For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আক্রমণে বৈচিত্রের অভাব, কার্ড সমস্যা ছিটকে দিল জার্মানিকে

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জার্মান ফরোয়ার্ডদের একের পর এক মিস জার্মানির হারের অন্যতম কারণ।

Google Oneindia Bengali News

শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল জার্মানি। শুধু ২০১৪ বিশ্বকাপই নয়, মোট চারটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই জার্মানি। কিন্তু সেই চ্যাম্পিয়ন দলকেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল গ্রুপ স্টেড থেকে।

আক্রমণে বৈচিত্রের অভাব, কার্ড সমস্যা ছিটকে দিল জার্মানিকে

আশি বছর পর এই ঘটানরা সাক্ষী থাকল ফুটবল বিশ্বকাপ। কারণ শেষ বার ১৯৩৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এর আগে বা পরে এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জার্মানি।

কিন্তু কী কারণে হারতে হল বিশ্ব চ্যাম্পিয়নদের, কী কারণে ফ্লপ হল বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো-এর স্ট্র্যাটেজি?
এই ম্যাচে দলের প্রধান দুই খেলোয়াড়ের সার্ভিস পায়নি জার্মানি। কার্ড সমস্যায় এই ম্যাচে জার্মানির জার্সিতে মাঠে নামতে পারেননি জেহোম বোয়াটেং এবং চোট পাওয়া সেবাস্তিয়ান রুডিও এই ম্যাচে খেলননি জার্মানির দলে। প্রথম দলের এই দুই ফুটবলারে না থাকাটা জার্মানির পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

এছাড়া এদিন ম্যাচের শুরু থেকে জোয়াকিম লো খেলাননি থমাস মুলারকে। যতই গত দু'টি ম্যাচে গোল না পাক মুলার, তিনি মাঠে থাকা মানেই জার্মানির ভরসা পাওয়া।

এছাড়া গোটা ম্যাচে মাঝমাঠের ফুটবলাররা একের পর এক আক্রমণের পথ তৈরি করার চেষ্টা করে গেলেও একের পর এক সহজ সুযোগ হারায় ফরোয়ার্ড লাইন।

এই ম্যাচে জার্মানি যতগুলি ওপেনিং করেছিল ততগুলি ওপেনিং বিগত দু'টি ম্যাচে করেনি তারা। তবে স্ট্রাইকিং লাইনের ব্যর্থতায়েই শেষ পর্যন্ত এই ম্যাচে আটকে দিল জার্মানি।

English summary
one after one miss by German forward line is one the main reason behind Germany’s defeat against South Korea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X