For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইজেরিয়াকে হালকা নিয়েই ডুবতে হল আইসল্যান্ডকে

অত্যাধিক আত্মবিশ্বাস এবং পরিকল্পনার অভাবই এই ম্যাচে আয়ারল্যান্ডের হারের অন্যতম কারণ।

Google Oneindia Bengali News

আইসল্যান্ড দলটা প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমকে দিয়েছিল আর্জেন্তিনাকে আটকে দিয়ে। ছোট্ট একটা দেশ যে ভাবে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে আটকে দিয়েছিলেন তা দলটাকে নিয়ে ভাবতে বাধ্য করে দিয়েছিল গোটা ফুটবল সার্কিটকে। প্রথম ম্যাচে সম্ভ্রম আদায় করে নিয়েছিল আইসল্যান্ড।

নাইজেরিয়াকে হালকা নিয়েই ডুবতে হল আইসল্যান্ডকে

কয়েকটা দিন ঘুরতে না ঘুরতেই বেড়িয়ে এল সেই দলটার জীর্ন রূপ। নাইজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে তিন লক্ষ তিরিশ হাজার মানুষের দেশটি। কিন্তু কী কারণেল নাইজেরিয়ার কাছে হারতে হল আইসল্যান্ডকে? মেসিদেরকে যে দলটা আটকে দিয়েছিল সেই দলটা কী ভাবে আটকে গেলেন ফিফা ক্রমতালিকায় তাদের থেকে পিছিয়ে থাকা নাইজেরিয়ার কাছে?

এর উত্তর খুঁজতে গেলে এগিয়ে আসবে দু'টি কারণ। এক, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দুই, পরিকল্পনার অভাব।

নিজেদের শেষ ম্যাচে আর্জেন্তিনাকে আটকে দেওয়ায় আত্মবিশ্বাস যে অনেকটা বেড়ে গিয়েছিল আইল্যান্ডের ফুটবলারদের তা নিশ্চিত। কিন্তু অতিরিক্ত কোনও জিনিসটা যে ভাল না, তা হয়তো বোঝেনি আইসল্যান্ডের কোচ। অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে যাওয়ায় এদিন ম্যাচের শুরু থেকেই দেখা যাচ্ছিল নাইজেরিয়াকে কার্যত অবহেলা করে পুরো ওপেন অ্যাটাক করছিল আইসল্যান্ড। ডিফেন্সে শুধু একজনকে রেখে মাঝে মাঝে তারা উঠছিল আক্রমণে। আর সেই সুযোগেই দু'টি গোল করে যান আহমেদ মুসা।

এছাড়া পরিকল্পনার অভাব আরও বড় হয়ে উঠল এই ম্যাচে। এদিন ম্যাচে নামার আগেই নাইজেরিয়াকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছিল আইসল্যান্ড। আর তাই নাইজেরিয়াকে নিয়ে আইসল্যান্ডের কোনও পরিকল্পনার ছাপই ধরা পড়ল না খেলায়, যেটা ধরা পড়েছিল আর্জেন্তিনার বিরুদ্ধে। ফলে পরিকল্পনা না থাকায় সহজেই আইসলস্যান্ডকে চাপে ফেলে ম্যাচ জিতে নেওয়া সহজ হয়েছে নাইজেরিয়ার ক্ষেত্রে।

English summary
Over confidence and lack of planning ruled out Iceland against Nigeria.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X