For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাসপেনশনের খাঁড়া নিয়েই মেসি-রোনাল্ডোরা নামছেন প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে

এদিন হলুদ কার্ড দেখলেই, এ ম্যাচ জেতার পরও কোয়ার্টার ফাইনাল খেলা হবে না রোনাল্ডোর। শুধু রোনাল্ডো একা নন, একইরকম সাসপেনশনের খাঁড়া ঝুলছে মেসি, নেইমার, কুটিনহোরও।

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলের তাবড় বিশেষজ্ঞরা মনে করেন, রেফারি সদয় না হলে এবার বিশ্বকাপ অভিযান প্রায় শেষ হয়েই যেত রোনাল্ডোর। ইরানের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে ফাউল করে লালকার্ড দেখা অনিবার্য করে তুলেছিলেন তিনি, শেষমেশ পর্তুগালের রিভিউয়ে সাড়া দিয়ে সাসপেনশনের খাঁড়া থেকে রক্ষা পান। লালকার্ডের ফাঁড়া কাটিয়ে হলুদ কার্ড দেখিয়েই সতর্ক করে দেওয়া হয় রোনাল্ডোকে।

সাসপেনশনের খাঁড়া নিয়েই রোনাল্ডো-মেসিরা প্রি-কোয়ার্টার

ফলে একটা হলুদ কার্ড নিয়েই এদিন খেলতে নামছেন রোনাল্ডো, এদিন হলুদ কার্ড দেখলেই, এ ম্যাচ জেতার পরও কোয়ার্টার ফাইনাল খেলা হবে না রোনাল্ডোর। শুধু রোনাল্ডো একা নন, একইরকম সাসপেনশনের খাঁড়া ঝুলছে মেসি, নেইমার, কুটিনহোরও। এবার রাশিয়া বিশ্বকাপে স্রেফ ফেয়ার প্লে-র জন্য যেমন জাপান নক আউটে উঠেছে, তেমনই সেনেগালকে ছিটকে যেতে হয়েছে হলুদ কার্ড বেশি দেখায়।

সেই নিরিখে এবার বিশ্বকাপে হলুদ কার্ড অধিক মাত্রা পাচ্ছে। তখন তারকা ফুটবলারদেরও এইবার অনেক সতর্ক হওয়া উচিত ছিল। রোনাল্ডো তবু লালকার্ড দেখতে দেখতে বেঁচে গিয়ে হলুদ কার্ড দেখেছেন। মেসি-নেইমাররা হলুদ কার্ড দেখেছেন অহেতুক। নাইজেরিয়ার বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে টাইম ওয়েস্টিংয়ের জন্য হলুদ কার্ড দেখেছেন মেসি। মেসি দল যদি জেতেও, আর তিনি এই ম্যাচেও হলুদ কার্ড দেখেন, তবে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা হবে না।

এবার ফিফা নিয়ম করেছে, কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত যদে কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড দেখেন, তবে তিনি একটি ম্যাচ সাসপেন্ড হবেন। এখন দেখা গেল প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলই জিতল। নিজেদের ম্যাচে মেসি ও রোনাল্ডোরা আরও একটি করে হলুদ কার্ড দেখলেন, তবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হবে না বিশ্বকাপে।

এবার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ৮ জন, আর্জেন্টিনার ৬ জন, ব্রাজিল ও বেলজিয়ামের ৩ জন করে এবং ইংল্যান্ডের ২ জন হলুদকার্ড দেখেছেন। কোনওমতেই প্রি-কোয়ার্টারে হলুদ কার্ড দেখা চলবে না এইসব ফুটবলারদের। তাহলেই সাসপেনশন। তবে শেষ আটে উঠে গেলে আর সাসপেনশনের খাঁড়া থাকবে না। একমাত্র কোয়ার্টার ফাইনালে লালকার্ড দেখলে সেমিফাইনালে খেলতে পারবেন না। সেমিফাইনালেও লালকার্ড না দেখলে ফাইনাল খেলতে পারবেন ফুটবলাররা। হলুদ কার্ডের জন্য সাসপেনশন হবে না।

English summary
Star Players are threatened for suspension due to show yellow card. Ronaldo, Messi and Neimar also faces this type of suspension.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X