For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধন্যবাদ কলকাতা', বার্তা ফুটবল দুনিয়ার,তবে বাকি আছে কিছু শিক্ষার পাঠ

শুরু হয়েছিল দিল্লিতে, শেষ হল কলকাতায়। যুব বিশ্বকাপ শেষ হয়ে গেল। ক'দিন বিশ্ব ফুটবলের স্বাদ ছুঁয়ে গেল সকলকেই।ধন্যবাদ কলকাতা এত ভালো একটা ভেন্যু হয়ে ওঠার জন্য।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ধন্যবাদ কলকাতা এত ভালো একটা ভেন্যু হয়ে ওঠার জন্য। ভারতীয় ফুটবলের অফিসিয়াল টুইট পেজের এই বার্তাটা দেখলে রবিবারের সকালটা আরও উজ্জ্বল হয়ে উঠবে নিশ্চিতভাবেই।

রঙের ফুলঝুরি

রঙের ফুলঝুরি

একটা যেন রূপান্তর। দীর্ঘদিন ধরে যুবভারতীতে একটা মহাযজ্ঞ চলেছে। সেটা পূর্ণতা পেল। গোটা টুর্নামেন্টে বিভিন্ন ফুটবল দলগুলি যেরকম রঙের ফুলঝুরি ছড়িয়েছে, ঠিক তেমনিই রঙ ছড়িয়েছে যুবভারতীও।

ফুটবল কার্নিভ্যাল

ফুটবল কার্নিভ্যাল

মোহনবাগান ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল , বিশ্ব ফুটবলকে বার্তা দিতে নিজেদের ক্লাবের জার্সি পড়ে আসুন। এদিন তাই বাঙালি বিশ্বকে বার্তা দিল যুবভারতীর মঞ্চ থেকে।

দিবে আর নিবে, মিলাবে মিলিবে

দিবে আর নিবে, মিলাবে মিলিবে

রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইন যে বাঙালিদের শিরায় শিরায়, তাও উৎসবের শেষ লগ্নে আরও একবার প্রমাণ হয়ে গেল। ইস্টবেঙ্গলের লাল-হলুদ পতাকা হয়ে গেল স্পেনের পতাকা, মোহনবাগান জার্সিধারীর হাতে ব্রাজিলের পতাকা।

পুলিশি শাসন উপেক্ষা

পুলিশি শাসন উপেক্ষা

যুবভারতীতে বিভিন্ন 'না'-র তালিকায় হয়ত বিভিন্ন ক্লাব বা দেশের জাতীয় পতাকাও ছিল কিনা জানা নেই। একদিন ব্রাজিল ম্য়াচে জলের পাউচ ছোঁড়ার বদলা হিসেবে তাই পুলিশি শাসন চলল পতাকা নিয়েও। কখনো পতাকা তুলে দেওয়া হল। কখনো আবার গ্যালারিতে পতাকা নিয়ে সমর্থকদের দৌড় বন্ধ করতে ছুটে এল পুলিশ।

পুলিশ দাদাদের প্রতি আবেদন

পুলিশ দাদাদের প্রতি আবেদন

পুলিশ দাদা-দের প্রতি কলকাতার ফুটবল ফ্যানদের একটা আবেদন আছে। বিশ্ব ফুটবলে যখন দেশ পা রেখেই ফেলল তখন আপনারাও একটু বিশ্বজনীন হয়ে উঠুন। সারা পৃথিবীতে সমর্থকরা গ্যালারিতে ফ্ল্যাগ নিয়ে নাচানাচি করে। নিরাপত্তা রক্ষা আপানাদের দায়িত্ব, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা নয়।

দীপালিকায় জ্বালাও আলো

অনেকটা সেই ঢঙেই ৬৬ হাজারের হাতে জ্বলে উঠল মোবাইল টর্চ, নিজেদের দেশ কী পারফরম্যান্স করেছে ভুল গিয়ে শুধু শ্রেষ্ঠত্বকে কুর্নিশ জানাল কলকাতা।

'১৭ শেষ এবার প্রহর গোনা

'১৭ শেষ এবার প্রহর গোনা

লম্বা ফুটবল কার্নিভ্যাল শেষ, শান্ত যুবভারতী । আবার প্রহর গোনার অপেক্ষা। যখন এই পথ পেরিয়ে আবার মানুষের ঢল আসবে স্টেডিয়ামে। গর্জন করে উঠবে গ্যালারি।

সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল

ফুটবল যে বাঙালির রক্তে সেই জাত চেনাল কলকাতা। বাকি ভেন্যুরাও সফল , কিন্তু কলকাতা যেভাবে বিশ্বের নজর কাড়ল , তাতে বলতেই হচ্ছে কুর্নিশ কলকাতা।

English summary
Thank you Kolkata this message has made all the Kolkatan's proud
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X