For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাবলু'দার হোম কামিং, ২০১৭ -র মোহনবাগান রত্ন হচ্ছেন সুব্রত ভট্টাচার্য

ঘরের ছেলের আক্ষেপ মিটিয়ে দিল মোহনবাগান। ২০১৭-র মোহনবাগান রত্ন হচ্ছে ঘরের ছেলে বাবলু।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ঘরের ছেলে কে স্বীকৃতি দিল মোহনবাগান। সুব্রত ভট্টাচার্যকে ২০১৭ সালের মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করেছেন বাগান কর্মকর্তারা। এর ফলে বাবলু দা-র দীর্ঘদিনের আক্ষেপ মিটল এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

১৯৭৪ থেকে ৯০ সাল অবধি দীর্ঘ ১৭ বছর শুধুমাত্র সবুজ মেরুন জার্সিতেই খেলেছেন সুব্রত ভট্টাচার্য। ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার মোহনবাগানের বাবলুদা পেশাদার ফুটবলার হিসেবে কখনও অন্য ক্লাবের প্রস্তাবে সাড়া দেননি। ১৯৮৯ সালে অর্জুন পুরস্কার পেলেও 'ঘরের'ক্লাব থেকে সেভাবে বিশেষ সম্মান পাননি কখনই। পেশাদার কোচ হিসেবেও বাগানে বেশ কয়েক খেপে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন।

২০১৭ -র মোহন বাগান রত্ন হচ্ছেন সুব্রত ভট্টাচার্য

তবে ঠোঁট কাটা বাবলু অনেকবারই মোহনবাগান কর্মকর্তাদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু এভাবে কাছে টেনে নেওয়ায় এদিন সব রাগ গলে জল। ঘরের ছেলে-র স্পষ্ট জবাব 'ঘরের ছেলে চিরদিন ঘরেই ছিল।' কোনওদিনই ছেড়ে যায়নি। পাশাপাশি সুব্রত ভট্টাচার্য এও জানিয়েছেন,'জীবনে অনেক সম্মান পেয়েছি, এই সম্মানও তাদের মতই বিশেষ।'

এদিকে এবার মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন বলবন্ত সিং। এ মরশুমে সবুজমেরুণ জার্সি গায়ে বলবন্তের পারফরমেন্স চোখে পড়ার মত ভাল তা বলার অপেক্ষা রাখে না।

২০১৭-১৮ মরশুমে নিজেদের মাঠেই আই লিগের হোম ম্যাচ খেলার জন্য সবুজ-মেরুণ শিবিরে প্রস্তুতি তুঙ্গে। সেনা বাহিনীর ছাড়পত্র মিলেছে। রাজ্য সরকারের দেওয়া ৫০ লক্ষ টাকা দিয়ে বাকি উন্নয়নের কাজ দ্রুত সেরে নিতে চাইছেন। মোহনবাগান কর্তৃপক্ষ চাইছে চার মাসের মধ্য সমস্ত কাজ শেষ করে নিতে।

English summary
Subrata bhattacharya is going to be next mohunbagan ratna this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X