For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটছেন ভারতীয় ফুটবলাররা, ইতিহাসের সামনে ভারতীয় ফুটবল

আর চারদিন বাদে শুরু অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। জওহারলাল নেহেরু স্টেডিয়ামে দেশের সমর্থকদের সামনে খেলার আবেগে ফুটছে ভারতীয় দল। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ইতিহাসের দোরগোড়ায় ভারত। ইতিহাস কড়া নাড়ছে ভারতীয় ফুটবল। আর চারদিনের মধ্যে ভারতে প্রথম ফুটবল বিশ্বকাপের আসর। দারুণ উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া।

ফুটছেন ভারতীয় ফুটবলারর, ইতিহাসের সামনে ভারতীয় ফুটবল

ভারতীয় দলের খেলা দেখতে মাঠে হাজির থাকবেন হাজার হাজার দর্শক। তবে ভারতীয় দলের ফুটবলারদের বাড়তি আনন্দের কারণ , মাঠে হাজির থাকবেন এই ফুটবল প্লেয়ারদের বাড়ির লোক অর্থাৎ তাঁদের বাবা -মা। ভারতীয় দলের অধিনায়ক অমরজিৎ সিং বলেছেন, 'দলের পক্ষ থেকে আমি বলতে পারি,এআইএফএফ ইতিমধ্যেই প্ল্যান করেছে আমাদের পরিবারকে দিল্লি নিয়ে আসার। যাতে ওঁরা আমাদের খেলা দেখতে পারেন। '

অমরজিৎ আরও জানিয়েছেন, 'এর আগে এএফসি অনুর্ধ্ব ১৬- চ্যাম্পিয়নশিপের সময় গোয়াতেও আমাদের পরিবারকে হাজির করেছিলেন এআইএফএফ কর্তারা। যার জন্য সেই টুর্নামেন্ট আমাদের কাছে স্পেশাল।'

দলের অন্য এক সদস্য অনিকেত যাদব জানিয়েছেন, 'বিশ্বকাপে খেলছি এবং পরিবারের লোক সেটা দেখছে এটা একটা দারুণ মোটিভেশন। ' এটাকে প্রি-দিওয়ালি গিফট হিসেবেও দেখছেন দলের সদস্যরা।

মনিপুরের ফুটবলার মহম্মদ শাহজাহান জানিয়েছেন, 'এএফসি অনুর্ধ্ব ১৬ ফাইনালে আমি ছিলাম না, কিন্তু আমি সতীর্থদের থেকে এত গল্প শুনেছি, খেলার সময় তাঁদের বাবা-মায়েরা কীভাবে তাঁদের জন্য গলা ফাটাতেন, তাতেই আমি মুগ্ধ। ৬ তারিখ যখন আমি মাঠে নামব তখন আমার পরিবার আমার চিয়ার লিডার হবে এর চেয়ে বড় কোনও মোটিভেশন হতে পারে না।'

English summary
Team India has been well prepared before u-17 world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X