For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে তৃতীয়স্থান নির্ধারণকারী ম্যাচে বেলজিয়ামের ভরসা হয়ে উঠতে পারেন এরা

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮-এ তৃতীয়স্থান নির্ধারণকারী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং বেলজিয়াম। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে তাঁদের।

Google Oneindia Bengali News

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮-এ তৃতীয়স্থান নির্ধারণকারী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং বেলজিয়াম। আশা জাগিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করলেও সেমিফাইনালে গিয়েই থমকে গিয়েছে বেলজিয়ামের বিজয় রথ। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপে ফাইনাল খেলার স্বপ্নের সলিলসমাধি দিতে হয়েছে এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুদের।

বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ মঞ্চে ফাইনাল খেলার সুযোগ না পেলেও নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগও আরও একবার রয়েছে বেলজিয়ামের কাছে। কারণ শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে তৃতীয়স্থান অর্জন করার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কাদের উপর নির্ভর করবে বেলজিয়ামের ভাগ্য

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

পিপল ম্যাগাজিনের বিচারে 'বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী'র খেতাব পেলেন হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু

ফ্রান্সের বিরুদ্ধে একদমই চেনা ছন্দে পাওয়া যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাকে। গোটা ম্যাচে মাঠে থাকলেও লুকাকুকে চেনার উপায় ছিল শুধু মুখ দেখে। তাঁর খেলা দেখে তাঁকে আলাদ করার কোনও জায়গা ছিল না। তবে, ফ্রান্সের বিরুদ্ধে বিশেষ কিছু করতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে জ্বলে উঠতে হবে লুকাকুকে।

স্যান্ড্রা বুলক

স্যান্ড্রা বুলক

৫০ বছর বয়সী এই অভিনেত্রীর নাম গতকাল ঘোষণা করা হয়

এডেন হ্যাজার্ড

এডেন হ্যাজার্ড

দলের অধিনায়ক হ্যাজার্ড গত ম্যাচে মরিয়া লড়াই চালিয়েছিলেন বেলজিয়ামকে ফাইনালে তোলার জন্য। প্রতিটা ম্যাচেই নিজেকে উজাড় করে দেন হ্যাজার্ড। কিন্তু গত ম্যাচে লড়াই করেও জিততে পারেনি তাঁর দল। তবে, অন্তত বিশ্বকাপে শেষ ম্যাচ জিতেই দেশে ফিরতে চান তিনি।

অভিনেত্রী স্যান্ড্রা বুলক

অভিনেত্রী স্যান্ড্রা বুলক

স্যান্ড্রা বুলকের কেরিয়ারে বানিজ্যিকভাবে সবচেয়ে সফল সিনেমা হল ২০১৩ সালে মুক্তি পাওয়া 'গ্র্যাভিটি'

কেভিন দি ব্রুইন

কেভিন দি ব্রুইন

ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার এই বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। একের পর এক বাড়িয়েছেন ডিফেন্স চেড়া থ্রু। বেলজিয়ামের এই বিশ্বকাপে ভাল পারফর্ম করার অন্যতম কারণ কেভিন। এই ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হলে সের ছন্দে থাকতে হবে কেভিনকে।

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

এর আগে লুপিতা নাইওঙ্গ (২০১৪) ও গিনেথ প্যালট্টো (২০১৩)-র মতো অভিনেত্রীরা এই খেতাব পেয়েছেন

অভিনেত্রী স্যান্ড্রা বুলক

অভিনেত্রী স্যান্ড্রা বুলক

১৯৮৭ সালে অভিনেত্রী হিসেবে হলিউডে বুলকের কেরিয়ার শুরু হয়

স্যান্ড্রা বুলক

স্যান্ড্রা বুলক

২০০৯ সালে 'দ্য ব্লাইন্ড সাইড' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার জেতেন তিনি

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

স্যান্ড্রা মনে করেন, সুন্দরী হওয়ার চেয়ে আরও গুরুত্বপূর্ণ হল একজন ভালো মানুষ ও ভালো মা হওয়া

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলক

গ্র্যাভিটি' সিনেমার জন্য দ্বিতীয়বার অস্কারের মনোনয়ন পান তিনি

English summary
Belgium will face England in their last match of 2018 Russia World Cup. Hazard and co confident to win the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X