For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে সুনীল ছেত্রীদের প্রস্তুতি শিবির কোথায় এবং কবে শুরু?

করোনার আবহে সুনীল ছেত্রীদের প্রস্তুতি শিবির কোথায় এবং কবে শুরু?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে গোটা দেশ। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। বন্ধ সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। অন্যদিকে সুনীল ছেত্রীদের অনুশীলনে ফেরানোরও প্রচেষ্টা চলছে সমানে। খুব বড় অঘটন না ঘটলে আগামী অগাস্টেই ভারতীয় ফুটবল দল প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারে বলে জানানো হয়েছে।

করোনার আবহে সুনীল ছেত্রীদের প্রস্তুতি শিবির কোথায় এবং কবে শুরু?

আগামী অক্টোবরে ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তার আগে সুনীল ছেত্রীদের অনুশীলনে ফেরাতে মরিয়া ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে এলে আগামী অগাস্টের তৃতীয় সপ্তাহে ভারতীয় ফুটবল দল প্রস্তুতি শিবিরে যোগ দেবে বলে জানানো হয়েছে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে এই শিবির আয়োজন করার চিন্তাভাবনা করছে এআইএফএফ। তবে এর জন্য ওড়িশা সরকারের অনুমতিও আবশ্যক।

ভারত সহ বিশ্বের ২১৩টি দেশের প্রায় সাড়ে তেরো কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লক্ষ আশি হাজার মানুষ। সুস্থ হয়েছেন প্রায় আশি লক্ষ মানুষ। তবে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে এখনও পর্যন্ত প্রায় ৯ লক্ষ ৪০ হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। আগামী এক মাসে পরিস্থিতি কতটা পরিবর্তন হবে, তা নিয়ে ধোঁয়াশায় দেশের ফুটবল মহল।

English summary
Training camp of Indian football team will start in Bhubaneswar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X