For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘার সৈকতের কাছে এবার ব্রাজিলের জনপ্রিয় ফুটবলের আসর বসছে, যাবেন নাকি

হালকা ঠান্ডায় নভেম্বরে তাজপুরের বিচে ডবল মজা, জেনে নিন কেন 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কলকাতা লন্ডন করার ভাবনা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার তাজপুরকে, ব্রাজিলের বিচে পরিণত করার ভাবনায় বিচ ফুটবল অ্যাসোসিয়েশন। লাতিন আমেরিকার বহুল প্রচলিত বিচ ফুটবলের আসর এবার বসতে চলেছে তাজপুরের বিচে।

বিশ্ব জুড়ে বিচ ফুটবল

বিশ্ব জুড়ে বিচ ফুটবল

পৃথিবীর বিভিন্ন দেশে বিচ ফুটবল অত্যন্ত জনপ্রিয়। লাতিন আমেরিকা থেকে ইউরোপ সর্বত্রই এই ফুটবলের দারুণ জনপ্রিয়তা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে খেলা হয় এই খেলা। পর্তুগাল , স্পেন, ব্রাজিল এইসব দেশ বিভিন্ন বিচ টুর্নামেন্টে পাঠায় জাতীয় দলও।

এবার বাংলায় বিচ ফুটবল

এবার বাংলায় বিচ ফুটবল

অনুর্ধব ১৭ বিশ্বকাপের আসর শেষ হলেই শুরু হয়ে যাবে এই বিচ ফুটবল। আগামী ৩ নভেম্বর থেকে পূর্ব মেদিনীপুরের তাজপুরের সমুদ্র সৈকতে বসবে বিচ ফুটবলের আসর।চলবে ৬ তারিখ অবধি।

ফুটবল সঙ্গে ফেস্টভ্যাল এবং চিয়ার লিডার

ফুটবল সঙ্গে ফেস্টভ্যাল এবং চিয়ার লিডার

পাশাপাশি, ওই ফুটবলের আসরকে কেন্দ্র করে বিচ ফেস্টিভ্যালের ভাবনা রয়েছে আয়োজকদের। বিচ ফুটবলে , ফুটবলের পাশাপাশি থাকে আরও চিত্তাকর্ষক নানা বিষয়। বাস্কেটবল কিম্বা বিচ ফুটবলের চিয়ার লিডার এখন ভারতীয় আইপিএলের অঙ্গ। এবার সেই চিয়ার লিডাররা মাতাবেন তাজপুর বিচ।

 অংশগ্রহণকারী দলদের সম্পর্কে দু-চার কথা

অংশগ্রহণকারী দলদের সম্পর্কে দু-চার কথা

তাঁদের দাবি, বিচ ফুটবল প্রতিযোগিতায় ফ্লোরিডার সঙ্গে কথা পাকা হয়ে গেছে। কথা চলছে ব্রাজিল, আমেরিকা, স্পেন, পানামা, ইতালি-র মত দলগুলির সঙ্গেও।

আয়োজকদের আশা

আয়োজকদের আশা

২০১৪ সালে গোয়ার বিচে একবার এইরকম বিচ ফুটবলের আসর বসলেও তা খুব বেশি জনপ্রিয়তা পায়নি। কিন্তু পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমী মানুষ এই বিচ ফুটবল দেখতে ভিড় জমাবেন আশাবাদী আয়োজকরা। তাজপুরের এই বিচ ফুটবলকে ঘিরে বিদেশি পর্যটকরাও আসবেন এমনটাও মনে করছে রিসার্চ টিম।

কি ভাবে দেখবেন দর্শকরা

কি ভাবে দেখবেন দর্শকরা

বিচ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বিষয়টির সঙ্গে বিশেষভাবে যুক্ত। বিশ্বমানের এই টুর্নামেন্ট যাতে সফলভাবে আয়োজন করা যায় তা নজরে রেখেছে রাজ্য সরকারও। তৈরি হচ্ছে বিশেষ অস্থায়ী স্টেডিয়ামও। যেখানে প্রায় দশ হাজার মানুষ বসে খেলা দেখতে পারবেন। এছাড়া র‍্যামাপার্টে দাঁড়িয়েও দেখবেন হাজার হাজার মানুষ।

তারকারাও খেলেন বিচ ফুটবল

তারকারাও খেলেন বিচ ফুটবল

বালিতে খেললে বাড়ে এনডিওরেন্স লেভেল। তাই বর্তমান দিনের বিভিন্ন তারকা ফুটবলাররাই বিচ ফুটবল খেলেন। তাঁদের বড় হয়ে ওঠার পথে বিভিন্ন সময়ে বিচ ফুটবলের রাস্তা পেরিয়ে এসেছেন। ভারতের মত দেশে বিচ ফুটবল জনপ্রিয় না হওয়ার কোনও কারণ দেখছেন না আয়োজকরা। পাশাপাশি টু্র্নামেন্টে নানারকম চমকের আশ্বাসও দিয়েছেন উদ্যোক্তারা।

English summary
Tajpur is going to host beach football tournament in November 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X