For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে বিজয়নকে প্রদর্শনী ম্যাচ আয়োজনের অনুরোধ সুনীলের, সেভেন সাইড ম্যাচের দল কেমন?

করোনা যুদ্ধে বিজয়নকে প্রদর্শনী ম্যাচ আয়োজনের অনুরোধ সুনীলের, সেভেন সাইড ম্যাচের দল কেমন?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৭ হাজারে পৌঁছেছে। আগামী দিনে ভারইাস সংক্রমিতদের চিকিৎসা, লকডাউনে দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিতে প্রদর্শনী ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

বিজয়নের সঙ্গে আড্ডায় সুনীল

বিজয়নের সঙ্গে আড্ডায় সুনীল

করোনা লকডাউনে খেলার মাঠে তালা ঝুলছে। সংকটময় পরিস্থিতিতে দেশে ফুটবল মাঠ বন্ধ। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় আড্ডা দিচ্ছেন ক্রিকেটার-ফুটবলাররা। এবার আই এম বিজয়নের সঙ্গে ফুটবল নিয়ে দারুণ আড্ডা দিলেন সুনীল ছেত্রী। প্রাক্তন-বর্তমানের আড্ডায় অজানা অনেক কিছু জানতে পেরে তৃপ্ত ফুটবলপ্রেমীরা।

বিজয়নকে ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব

বিজয়নকে ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব

সেই আড্ডাতেই প্রাক্তন ফুটবলার আই এম বিজয়নকে করোনার লড়াইয়ে অর্থ সাহায্য সংগ্রহে কেরলে সেভেন সাইড প্রদর্শনী ম্যাচ আয়োজনের জন্য সুনীল ছেত্রী অনুরোধ করেছেন।

বিজয়নের দলে সাত ফুটবলার কারা

বিজয়নের দলে সাত ফুটবলার কারা

প্রদর্শনী ম্যাচ হলে বিজয়নের দলে সাত ফুটবলার কারা হবেন? এই নিয়ে বিজয়ন, গোলে দীনেশ নায়ার, রক্ষণে এম সুরেশ, মাঝমাঠে সরফ আলি, আনচারি, আর আক্রমণে বাইচুং,বিজয়ন ও সুনীল ছেত্রীকে বেছে নিয়েছেন।

বিজয়নের সাক্ষাৎকার নিলেন সুনীল

ইনস্টাগ্রাম আড্ডায় বিজয়নের সাক্ষাৎকার নিয়েছেন সুনীল। আড্ডায় বিজয়ন বলেছেন, 'ফুটবলার হিসেবে আমি কেমন ছিলাম, লোকে একদিন ঠিক ভুলে যাবে। কিন্তু মানুষ হিসেবে আমি কেমন, সেটা সবাই সারাজীবন মনে রাখবে। '

বিদেশ থেকে অফার এলেও কেন যাননি বিজয়ন

বিদেশ থেকে অফার এলেও কেন যাননি বিজয়ন

বিজয়ন সুনীলের সাক্ষাৎকারে বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়ার ক্লাব থেকে ডাক পেলেও তিনি যাননি। মূলত ভারতে খেলতে ভালো লাগার কারণেই ভারতে থেকে যান। এছাড়া ইংলিশ বলতে না জানা ও গাইড করার কেউ না থাকায় বিদেশে খেলা নিয়ে বিশেষ ভাবেননি বলে বিজয়ন জানিয়েছেন।

করোনা যুদ্ধে আর্থিক সাহায্য মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচের করোনা যুদ্ধে আর্থিক সাহায্য মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচের

English summary
sunil chetri request i m vijayan to organise 7 side football match to raise fund for Fight agaisnt Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X