For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনের কথা চেপে রাখতে পারলেন না সুনীল ছেত্রী, ভারতীয় বিশ্বকাপ দলকে যা বললেন

ভারতীয় দল বল পায়ে ইতিহাস তৈরি করতে নামতে আর কয়েক ঘন্টা। তার আগেই ভারতীয় ফুটবল অধিনায়ক বার্তা দিলেন। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি। ২০০৫ সাল থেকে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন ৩৩ বছরের এই ফুটবলার। ভারতীয় দলের জার্সি গায়ে এখনও অবধি ৯৫ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৫৪টি। যা ভারতীয় ফুটবলে এক মাইলস্টোন।

মনের কথা চেপে রাখতে পারলেন না সুনীল ছেত্রী, ভারতীয় বিশ্বকাপ দলকে যা বললেন

ভারতীয় ফুটবলে মাইলস্টোন তৈরি করা সুনীল ছেত্রী ভীষণভাবেই আবেগতাড়িত হয়ে পড়েছেন। দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ নিয়ে। জুনিয়র ভারতীয় দলকে উইশ করছেন সুনীল ছেত্রীও। বেঙ্গালুরু এফসি -র পক্ষ থেকে টুইটার ও ফেসবুকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। সুনীলের বার্তা নিঃসন্দেহে দারুণভাবে উদ্বুদ্ধ করছে। ভারতীয় দলকে উইশ করে তিনি বলেছেন,'বড় সেই মুহূর্তের থেকে আর কিছুক্ষণের অপেক্ষা, তোমরা যেখানে পা রাখছ সেখানে আমার এই বার্তা পৌঁছবে কিনা আমি জানি না। আর যদি পৌঁছয় তাহলে জেনে রেখো আমার সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছি তোমরা ব্লু জার্সি গায়ে মাঠে নামবে। '

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The skipper speaks for all of us at <a href="https://twitter.com/bengalurufc?ref_src=twsrc%5Etfw">@bengalurufc</a> in this message to the <a href="https://twitter.com/IndianFootball?ref_src=twsrc%5Etfw">@IndianFootball</a> U17s ahead of their big day. <a href="https://twitter.com/hashtag/FIFAU17WC?src=hash&ref_src=twsrc%5Etfw">#FIFAU17WC</a> <a href="https://twitter.com/hashtag/India2017?src=hash&ref_src=twsrc%5Etfw">#India2017</a>🇮🇳 <a href="https://t.co/0soZnj9GLi">pic.twitter.com/0soZnj9GLi</a></p>— Bengaluru FC (@bengalurufc) <a href="https://twitter.com/bengalurufc/status/915931104179302400?ref_src=twsrc%5Etfw">October 5, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সুনীল আরও বলেছেন, 'আমাদের আরও একটা বড় বিষয় আমাদের সমর্থক রয়েছে, সমর্থকদের জন্যও সবসময় কৃতজ্ঞ থাকবে। সমর্থকরা আমাদের জন্য গান গাইবেন, আমাদের জয়, হার , ড্র তে পাশে থাকবেন। সামনের একমাসে আমরা সেই ফ্যানদের একটা সুযোগ দিচ্ছি যাতে ওঁরা দেশের খেলা প্রথম বিশ্বকাপে গলা ফাটাতে পারেন। '

সুনীল এত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন , 'আমরা বেশিরভাগ প্লেয়াররাই এই সুযোগ নিজেদের কেরিয়ারে পাব না। তোমরা কিছু মনে করনা হয়ত তোমাদের ওপর আমরা ঈর্ষান্বিত। তবে গর্বের অনুভূতিটা আরও বেশি জোরালো।কীভাবে চাপ নিতে হবে সে বিষয়ে জ্ঞান আমি তোমাদের দেব না। আমরা কঠিন ট্রেনিং করি, মঞ্চটা গ্রহণ কর আমরা নিজেদের অবস্থানে তৈরি, কাম অন ইন্ডিয়া। '

English summary
Sunil Chetri posted message in support of team India in U_17 World cup&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X