For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলোয়াড় তালিকা তৈরি, ফোনের অপেক্ষায় জিনেদিন জিদান, এবার কি চ্যালেঞ্জ ইপিএল'য়ের

বর্তমান সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ জিদানকে মোরিনহোর জায়গায় আনতে পারে ক্লাব।

  • |
Google Oneindia Bengali News

কোন ক্লাব থেকে কোন কোন খেলোয়াড়কে নেওয়ার চেষ্টা করবেন, তার তালিকা তৈরি। বন্ধু-বান্ধবদের বলেছেন, কেবল একটা ফোনকলের অপেক্ষা করছেন। আর তারপরেই ইপিএল-এ দেখা যেতে পারে কোচ হিসেবে রিয়েল মাদ্রিদকে পরপর ৩টি চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া ফরাসী কীংবদন্তি জিনেদিন জিদানকে।

খেলোয়াড় তালিকা তৈরি, ফোনের অপেক্ষায় জিনেদিন জিদান

কোন ক্লাবের ফোনের অপেক্ষা করছেন তিনি? বাজারে জোর খবর, জিদানকে দেখা যাবে ওল্ড ট্র্যাফোর্ডে, হোসে মোরিনহোর জায়গায়। মাঠে, মাঠের বাইরে মোরিনহোর কোচিং-এ এখন ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের কিছুই ঠিকঠাক চলছে না। অবস্থাটা যদি আরও খারাপ দিকে এগোয়, তাহলে মোরিনহোর সিটে জিদানের বসার সম্ভাবনা উজ্জ্বল।

গত কয়েকমাস ধরেই ক্লাবের অন্যতম বড় কর্তা এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের সঙ্গে লুক শ ও পল পোগবার ট্রান্সফার নিয়ে টানাপোড়েন চলছে মোরিনহোর। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিসিজন ট্যুরটাও বিসেষ সুবিধের হয়নি ম্যান ইউয়ের। মাঠে প্রিমিয়ার লিগে জঘন্য শুরু করেছে রেড ডেভিলরা। টটেনহাম, ওয়াটফোর্ডের কাছে অপ্রত্য়াশিত হারে ঢেকে গিয়েছে লেস্টার, বার্নলের বিরুদ্ধে সাফল্য।

খেলোয়াড় তালিকা তৈরি, ফোনের অপেক্ষায় জিনেদিন জিদান

এসবের জন্যই খুব শিঘ্রই জিদানের কাছে ওল্ড ট্র্যাফোর্ড থেকে ফোন যেতে পারে বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে চ্য়াম্পিয়ন্স লিগে দল কিরকম শুরু করে তার উপর অনেকটাই নির্ভর করে আছে মোরিনহোর ম্য়াঞ্চেস্টার-ভবিষ্যত। তবে একেবারে আঁটঘাট বেঁধে তৈরি আছেন জিদান। ম্যাঞ্চেস্টারের দলে ভারসাম্য আনতে অন্যান্য দল থেকে কয়েকজন ফুটবলার নেওয়ার তালিকাও তৈরি রেখেছেন।

কারা কারা আছেন জিদানের নজরে? জানা গিয়েছে নিজের পুরনো দল রিয়াল মাদ্রিদ থেকে জার্মান মিডফিল্ডার টোনি ক্রুজকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে যেতে চান ফরাসী কোচ। চোখ আছে বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার দিকেও। আর ফরোয়ার্ড লাইনের জন্য জিদানের বাছাই রিয়াল থেকে লোনে বায়ার্নে খেলতে যাওয়া হামেশ রডরিগেজ ও প্যারিস সা জা'র এডিসন কাভানি।

খেলোয়াড় তালিকা তৈরি, ফোনের অপেক্ষায় জিনেদিন জিদান

ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে খেলোয়াড়দের মধ্যে নাকি জিদানকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে তাঁকে যদি নিতেই হয়, তবে ম্য়ান ইউ কর্তাদের সময় নষ্ট করা উচিত নয়। এই গ্রীষ্মের শুরুতে রিয়াল ছাড়ার পর থেকে তিনি এখনও ফ্রি এজেন্ট রয়েছেন। কিন্তু তাঁর যা সাফল্য বেশিদিন কিন্তু খালি হাতে বসে থাকবেন না তিনি।

English summary
The Former Real Madrid boss Zidane is high on the short list to replace Mourinho if the current crisis at United spirals out of control. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X