For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডামাডোলের বাজারেও বাগানের মসিহা সেই টুটু

ময়দানে কান পাতলে এখনও শুধু বিভিন্ন মাধ্য়ম থেকে ঘুরে ফিরে আসছে একটিই প্রসঙ্গ এবং তা মোহন কর্তাদের গোষ্ঠী দন্দ্ব এবং অন্তর্কলহ।

Google Oneindia Bengali News

ময়দানে কান পাতলে এখনও শুধু বিভিন্ন মাধ্য়ম থেকে ঘুরে ফিরে আসছে একটিই প্রসঙ্গ এবং তা মোহন কর্তাদের গোষ্ঠী দন্দ্ব এবং অন্তর্কলহ। মোহনবাগানের এগজিকিউটিভ কমিটি থেকে সচিব অঞ্জন মিত্রে উপর ক্ষোভ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। কমিটির হেভিওয়েট এই দুই সদস্যের পথ অবলম্বন করে ইস্তফা দিয়েছেন এগজিকিউটিভ কমিটির সিংহভাগ সদস্যরাও।

ডামাডোলের বাজারেও বাগানের মসিহা সেই টুটু

এই পরিস্থিতে প্রাক্তন বাগান সভাপতি টুটু বসুর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানান গণ পদত্যাগে অংশ নেওয়া কমিটি মেম্বাররা। ৫মে হয় সেই বৈঠক। নিজের অফিসে বসেই টুটু বসু কথা দিয়েছিলে দু'দিনের মধ্যে জানাবেন নিজের সিদ্ধান্ত। কথা রাখলেন তিনি।

সোমবার বন্ধু এবং বাগান সচিব অঞ্জন মিত্রকে মেল করেন টুটুবাবু। মেলে তিনি জানান, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে মোহনবাগানের অন্দরে তা নিয়ে তিনি উদ্বিগ্ন এবং সদস্য, সমর্থকদের মতোই চিন্তিত।
পাশপাশি তিনি এ-ও জানান, ফুটবলারদের বকেয়া রাখাটা ক্লাবকে অনেকটাই ছোট করে দেয়। ক্লাব ভাবমূর্তিতেও আঘাত হানে। ফলে ক্লাবকে এই সমস্যা থেকে মুক্ত করতে তিনি এক কোটি টাকা ক্লাবকে দেবেন বলে জানান।
প্রত্যাশা মতোই টুটু বাবুর এই ঘোষণায় খুশি সমর্থকেরা।

English summary
Tutu Bose said that he will donate one crore to Mohun Bagan. He informed this to Anjan Mitra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X