For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিউড়ে ওঠেন নেইমার, অকপটে জানালেন নিজের দুঃস্বপ্নের কথা

একবার নেইমার ভেবেছিলেন শেষ হয়ে গেল তাঁর ফুটবল কেরিয়ার।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৪ বিশ্বকাপ,কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও কলম্বিয়া। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন নেইমার। এমন সময় হঠাৎই কড়া ট্যাকেল। কার্যত নেইমারের পিঠের ওপর উঠে যান কলম্বিয়ার জুনেইগা। আজও সেদিনের কথা মনে করলে কুঁকড়ে ওঠেন নেইমার। জানালেন নিজেই।

শিউড়ে ওঠেন নেইমার, অকপটে জানালেন নিজের দুঃস্বপ্নের কথা

আরও একটা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। তবুও ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের সেই দিনের স্মৃতি আজও একইরকমভাবে তাঁকে কষ্ট দেয়। নেইমার স্বীকারোক্তি ভেবেছিলেন আর কোনও দিন মাঠে ফেরা হবে না তাঁর। আঘাত পাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন সাম্বা তারকা।

বার্সেলোনার প্রাক্তন সতীর্থ জেরার পিকের সঙ্গে সাক্ষাৎকারে ফের একবার সেই চোট নিয়ে মুখ খুললেন তিনি। নেইমার বলেছেন, 'যখন ও ট্যাকল করল, তখনই ব্যাপারটা বুঝতে পারিনি। কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মাথা তুলতে পারছিলাম না। শুনতে পাচ্ছিলাম মার্সেলো চেঁচিয়ে ডাক্তারদের আসতে বলছে। কিন্তু আমি ওকে বাধা দিয়ে বলছিলাম, না, আমি খেলতে চাই।'‌

শিউড়ে ওঠেন নেইমার, অকপটে জানালেন নিজের দুঃস্বপ্নের কথা

শিউড়ে ওঠেন নেইমার, অকপটে জানালেন নিজের দুঃস্বপ্নের কথা

শুধু এটুকুতেই থামেননি তিনি আজও দগদগে স্মৃতি নিয়ে বলেছেন, '‌যন্ত্রণায় পাশ ফিরতে পারছিলাম না, পা নাড়াতে পারছিলাম না। ডাক্তারেরা এসে বাইরে নিয়ে গেলেন। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তখন। পায়ে কোনও সাড় পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম না, আদৌ আমার দুটো পা রয়েছে কি না।'‌

শিউড়ে ওঠেন নেইমার, অকপটে জানালেন নিজের দুঃস্বপ্নের কথা

হাসপাতালে যাওয়ার পরও যন্ত্রনায় কাতরাচ্ছিলেন তিনি। যেকোন মুভমেন্ট করতে গেলেই অসম্ভব যন্ত্রনা হচ্ছিল। এই সময় চিকিৎসকদের কথায় ফের জীবন ফিরে যান নেইমার। চিকিৎসকরা তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপে আর তাঁর খেলা হবে না। তবে কিছু দিনের মধ্যেই সেরে উঠবেন তিনি। তবে একটাই ভয় দেখিয়েছিলেন তাঁরা। জানিয়েছিলেন যদি আঘাতটা দু সেন্টিমিটারও ওপরে লাগত তাহলে সব শেষ হয়ে যেত।

English summary
Still date a memory haunts Neymar, it's from Brazil World cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X