For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোষ্ঠীদ্বন্দ্ব দূরে রেখে কী কারণে সচিবকে মেল সৃঞ্জয়ের, জেনে নিন

২০১৮ সালে মোহনবাগান রত্নের জন্য অশোক চ্যাটার্জী, প্রসূন ব্যানার্জী এবং প্রণব গাঙ্গোপাধ্যায়ের নাম সুপারিশ করলেন সৃঞ্জয় বসু।

Google Oneindia Bengali News

মোহনবাগানের গোষ্ঠীদ্বন্দ্ব যে এখনও একই রকম রয়েছে, তা ফের একবার প্রমাণ হল সৃঞ্জয় বসুর একটি মেল থেকে।

গোষ্ঠীদ্বন্দ্ব দূরে রেখে কী কারণে সচিবকে মেল সৃঞ্জয়ের, জেনে নিন

আজ মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং। তার আদে সুদূর রাশিয়া থেকে ক্লাব সচিব অঞ্জন মিত্রের উদ্দেশ্যে মেল করে সৃঞ্জয় বসু জানান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হলেও এই বিষয়ে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। ক্লাব সচিবের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি।

আজকের এক্সিকিউটিভ মিটিংয়ে মোহনবাগান দিবস উপলক্ষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার সম্ভবনা রয়েছে। আর এই কারণেই নিজেদের মধ্যের সমস্যাকে দূরে রেখে, মোহনবাগান দিবসে মোহনবাগান রত্নের জন্য কয়েকটি নাম প্রস্তাব করেন সৃঞ্জয় বসু।

তিনি বলেন, '২০১৮ সালে মোহনবাগান রত্নের জন্য অশোক চ্যাটার্জী, প্রসূন ব্যানার্জী এবং প্রণব গাঙ্গোপাধ্যায়ের নাম আমরা সুপারিশ করছি। এর সঙ্গে আপনাকে এ-ও মনে করিয়ে দিতে চাই যে, গত বছর আপনার সঙ্গে আমরা আলোচনা করে ছিলাম ফুটবলের বাইরে অন্য ফিল্ডে মোহনবাগান রত্ন দেওয়ার বিষয়ে। অরুণ লাল এবং গুরবক্স সিংয়ের নাম ঠিক করা হয়েছিল। আপনি বলেছিলেন ২০১৮ সালে তাঁদের সম্মানিতকরা হবে। আশা করি আপনার তা মনে রয়েছে।'

এখন দেখার আজকের এক্সিকিউটিভ মিটিং শেষে কী সিদ্ধান্ত নেয় অঞ্জন মিত্র অ্যান্ড কোং।

English summary
Srinjoy Bose suggested names of Shri Ashok Chatterjee, Shri Pranab Ganguly and Shri Prasun Banerjee for Mohun Bagan ratna.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X