For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা রাক্ষসরা একমাত্র করতে পারে, প্রতিবাদে আর যা বললেন সুনীল ছেত্রী

হাতির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা রাক্ষসরা একমাত্র করতে পারে, প্রতিবাদে আর যা বললেন সুনীল ছেত্রী

  • |
Google Oneindia Bengali News

কেরলে হাতি হত্যার ঘটনার প্রতিবাদে মুখর গোটা দেশ। বলিউড থেকে ক্রিকেট দুনিয়া, সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা করেছেন। ক্রীড়াবিদদের মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, হরভজন সিং, লোকেশ রাহুল কঠোর শাস্তি দাবি জানিয়েছেন। ভারতীয় ফুটবল দুনিয়া থেকে এবার গর্ভবতী হাতিকে খুনের ঘটনার প্রতিবাদে সরব হলেন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী।

১

পন্নিরসেলবম বলেন, আমাকে জোর করে চাপ দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। যদি মানুষ চায় দলের কর্মীরা চায় আমি আমার ইস্তফা প্রত্যাহার করতে রাজি আছে।

গর্ভবতী হাতিকে নৃশংস হত্যা

গর্ভবতী হাতিকে নৃশংস হত্যা

২৭ মে কেরলের মালাপ্পুরমে ৬ মাসের গর্ভবতী ক্ষুধার্ত হাতির মুখে শক্তিশালী বাজি ভর্তি আনারস তুলে দিয়ে হত্যা করা হয়। বনদপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

২

বিধায়কদের অধিকাংশ অর্থাৎ ১০০-রও বেশি বিধায়ক যেখানে শশীকলার সমর্থনে রয়েছে সেখানে একমাত্রা সাংসদ ভি মৈত্রায়েন পন্নিরসেলবের পাশে এসে দাঁড়িয়েছেন।

মানুষকে বিশ্বাস করে মৃত্যু পরিণাম

মানুষকে বিশ্বাস করে মৃত্যু পরিণাম

খাবারের খোঁজে গ্রামে ঢুকলেও হাতিটি কারুর কোনও ক্ষতি করেনি। পশুদের হাত থেকে ফসল বাঁচাতে বাজি ভর্তি ফলের টোপ দেওয়ার ঘটনা বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু এক্ষেত্রে হাতিটি গর্ভবতী হওয়ায় খিদের জ্বালায় মানুষকে বিশ্বাস করে ফলটি খেতে গিয়ে আহত হয়। অন্তঃসত্ত্বা হাতির মুখ ও জিভ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পেটের ভিতরের সন্তানকে বাঁচাতে পুকুরে নেমে আশ্রয় নেওয়া অবস্থায় হাতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যায়।

৩

পন্নিরসেলবমের পাশাপাশি দলে শশীকলার উত্থানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বরিষ্ঠ এআইএডিএমকে নেতা তথা প্রাক্তন তামিলনাড়ু বিধানসভা অধ্যক্ষ পিএইচ পাণ্ডিয়ান। তিনি আম্মার মৃত্যুর পিছনে সন্দেহজনক কারণ থাকার অভিযোগ এনেছেন। পাশাপাশি শশীকলা নাতো দলের মুখ্য ভূমিকায় থাকার যোগ্য না রাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন।

প্রতিবাদে যা লিখলেন সুনীল ছেত্রী

প্রতিবাদে যা লিখলেন সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী টুইটে বলেছেন, 'নিরীহ জন্তুকে পেয়ে এমন আচরণ মানুষ কীভাবে করতে পারে ভেবে উঠতে পারছি না।' এখানে না থেমে প্রকৃতির সঙ্গে মানুষ যেমন আচরণ করে চলেছে, এর মূল্য দিতে হবে বলে সুনীল ক্ষোভপ্রকাশ করেন। যারা অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করেছে, তাঁদের রাক্ষস বলেছেন ভারত অধিনায়ক। এমন বিশ্বাসঘাতকরা নিজেদের কীভাবে মানুষ বলে পরিচয় দেয়, সেটাই জানতে চেয়েছেন তিনি।

৪

দলের কোষাধ্যক্ষ পদ থেকেও পন্নিরসেলবমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এআইএডিএমকে প্রধান শশীকলা। এরই জবাবে পন্নিরসেলবম জানিয়ে দেন, আমাকে এই পদ সঁপেছিলেন আম্মা। আমার মনে হয় না এই পদ কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারে।

প্রশাসনের পদক্ষেপ

প্রশাসনের পদক্ষেপ

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

৫

রাতেই পয়েজ গার্ডেনের বাইরে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে শশীকলা বলেন, "আমি পন্নিরসেলবমকে কোনও কাজ করার জন্য জোর দিইনি। উনি তা বলছেন তা সত্যি নয়।" পন্নিরসেলবমের অভিযোগের পিছনে ডিএমকে-র ইন্ধন রয়েছে বলেও সন্দেহপ্রকাশ করেন তিনি।

৬

শশীকলার অভিযোগের বিরোধিতা করেন ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্তালিন। যারা পন্নিরসেলবমকে হুমকি দিয়েছে এবং চাপ দিয়ে ইস্তফা দিতে বাধ্য করেছে তাদের শাস্তির দাবি জানান স্তালিন।

৭

এর পরেই পয়েজ গার্ডেনে শশীকলা জরুরীকালীন বৈঠক ডাকেন ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে।

৮

বৈঠকের পর দলের মুখ্যপাত্র অপ্সরা রেড্ডি বলেন, পন্নিরসেলবমের কাছে কোনও বিধায়ক নেই। ওর মতো বিদ্রোহীরা দল ছেড়ে যেতে পারে। ওঁরা চলে গেলে দল নিঃস্ব হয়ে যাবে না।

৯

পন্নিরসেলবমের অভিযোগ, আমি প্রতিদিন হাসপাতালে যেতাম কিন্তু একদিনও আম্মার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখা করতে দেওয়া হয়নি।

১০

১০

পন্নিরসেলবম মেরিনা বিচে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বুধবার সকালে। বলেন,

  • আমি দলের জন্য সমস্যা তৈরি করতে চাই না।
  • আম্মার আত্মা আমায় বললেন আমার উচিত মানুষের কাছে সত্যিটা জানানো
  • লোকে আমার সঙ্গে থাকলে খুব ভাল কথা, না হলে আম্মার ভাল কাজ ধরে রাখতে আমি একাই কাজ করব প্রয়োজনে।
  • এআইএডিএমকে সিনিয়র নেতারা শশীকলাকে দলের শীর্ষে বসানোর সিদ্ধান্ত নেন।
  • তারা আমাকে বসিয়ে বলেন, শশীকলাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া উচিত। অনেকে টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন শশীকলার মুখ্যমন্ত্রী হওয়ার পক্ষে। আমি অপমানিত বোধ করেছিলাম।
  • আমাকে ধৈর্য ধরতে বলা হয়েছিল। ওরা যদি শুধু আমাকে অপমান করত আমি সহ্য করে নিতাম। কিন্তু দলের নাম খারাপ হওয়া উচিত না। যিনিই মুখ্যমন্ত্রী হোক, মানুষের স্বার্থে তাকে কাজ করতে হবে।

হাতি মেরে সাথি!কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠে কী লিখলেন রোহিত শর্মাহাতি মেরে সাথি!কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠে কী লিখলেন রোহিত শর্মা

English summary
Sunil Chhetri said Only a monster can do this on death of pregnant elephant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X