For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্পাইডারম্যানে'র কী ছুটি, জাতীয় দলে জায়গা পেলেন না বাংলার সুব্রত

এএফসি এশিয়ান কাপের কিরঘিজের বিরুদ্ধে ম্যাচে সুব্রত পাল বাদ ভারতীয় দল থেকে

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সুনীল ছেত্রী -র কার্ডের কারণে বিশ্রাম পাওয়ার কথা ছিলই। কিন্তু আরও বিশ্রাম পেয়ে গেলেন সুব্রত পাল। দিল্লির ফুটবল হাউস সূত্রের খবর মিষ্টু র এই ছুটি একেবারে পার্মানেন্ট হওয়ার দিকেই।

'স্পাইডারম্যানে'র কী ছুটি, জাতীয় দলে জায়গা পেলেন না বাংলার সুব্রত

জাতীয় দলের জার্সি গায়ে ১১ বছর কাটানোর পর আর ভারতীয় গোলদুর্গের রক্ষায় দেখা যাবে না সুব্রত পালকেও। জাতীয় দলের জার্সিতে ৬৬ টি ম্যাচ খেলেছেন তিনি। এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচের ৩২ জনের দল ঘোষণা করা হয়েছে। ২৭ মার্চ হবে এই ম্যাচ। ইতিমধ্যেই এই টুনার্মেন্টের পরের পর্বে চলে গিয়েছে ভারত। ফলে এই নিয়মরক্ষার ম্যাচ ভারতীয় দলের র‌্যাঙ্কিং বাড়ানোর একটা সুযোগ হিসেবে দেখছেন স্টিফেন কনস্টানটাইন।

'স্পাইডারম্যানে'র কী ছুটি, জাতীয় দলে জায়গা পেলেন না বাংলার সুব্রত

এদিকে সুব্রত পাল ভারতীয় দলের গোলদুর্গের নিচে রকিং পারফরম্যান্স সোদপুরের মিষ্টুর। নেহরু কাপ, সাফ কাপ-সহ অনেক ট্রফি জিতেছেন। আইএসএলে এ মরশুমে জামশেদপুরের হয়ে খেলছেন সুব্রত। পঞ্চম স্থানে শেষ করেছে টাটার দল। তবুও কেন তাঁকে বাদ দিয়ে দিল্লি ডায়ানোমেসের গোলরক্ষক রেহনেশকে নেওয়া হয়েছে। যাঁর এই মরশুমের আই এস এলে তাঁরা দশ দলের মধ্যে সর্বাধিক ৩৭ গোল খেয়েছে। তবুও সেই দলের গোলরক্ষক রেহেনেশকে সুব্রত পালের আগে বেছে নিয়েছেন তাঁরা।

English summary
Subrata Paul is out from Indian squad against Kyrgyz Republic match in AFC Asian cup match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X