For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ ফিফা বিশ্বকাপ কি ৪৮টি দল নিয়ে হবে! কী বলছেন ফিফা সভাপতি

২০২২ সালের কাতার বিশ্বকাপে ৪৮টি দল খেলতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সেই জল্পনার সমাধান করলেন না ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালের কাতার বিশ্বকাপে ৪৮টি দল খেলতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সেই জল্পনার সমাধান করলেন না ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। এখনই এই নিয়ে কথা বলার সময় আসেনি বলে শুধু জানিয়েছেন তিনি। অর্থাৎ এই সম্ভাবনাকে একেবারেই বাতিল করে দেননি। ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার ১৪ জুন। তার আগে ১৩ জুন বুধবার ফিফা কংগ্রেসের আয়োজন করা হয়েছে মস্কোয়। সেখানে এই নিয়ে কোনও আলোচনা আপাতত হবে না বলেই জানিয়েছেন ইনফান্তিনো।

২০২২ ফিফা বিশ্বকাপ কি ৪৮টি দল নিয়ে হবে! কী বলছেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি বলেছেন, প্রথমে এই বিষয়ে আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনা করা হবে। তারপর তা ফিফায় আলোচিত হবে। আপাতত ৩২টি দেশ নিয়েই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। সেদিকেই সমস্ত ফোকাস থাকবে।

২০১৯ সালের শুরু থেকে বিশ্বকাপের কোয়ালিফিকেশন বা যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে। সেই সময়ই ফিফা সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন।

ঘটনা হল, ২০২৬ বিশ্বকাপ থেকে ৩২ দলের জায়গায় ৪৮ দলের খেলা হবে বলে ফিফায় স্থির হয়েছে। তবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন গত এপ্রিলে প্রস্তাব দেয়, ২০২২ সালের বিশ্বকাপ থেকেই ৪৮ দলের টুর্নামেন্ট হোক। তারপরই জল্পনা তৈরি হয়েছে। যদিও ফিফা এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি।

English summary
Too early to discuss 48-team World Cup in 2022, says FIFA President Gianni Infantino
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X