্স

ফ্রান্স

গোলরক্ষক: অ্যালফঁসে আরিওলা (পিএসজি), হুগো লরিস (টটেনহ্যাম), স্টিভ মান্দান্দা (মার্সেই)
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), বেঞ্জামিন মেন্ডি (ম্যানচেস্টার সিটি), বেঞ্জামিন প্যাভার্ড (স্টুটগার্ট), আদিল রামি (মার্সেই), জিব্রিল সিডিবি (মোনাকো), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)
মিডফিল্ডার: এনগোলো কাঁতে (চেলসি), ব্লাইস মাতুইদি (জুভেন্টাস), স্টিভেন এন'জোনজি (সেভিয়া) পল পোগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), কোরেন্টিন তোলিসো (বায়ার্ন মিউনিখ)
ফরওয়ার্ড: ওসমানে দেম্বেলে (বার্সেলোনা), নাবিল ফেকির (লিওঁ), অলিভিয়ের জিরু (চেলসিয়া), অ্যান্টনি গ্রিজম্যান (অ্যাথলেটিকো মাদ্রিদ), টমাস লেমার (মোনাকো), কিলিয়ান এমবাপে (পিএসজি), ফ্লোরিয়ান থাউভিন (মার্সেই)

ডেনমার্ক

গোলকিপার: জোনাস লসল (হাডার্সফিল্ড টাউন), ফ্রেডরিক রোনাউ (ব্রন্ডবাই), ক্যাস্পার শেমিচেল (লেস্টার সিটি);
ডিফেন্ডার: আন্দ্রেয়া ক্রিস্চেনসেন (চেলসি), হেনরিক ডালাসগার্ড (ব্রেন্টফোর্ড), সাইমন কিজায়ের (সেভিয়া), জোনাস নুডসেন (ইপসউইচ টাউন), জেন্স স্ট্রাইগার লারসেন (উদিনেসে), মাথিয়াস জর্জেনসেন (হাডার্সফিল্ড টাউন), জানিক ভেস্টেরগার্দ (বরুসিয়া মনশেনগ্লাদবাখ);
মিডফিল্ডার: টমাস ডিলানি (ওয়ের্দের ব্রেমেন), ক্রিশ্চিয়ান এরিক্সেন (টটেনহ্যাম), লুকাস লেরাগার (বোরডক্স), মাইকেল ক্রন-দেহলি (দিপোর্তিভো লা করুনা), উইলিয়াম কেভিস্ট (কোপেনহেগেন), লাসে শোনে (আয়াক্স), পিওনে সিস্টো (সেল্টা ভিগো);
ফরোয়ার্ড: মার্টিন ব্রেথওয়েইট (বোরডক্স), আন্দ্রে কর্নেলিয়াস (অ্যাটলান্টা), কাসপার ডলবার্গ (আয়াক্স), ভিক্টর ফিশার (কোপেনহেগেন), নিকোলাই জর্জেনসেন (ফেয়েনুর্দ), ইউসুফ পলসেন (আরবি লিপজিগ)।

অস্ট্রেলিয়া

গোলকিপার: ব্র্যাড জোন্স (ফেয়েনুর্দ), ম্যাথু রায়ান (ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন), ড্যানি ভুকোভিচ (জেনক);
ডিফেন্ডার: আজিজ বেহিচ (বুরসাসপোর), মিলোস দেজেনেক (ইয়োকোহামা এফ মেরিনোস), ম্যাথু জুরম্যান (সুওন), জেমস মেরেডিথ (মিলওয়াল), জোশ রিসডন (ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স), ট্রেন্ট সেইনসবারি (গ্রাসহপার); মিডফিল্ডার: জ্যাকসন আরভিন (হাল সিটি), মাইল জেদিনাক (অ্যাস্টন ভিলা), রবি ক্রুজ (বোচুম), ম্যাথু লেকি (হার্থা বার্লিন), মাসিমো লুয়োঙ্গো (কিউপিআর), মার্ক মিলিগান (আল আহলি), অ্যারন মুই (হাডার্সফিল্ড টাউন), দিমিত্রি পেত্রাতোস (নিউক্যাসল জেটস), টম রগিচ (সেল্টিক); স্ট্রাইকার: ড্যানিয়েল আর্জানি (মেলবোর্ন সিটি), টিম কাহিল (মিলওয়াল), টমী জুরিচ (লুজার্ন), জেমি ম্যাকলারেন (হাইবার্নিয়ান), অ্যান্ড্রু নাবৌট (উরাওয়া রেডস)

পেরু

পেরু

গোলকিপার: কার্লোস সাসেদা (দেপোর্তিভো মুনিসিপাল), হোসে কার্ভালো (ইউনিভার্সিদাদ তেকনিকা দে কাজামার্চা), পেদ্রো গায়েসে (ভেরাক্রুজ); ডিফেন্ডার: লুই অ্যাডভিনকুলা (লোবোস বিইউএপি), আল্দো কোর্জো (ইউনিভার্সিতারিয়ো), মিগুয়েল ত্রাউকো (ফ্লামেঙ্গো), ক্রিস্চিয়ান রামোস (টিবুরোনেস রোহোস দে ভেরাক্রুজ), আলবার্তো রদ্রিগেজ (অ্যাথলেটিকো জুনিয়র), মিগুয়েল আরুহো (আলিয়েনজা লিমা), নিলসন লোওলা (এফবিসি মেলগার), অ্যান্দেরসন সান্তামারিয়া (পেবলা);
মিডফিল্ডার: এডিসন ফ্লোরেস (আলবোর্গ), পাওলো হুর্তাদো (ভিতোরিয়া), রেনাতো তাপিয়া (ফেয়েনুর্দ), ইয়োশিমার ইয়োতুন (অরল্যান্ডো সিটি), পেদ্রো একিনো (লিওঁ), ক্রিশ্চিয়ান কুয়েভা (সাও পাওলো), উইল্দের কার্তাহেনা (ভেরাক্রুজ);
ফরোয়ার্ড: পাওলো গুরেরো (ফ্লামেঙ্গো), আন্দ্রে কারিয়ো (ওয়াটফোর্ড), জেফারসন ফারফান (লোকোমোটিভ মস্কো), অ্যান্ডি পোলো (পোর্টল্যান্ড টিম্বার্স), রাউল রুইদিয়াজ (মোরেলিয়া)।

আর্জেন্টিনা

আর্জেন্টিনা

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), উইলি কাবায়েরো (চেলসি), সের্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড);
ডিফেন্ডাররা: মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং সিপি), ক্রিশ্চিয়ান আনসাল্দি (তোরিনো), ফেদেরিকো ফাজিও (রোমা), হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফরচুন), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস ওতেমেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স);
মিডফিল্ডার: এভার বানেগা (সেভিয়া), লুকাস বিগ্লিয়া (এসি মিলান), আংখ্হেল দি মারিয়া (প্যারি সাঁ জা), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), জিওভানি লো সেলসো (প্যারি সাঁ জা), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্দিপেন্দিয়েন্তে), এদুয়ার্দো সালভিও (বেনফিকা);
ফরোয়ার্ড: সের্গিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাউলো ডিবালা (জুভেন্টাস), গঞ্জালো হিগুয়াইন (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স)

আইসল্যান্ড

আইসল্যান্ড

গোলকিপার: হ্যান্স হালডর্সন (রেন্ডার্স), রুনার রুনারসন (নর্দজায়েল্যান্ড), ফ্রেডরিক শ্রাম (রোস্কিল্ড);
ডিফেন্ডার: কারি আরনাসন (অ্যাবেরডিন), হল্মার আইজফস্সন (লেভস্কি সোফিয়া), রুরিক গিসলাসন (স্যান্ডহাউজেন), সেভরির ইঙ্গাসন (রোস্তোভ), হর্ডুর ম্যাগনুসন (ব্রিস্টল সিটি), বির্কির সায়েভারসন (ভ্যালুর), রাগনার সিগার্ডসন (রোস্তোভ), এরি স্কুলাসন (লোকেরেন);
মিডফিল্ডার: বির্কির বিজারনসন (অ্যাস্টন ভিলা), স্যামুয়েল ফ্রিডজনসন (ভালেরেঙ্গা), জোহান গুডমুন্ডসন (বার্নলে), অ্যারন গুনারসন (কার্ডিফ সিটি), এমিল হলফ্রেডসন (উদিনেসে), গিলফি সিগার্ডসন (এভারটন), ওলাফুর স্কুলাসন (কারাবুক্সপোর), আর্নার ট্রৌস্টাসন (মালমো);
ফরোয়ার্ড: জন বডভারসন (রিডিং), আলফ্রেড ফিনবোগাসন (অগসবার্গ), অ্যালবার্ট গুডমুন্ডসন (পিএসভি), বিজর্ন সিগার্ডসন (রোস্তোভ)।

ক্রোয়েশিয়া

গোলকিপার: লোভর কেলিনিচ (দিনামো জাগরেব), ডমিনিক লিভাকোভিচ (জেন্ট), ড্যানিয়েল সুবাসিচ (মোনাকো);
ডিফেন্ডার: দুজে কালেটা-কার (রেড বুল স্যালজবার্গ); ভেড্রান করলুকা (লোকোমোটিভ মস্কো), টিন জেদেভাজ (বেয়ার লেভারকুসেন), ডেজান লোভ্রেন (লিভারপুল), জোশিপ পিভারিচ (ডায়নামো কিভ), ইভান স্ট্রিনিচ (এসি মিলান), ডোমাগোজ ভিডা (বেসিকতাস), সিমে ভ্রাসাজ্লকো (অ্যাথলেটিকো মাদ্রিদ);
মিডফিল্ডার: মিলান বাদেল্জ (ফিওরেন্তিনা), ফিলিপ ব্রেডারিচ (রিজেকা), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান), মাতেও কোভাকিচ (রিয়াল মাদ্রিদ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ইভান রকিটিচ (বার্সেলোনা);
স্ট্রাইকার: নিকোলা কালিনিচ (এসি মিলান), আন্দ্রেজ ক্রামারিচ (হফেনহাইম), মারিও মান্ডুকিচ (জুভেন্টাস), ইভান পেরিসিচ (ইন্টার মিলান), মার্কো জাচা (জুভেন্টাস), অ্যান্ট রেবিচ (আইনট্রাচ ফ্রাংকফুর্ট)।

নাইজেরিয়া

গোলকিপার: ড্যানিয়েল আকপেয়ি (চিপ্পা ইউনাইটেড), আইকেচুকু ইজেনওয়া (ইফানিই উবা), ফ্রান্সিস উজোহো (দেপোর্তিভো লা করুনা);
ডিফেন্ডার: শেহু আবদুল্লাহি (বুর্সাস্পোর), চিদোজি আওজিয়েম (পোর্তো), লিওন বালোগুন (ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন), টাইরন এবুএহি (বেনফিকা), এল্ডারসন এচিজাইল (সেরক্লে ব্রুগ), উইলিয়াম ট্রুস্ট-একং (বুর্সাস্পোর), ব্রায়ান ইদোওই (আমকার পার্ম) , কেনেথ ওমেরুও (কাশিমপাসা); মিডফিল্ডার: ওঘেনেকারো এতেবো (লাস পালমাস), জন ওবি মাইকেল (টিয়ানজিন টেদা), উইলফ্রেড এনদিদি (লেস্টার সিটি), জোয়েল ওবি (তোরিনো), জন ওগু (হাপোয়েল বে'এর শেভা), ওগেনাই ওনাজি (ট্রাবজনস্পোর);
স্ট্রাইকার: ওডিওন ইগালো (চ্যাংচুন ইয়াতাই), কেলেচি ইহেআনচো (লেস্টার সিটি), অ্যালেক্স আওয়াবি (আর্সেনাল), ভিক্টর মোজেস (চেলসি), আহমেদ মুসা (সিএসকেএ মস্কো), সিমেয়য়ন নওয়ানকো (ক্রোটোনে)।

ব্রাজিল

ব্রাজিল

গোলকিপার: আলিসন (রোমা), ক্যাসিও (করিন্থিয়ান্স), এডারসন (ম্যানচেস্টার সিটি);
ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), পেদ্রো জেরোমেল (গ্রেমিও), ফিলিপ লুইস (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মারকুইহোস (প্যারি সাঁ জা), মিরান্ডা (ইন্টার মিলান), ফাগনার (করিন্থিয়ান্স), থিয়াগো সিলভা (প্যারি সাঁ জা);
মিডফিল্ডার: ক্যাসমিরো (রিয়াল মাদ্রিদ), ফের্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), ফ্রেড (শাখতার ডনেস্ক), পাউলিনহো (বার্সেলোনা), ফিলিপ কুটিনহো (বার্সেলোনা), রেনাতো অগোস্তো (বেজিং গুওন), উইলিয়ান (চেলসি), ডগলাস কোস্তা (বায়ার্ন মিউনিখ);
স্ট্রাইকার: রবার্তো ফিরমিনহো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (প্যারি সাঁ জা), টাইসন (শাখতার ডনেস্ক)

কোস্টারিকা

কোস্টারিকা

গোলরক্ষক: লিওনেল মোরেইরা (সিএস হেরেদিয়ানো), প্যাট্রিক পেম্বার্টন (এলডি আলাজুয়েলেন্সে), কেয়লর নাভাস (রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার: জনি অ্যাকোস্টা (রিওনেগ্রো আগুইলাস), ফ্রান্সিসকো কালভো (মিনেসোটা ইউনাইটেড), অস্কার ডুয়ার্তে (এস্পানিওল), ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়ো (সেল্টিক), জিয়ানকার্লো গঞ্জালেস (বোলোগ্না), রোনাল্ড মাতারিতা (নিউইয়র্ক সিটি), ব্রায়ান ওভেইডো (সান্ডারল্যান্ড), ইয়ান স্মিথ (নরকোপিং), কেন্ডল ওয়াস্টন (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস)
মিডফিল্ডা: রেন্ডাল আজোফেইফা (সিএস হেরেদিয়ানো), ক্রিশ্চিয়ানো বোলানোস (দেপোর্তিভো সাপ্রিসা), সেলসো বোর্গের্স (দেপোর্তিভো লা করুনা), দানিয়েল কলিন্দ্রেস (দেপোর্তিভো সাপ্রিসা), দাভিদ গুজম্যান (পোর্টল্যান্ড টিম্বার্স), ব্রায়ান রুইজ (স্পোর্টিং সিপি), ইয়েলেৎসিন তেজেদা (লাউসান), রডনি ওয়ালেস (নিউ ইয়র্ক সিটি)
ফরোয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল (রিয়েল বেতিস), মার্কো ইউরেনা (লস এঞ্জেলেস এফসি), জোহান ভেনগাস (দেপোর্তিভো সাপ্রিসা)

সার্বিয়া

গোলকিপার: মার্কো দিমিত্রোভিচ (এইবার), প্রেদ্রাগ রাজকোভিচ (ম্যাকাবি তেল আভিভ), ভ্লাদিমির স্টোকোভিচ (পার্টিজান);
ডিফেন্ডার: আলেকজান্ডার কোলারোভ (রোমা), ব্রানিস্লাভ ইভানোভিচ (জেনিত), নিকোলা মিলেনকোভিচ (ফিয়োরেন্তিনা), মিলান রডিচ (রেড স্টার বেলগ্রেড), আন্তোনিও রুকাভিনা (ভিলারিয়াল), উরোজ স্পাজিচ (ক্রাসনোদার), দুস্কো তসিচ (গুয়াংঝাও আরঅ্যান্ডএফ), মিলোস ভেলকোভিচ (ওয়ার্ডার ব্রেমেন);
মিডফিল্ডার: মার্কো গ্রুজিচ (লিভারপুল), ফিলিপ কোস্টিচ (হ্যামবার্গ), আদেম লিয়াজিচ (তোরিনো), নেমানজা মাতিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্গেজ মিলানকোভিচ-সাভিচ (লাজিও), লুকা মিলিভোজেভিচ (ক্রিস্টাল প্যালেস), নেমানজা রেডোনজিচ (রেড স্টার বেলগ্রেড) দুসান তাদিচ (সাউদাম্পটন), আন্দ্রিজা জিভকোভিচ (বেনফিকা);
স্ট্রাইকার: লুকা জোভিচ (আইন্ত্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), আলেকজান্ডার মিত্রভিচ (নিউক্যাসল ইউনাইটেড), আলেকজান্ডার প্রিজোভিচ (পিএওকে)।

সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড

গোলকিপার: রোমান বুরকি (বরুসিয়া ডর্টমুন্ড), ইয়োভন এমভোগো (আর.বি. লিপজিগ), ইয়ান সোমের (বরুসিয়া মনশেনগ্লাদবাখ);
ডিফেন্ডার: মানুয়েল আকানজি (বরুসিয়া ডর্টমুন্ড), জোহান জউরাউ (অ্যান্টালিয়াস্পোর), নিকো এলভেদি (বরুসিয়া মনশেনগ্লাদবাখ), মাইকেল ল্যাং (বাসেল), স্তেফান লিখস্টাইনার (জুভেন্টাস), ফ্রাঙ্কোয়েস মৌবান্দ্জে (টৌলৌসে), রিকার্ডো রদ্রিগেজ (এসি মিলান), ফাবিয়ান শার (দেপোর্তিভো লা করুনা);
মিডফিল্ডার এবং ফরোয়ার্ড: ভ্যালন বেহরামি (উদিনেসে), জসিপ ড্রামিক (বরুসিয়া মনশেনগ্লাদবাখ), ব্লেরিম জেমাইলি (বোলোগ্না), ব্রিল এমবোলো (শালকে), গেলসন ফার্নান্দেস (আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), রেমো ফ্রেউলার (আটলান্টা), মারিও গাভ্রানোভিচ (ডায়নামো জাগরেব), হারিস সেফেরোভিচ (বেনফিকা), জেরদান শাকিরি (স্টোক সিটি), গ্রানিত জাকা (আর্সেনাল), ডেনিস জাকারিয়া (বরুসিয়া মনশেনগ্লাদবাখ), স্টিভেন জুবের (হফেনহাইম)

জার্মানি

জার্মানি

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে তের স্টেগান (বার্সেলোনা), কেভিন ট্রাপ (প্যারি সাঁ জা)
ডিফেন্ডার: মার্ভিন প্ল্যাটেনহার্ড্ট (হার্থা বার্লিন), জোনাস হেক্টর (কোলোন), মথিয়াস গিন্টার, ম্যাট হুমেলস (বায়ার্ন মিউনিখ), নিক্লাস সুয়েলে (বায়ার্ন মিউনিখ), আন্তোনিও রুডিগার (চেলসি), জেরোম বোয়েতাং (বায়ার্ন মিউনিখ), জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার: সামি খেদিরা (জুভেন্টাস), জুলিয়ান ড্র্যাক্সলার (প্যারি সাঁ জা) মেসুত ওজিল (আর্সেনাল), টনি ক্রুজ (রিয়াল মাদ্রিদ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), সেবাস্তিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ), জুলিয়ান ব্র্যান্ট (বেয়ার লেভারকুসেন), ইকে গুন্ডোগান (ম্যানচেস্টার সিটি), লিওন গোরেজস্কা (শালকে), মার্কো রিউস (বরুসিয়া ডর্টমুন্ড)
ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার (আরবি লিপজিগ), মারিও গোমেজ (ভিএফবি স্টুটগার্ট)

সুইডেন,

গোলরক্ষক: কার্ল-জোহান জনসন (গুয়িংম্প), ক্রিস্টোফার নর্ডফেল্ড (সোয়ানসি সিটি), রবিন ওলসেন (কোপেনহেগেন)
ডিফেন্ডার: লুডভিগ অগাস্টিনসনসন (ওয়ারার ব্রেমেন), আন্দ্রিয়াস গ্রানকভিস্ট (ক্রিসোনিয়ার), ফিলিপ হেলেন্ডার (বোলগনা), পান্তাস জেনসন (লিডস ইউনাইটেড) এমিল কর্ফ্থ (বোলগ্না), মিকেল লুস্টিগ (সেল্টিক), ভিক্টর লিন্ডোফ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্টিন অলসন (সোয়ানসি সিটি)
মিডফিল্ডার: ভিক্টর ক্লাসসন (ক্রিশ্চিয়ান), জিমি দুরমাজ (টুলোজ), আলবিন একদাল (হামবুর্গ), এমিল ফোরসবার্গ (আরবি লিপজিগ) ), অস্কার হিল্জ্রাম (জেনোয়া), সেবাস্তিয়ান লারসন (হুল সিটি), মার্কাস রোডেন (ক্রোটোনে), গুস্তভ স্যাভেনসন (সিয়াটল সাউন্ডার্স)
ফরোয়ার্ড: মারকুস বার্গ (আল এয়ান), জন গুয়েতেটি (ডিপোর্টভো অ্যালভেস), আইজাক কাইচ থিলেইন (ওয়াসল্যান্ড-বেভেন ), ওলা তোভোনিন (তুলাউস)

মেক্সিকো,

মেক্সিকো,

গোলকিপার: যিশু কোরোনা (ক্রুজ আজুল), গিলারমো ওচোয়া (স্ট্যান্ডার্ড লিগ), আলফ্রেডো তালাভেরা (তোলুকা);
ডিফেন্ডার: এডন আলভারেজ (ক্লাব আমেরিকা), হুগো আইলা (টিগ্রেস ইউএনএল), যিশু গিয়ালদো (মন্টেরে), মিগুয়েল লেউন (সেভিয়া), হেক্টর মোরেনো (রিয়েল সোসাইডেড), ডিইগো রেয়াইস (পোর্তো), কার্লোস সালেসো (আইনঞে্চট ফ্রাংকফুর্ট);
মিডফিল্ডার: জোনাথন ডস সান্তোস (এলএ গ্যালাক্সি), মার্কো ফাবিয়েন (আইঙ্ক্রাচেক্ট ফ্রাংকফুর্ট), এন্ড্রেস গার্ডডো (রিয়েল বেতিস), হেক্টর হেরেরা (পোর্তো), রাফায়েল মার্কেজ (এটলাস);
ফরোয়ার্ড: হাভিয়ার অ্যাকুইনো (টিগরেস ইউএনএল), যিশু ম্যানুয়েল কোরোনা (পোর্তো), জিওভানি ডস সান্তোস (এলএ গ্যালাক্সি), জেভিয়ার হার্নান্দেজ (ওয়েস্ট হাম), রাউল জিমেনিজ (বেনফিকা), হিরিং লোজানো (পিএসভি), ওরিবে পারলতা (ক্লাব আমেরিকা) কার্লোস ভেলা (লস এঞ্জেলেস এফসি)

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া

গোলকিপার: জো হিউন-উও (ডেইগু), কিম জিন-হিয়েওন (সিয়ারেও ওসাকা), কিম সেং-জিউ (ভিসেল কোব);
ডিফেন্ডার: ইয়ো-হান (সিউল), হং চুল (সাঙ্গু সাংমু), জং হিউন-সও (টোকিও), জেওং সেং-হিউন (সাগন টোসু), কিম মিনি-ভু (সাঙ্গু সাংমু), কিম ইয়ং-গুওন (গুয়াংঝু এভারগ্রান্ডে) ), লি ইয়ং (জিনবুকে মোটর), ওহ বান-সুক (জেজু ইউনাইটেড), পার্ক জু-হো (উসলান), ইউন ইয়ং-সোর (সিওনজম);
মিডফিল্ডার: জু সে-জং (আসন মুগিনঘওয়া), জেং ওউ-যুব (ভিসেল কোবে), কি সুং-ইউইং (সোয়ানসি সিটি), কু জা-চেওল (আগসবুর্গ), লি জে-সুং (জিনবুকে মোটর), লি সেং-ওউ (ভেরোনা), চাঁন সন-মিনিট (ইঞ্চিওন ইউনাইটেড);
স্ট্রাইকার: হুং হেই-চন (রেড বুল স্যালজবুর্গ), কিম শিন-উইকে (জিনবুকে মোটর), হেনুং-মিনিট (টটেনহ্যাম)

বেলজিয়াম

বেলজিয়াম

গোলকিপার: কোয়েন কাস্টেইলেস (ওলফসবুর্গ), থিবোউ কুর্তোয়া (চেলসি), সিমন মাইগনোলেট (লিভারপুল);
ডিফেন্ডার: টবি অ্যাল্ডারউইয়ার্ড (টটেনহ্যাম), ড্যাডেরেক বয়েয়াটা (সেল্টিক), লেইডার ডেন্ডনকার (আন্দেলেচাচ), ভিনসেন্ট কোম্পানি (ম্যানচেস্টার সিটি), টমাস মেউনিয়ার (প্যারি সাঁ জা), টমাস ওয়ার্মেলেন (বার্সেলোনা), জন ভেরতোগান (টটেনহ্যাম);
মিডফিল্ডার: মেসা ডেমবেল (টটেনহ্যাম), ইয়্যানিক কারাস্কো (ডেলিয়েন ইয়িফাং), নাসিসার চ্যাডলি (ওয়েস্ট ব্রম), কেভিন ডি ব্রুই (ম্যানচেস্টার সিটি), মারুয়ান ফেলাইনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ইডেন হ্যাজার্ড (চেলসি), থর্গনা হ্যাজার্ড (বরুসিয়া মেনশেনগ্লাদবাখ) আদনান জনজাজ (রিয়েল সোসিয়েদাদ), আপনার টিমেলম্যান্স (মোনাকো), এক্সেল উইটসেল (তিয়ানজিন কোয়ানজিয়ান);
ফরোয়ার্ড: মাইকেল বতসুয়াই (বরুসিয়া ডর্টমুন্ড), রমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্রিস মার্টেনস (নাপোলি)।

পানামা

পানামা

গোলকিপার: জেমে পেনিডো (দিনাও বুখারেস্ট), জোসে ক্যালডেরন (চৌরিলো), অ্যালেক্স রদ্রিগেজ (সান ফ্রান্সিসকো); ডিফেন্ডার: ফেলিপ বালিয়া (মিউনিসিপ্যালস), হ্যারল্ড কমিংস (সান জোসে আর্থকাকস), ইরিক ডেভিস (ডুনজস্ক স্ট্রেডা), ফিদেল এসকোবার (নিউইয়র্ক রেড বুল্স), মাইকেল মারিলো (নিউইয়র্ক রেড বুলস), অ্যাডলফো মাকাডো (হিউস্টন ডায়নামো), লুইস ওভাল্ল (ওলিমিপিয়া), রোমান টরেস (সিয়াটল সাউন্ডার্স); মিডফিল্ডার্স: জোসে লুইস রদ্রিগেজ (জেন্ট), এডগার বারসিনা (তোপচুলা), আর্মન્ડો কুপার (ইউনিভার্সিড্যাড ডি চিলি), অ্যানিবাল গোময়ি (সান জোসে আর্থকাকস), গ্যাব্রিয়েল গোমেজ (অ্যাটলেটিকো বুরমারঙ্গা), ভ্যালেন্টিন পামেন্টেল (প্লাজা আমাদর), আলবার্তো কুইন্টোরো (ইউনিভার্সিটিআরে) ; ফরোয়ার্ড: আবদিল অ্যারোইয়ো (আলজুলেন্স), ইসমায়েল দিয়াজ (ডিপোর্টিভো লা করুনা), ব্লাস পেরেজ , লুইস তেজাদা (স্পোর্টস বয়েজ), গ্যাব্রিয়েল টোরেস (হুচিপটো)

ইংল্যান্ড

ইংল্যান্ড

গোলকিপার: জ্যাক বুটল্যান্ড (স্টোক সিটি), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (বার্নলি);
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), গ্যারি কাহিল (চেলসি), ফিল জোনস (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি ম্যাগুয়ের (লেস্টার সিটি), ড্যানি রোজ (টটেনহ্যাম), জন স্টোনস (এভারটন), কিয়েরন ট্রিপিয়ের (টটেনহ্যাম), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), অ্যাশলে ইয়ং (ম্যানচেস্টার ইউনাইটেড);
মিডফিল্ডার: ডেলে আলি (টটেনহ্যাম), ফাবিয়ান ডেলফ (ম্যানচেস্টার সিটি), এরিক ডায়ার (টটেনহ্যাম), জর্ডন হেন্ডারসন (লিভারপুল), জেসি লিঙ্গার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), রুবেন লফটাস-চিক (চেলসি);
ফরোয়ার্ড: হ্যারি কেইন (টটেনহ্যাম), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), জেমি ভার্ডি (লেস্টার সিটি), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)।

তিউনিশিয়া

তিউনিশিয়া

গোলকিপার: ফারুক বেন মুস্তাফা (আল শাবাব), মোয়েস হাসান (চ্যাটাউরাক্স), আয়মেন মথলুথা (আল বাতেন); ডিফেন্ডাররা: রামি বেদুই (ইয়োইউ ডিওএল), ইয়েওন বেনলুয়েন (লিস্টার সিটার), শাম বেন ইউসেফ (কাশিমম্পা), ডিলান ব্রোন (জেন্ট), ওসামামা হাড্ডি (ডিজন), আলি মালাল (আল আহালি), ইয়াসিন মেরিয়াহা (সি এস এসফ্যাক্সিয়ান) হামদি নাগগুয়েজ (জামালেক); মিডফিল্ডার: আনিস বদরি (এস্পেরন্স), মোহামেদ আমিন বেন আমর (আল আহলি রিয়াদ), গেইলেন চালালী (এস্পেরন্স), আহমেদ খলিল (ক্লাব আফ্রিকান), সাইফদিদি খাই (ট্রয়েস), ফেরজানি সাসি (আল নাসর) এলিইস স্কিরি (মন্টপিলিয়ার) নায়িম সলিটি (ডিজোন), বাসেম শ্রীরাফি (নাইস); স্ট্রাইকার্স: ফখরুদ্দীন বেন ইউসেফ (আল ইত্তফাক), সাবের খলিফা (ক্লাব আফ্রিকান), ওয়াহী খাজি (রেইনস, সান্ডারল্যান্ড থেকে ঋণ নিয়ে)

পোল্যান্ড

গোলকিপার: বার্টোস বিয়ালকোস্কি (ইপসভিচ), লুকাজ ফেবিসন্স (সোয়ানসি সিটি), ওজাসিচ সজেসেসি (জুভেন্টাস); ডিফেন্ডাররা: বেডরকেক (সাউদাম্পটনের), বার্টস বেরেসজিনস্কি (স্যাম্পদোরিয়া), থিয়াগো সিওনেক (স্প্যাএল), কামিল গালিক (মোনাকো), আর্টুর জেনারজেজিকিউক (লিগিয়া ওয়ারস), মীখল পাজদান (লিগিয়া ওয়ারস), লুকাজ পিসজেকজার (বোরোসিয়া ডর্টমুন্ড); মিডফিল্ডার্স: জ্যাকব ব্লাসজকিসকোভস্কি (উইলফসবার্গ), জেসেক গুরলস্কি (লুডোগোরেটস), কামিল গ্রোসিকি (হুল সিটি), গ্রিজোজ ক্রিওভয়াক (ওয়েস্ট ব্রোম), রাফায়েল কুরজওয়া (গর্নিক জাব্রেজ), করোল লিনিট্টি (স্যাম্পদোরিয়া), স্লোমির্ম পেজকো (লিচিয়া গ্ডান্স), মাছিজ রিবাস (লোকেমিটিভ মস্কো), পিয়াত জিলিন্সস্কি (নেপোলি); স্ট্রাইকার্স: দাউদ কৌনকাচি (স্যাম্পদোরিয়া), রবার্ট লেভান্ডোভস্কি (বায়ার্ন মিউনিখ), আর্কিয়াদিস মিলিক (নেপোলি), লুকাজ টিওডরস্কিকেক (আন্দেলেচাচ)।

জাপান,

জাপান,

গোলকিপার: ইজি কাভাইশিমা (মেটজ), মাসাকি মহাশুগুচি (গাম্বা ওসাকা), কোসকে নাকামুরা (কাশিওয় রেইসোল) ডিফেন্ডার: ওয়ারারু এন্ডো (উরাওয়া রেডস), তোমোয়াকি মাখিনো (উরাওয়া রেডস), ইউটি নাগাটোমো (গালাতসেরা), গোটোকু সাকাই (হামবুর্গ), হিরোকি সাকাই (মার্সেইল), জেনার শোজি (কাশিমা অ্যান্টলস), নাওমীচি উয়েদা (কাশিমা এন্ট্লার্স), মায়া ইয়েশিডা (সাউদাম্পটন) মিডফিল্ডারগণ: জেনকি হারাগুচি (ফোর্টাটা ডাসেলডর্ফ), মেকোটো হেসে (ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), কেইসুক হোন্ডা (পচুকা), টাকসি ইনুই (ইবার ), শিনজি কাগাওয়া (বোরসাসিয়া ডর্টমুন্ড), রেয়াটো ওশিমা (কাওয়াসাকি ফ্রন্টলেল), গাকু শিবসাসাকি (গেটেফে), টাকি উসামি (ফোর্টাটা ডাসেলডর্ফ), হতারু যামাগুচি (সেরেওও ওসাকা) ফরোয়ার্ড: ইশিনরি মুটো (মেইনজ), শিনজি ওকাকাকি (লিস্টার সিটি) ইউইয়া ওসাকো (কোলন)

সেনেগাল,

সেনেগাল,

গোলকিপার: আব্দুলায়ে ডায়ালো (রেইনস), আলফ্রেড গোমিস (টরনো), খাদিম নাদিয় (হরোয় এসি); ডিফেন্ডাররা: স্যালিও সিশ (এঞ্জার্স), ল্যামিন গাসাসাম (অ্যালানিয়াসপার), কালিদু কোলিবালি (নেপোলি), কার্বোব্বোজি (আন্দেলেচাচ), ইউসুফ সাবিলী (বরোডো), সালিফ সেনে (হেনওভার 96), আর্মান্ড ট্রোরে (নোটিংহ্যাম বন), মুসা উইগ (ইপেন ); মিডফিল্ডাররা: বদো নদিয় (স্টোক সিটি), ইদ্রিসা গুয়েই (এভারটন), চেখু কোয়াইট (ওয়েস্ট হাম), আলফ্রেড নদিয় (ওলভস), চেখ নদি (বার্মিংহাম); ফরোয়ার্ড: কেইটা বেলড দিয়াও (মোনাকো), মম বীর ডিউইফ (স্টোক), মোসসা কোনাট (অ্যামিয়ানস), সাদিও মেন (লিভারপুল), মাবেই নিয়াং (এসি মিলান), ইসমাইল সারের, ডায়ফ্রা সাকো (রেইনস উভয়)

কলম্বিয়া

গোলরক্ষক: জোসে কুইড্রাদো (ওয়ান্স ক্যালডাস), ডেভিড ওসপিনা (আর্সেনাল), ক্যামিলো ভার্গাস (ডিপোর্টিভো কালি) ডিফেন্ডাররা: সান্তিয়াগো অ্যারিয়াস (পিএসভি), ফ্রাঙ্ক ফ্যাব্রা (বোকা জুনিয়র্স), ইরেি মিনা (বার্সেলোনা), জোহান মোজিকা (জিরোনা), অস্কার মুরিলো (পঞ্চুকা), ডেভিসন সানচেজ (টটেনহ্যাম), ক্রিশ্চিয়ান জামাতা (এসি মিলান) মিডফিল্ডার: আবেল এগুইলার (ডিপোর্টিভো ক্যালী), উইলমার বারিওস (বোকা জুনিয়র্স), জুয়ান কুড্রাদো (জুভেন্টাস), জেফারসন লরমা (লেভান্ত), জুয়ান কুইন্টোরো (রিভার প্লেট) , ব্রাজিল ও হাভ আলবিয়ন, লুইস মিরিয়েল (সেভিলা), জেমস রদ্রিগেজ (বায়ার্ন মিউনিখ), কার্লোস সানচেজ (এস্পানিওল), মাটিউস উরিবে (ক্লাব আমেরিকা) ফরোয়ার্ড: মিগুয়েল বোরজ (পালমেইরাস), রামামেল ফালকাও (মোনাকো)

English summary
Squads of all the participating 32 teams in FIFA World Cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X