For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরুগুয়ের বিরুদ্ধে জিততে হলে জ্বলে উঠতে হবে এই সৌদি ফুটবলারদের

উরুগুয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে সৌদি আরব। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ৫-০ গোলে তাদের ধরাশায়ী করে আয়োজক দেশ রাশিয়া ফলে উরুগুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের

Google Oneindia Bengali News

উরুগুয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে সৌদি আরব। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ৫-০ গোলে তাদের ধরাশায়ী করে আয়োজক দেশ রাশিয়া ফলে উরুগুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের কাছে। এই ম্যাচে যদি উরুগুয়েকে হারিয়ে দেয় সৌদি আরব, তাহলে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে ভালো ভাবে থাকবে তারা। সঙ্গে বাড়িয়ে নেবে আত্মবিশ্বাসও।

কাজটা মোটেও সহজ নয় সৌদি আরবের জন্য। প্রথমত গত ম্যাচেই পাঁচ গোল হজম করায় আত্মবিশ্বাস তলানিতে তাদের। পাশাপাশি ধারে ও ভারে তাদের থেকে অনেক এগিয়ে কাভিন-সুয়ারেজদের উরুগুয়ে। এই পরিস্থিতিতে উরুগুয়ের বিরুদ্ধে জয় পেতে হলে সৌদি আরবকে নির্ভর করতে হবে তাদের দলের মূলত তিন তারকার উপর।

মহম্মদ আলসালাবি:

মহম্মদ আলসালাবি:

সৌদি আরবের আক্রমণভাগের মূল অস্ত্র আলসালাবি। দেশের জার্সিতে ৪১টি ম্যাচে ২৮টি গোল রয়েছে তাঁর। এই ম্যাচে গোলের জন্য আলসালাবির পায়ের দিকেই নজর থাকবে সৌদি শিবিরের।

ফাহাদ আলমুয়াল্লাদ:

ফাহাদ আলমুয়াল্লাদ:

২৩ বছরের এই স্ট্রাইকার ইতিমধ্যেই ৪৬ ম্যাচ খেলে ফেলেছেন সৌদির আরবের জার্সি গায়ে। সৌদির অন্যতম প্রতিভাবান ফুটবলার তিনি। ৪৬ ম্যাচে করেছেন ১০টি গোলও। এই ম্যাচে গোল পেতে ফাহাদের উপরও নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।

সলমন আলফারাজ:

সলমন আলফারাজ:

সৌদি মাঝমাঠের ভরসা সলমন। ২৮ বছর বয়সী এই ফুটবলার আন্তর্জাতিক স্তরে ৪০টি ম্যাচ খেলে দুইটি গোল করেছেন সৌদির হয়ে। এই ম্যাচে আলফারাজও অন্যতম অস্ত্র হতে চলেছে সৌদি আরবের।
এছাড়া এই ম্যাচে নজর থাকবে সৌদি আরবের কোচ জুয়ান অ্যান্তোনিও পিজ্জির উপর।

জুয়ান অ্যান্তোনিও পিজ্জি:

জুয়ান অ্যান্তোনিও পিজ্জি:

ফুটবলার হিসেবে বড় মানের ছিলেন পিজ্জি। ক্লাবের এবং দেশের জার্সিতে অসাধারণ ফুটবলের নমুনা রেখেছেন তিনি। কিন্তু কোচ হিসেবে এখনও তিনি পরীক্ষিত নন। প্রথম ম্যাচে তাঁর দল ৫-০ ব্যবধানে হারার পর এই ম্যাচে স্ট্রাটেজিতে তিনি কী পরিবর্তন আনেন সেই দিকে নজর থাকবে সকলের।

English summary
Saudi Arabia will face Uruguay in a do or die match today. To win this game these Saudi Arabia players need to produce their classical football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X