For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার লড়াই জমবে নক আউট পর্বের, জার্মানি বনাম কলম্বিয়া ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বাড়ছে। এবার শুরু হবে নক আউট পর্বের লড়াই। প্রথম ম্যাচে জার্মানি বনাম কলম্বিয়া এবং অন্য খেলায় মুখোমুখি প্যারাগুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জার্মানি চারবার সেমিফাইনাল খেলেছে কিন্তু ফাইনালে খেলার সুযোগ আজ অবধি হয়নি তাদের। বড় বিশ্বকাপে তাদের দলই বিশ্ব চ্যাম্পিয়ন। তাই ছোটরাও চাইছে দাদাদের পদাঙ্ক অনুসরণ করে ভারতের মাটিতে নতুন ইতিহাস গড়তে।

এবার লড়াই জমবে নক আউট পর্বের, জার্মানি বনাম কলম্বিয়া ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

প্রথম নকআউট ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। প্রি কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ইউরোপীয় পাওয়ার ফুটবলের সঙ্গে লড়াই হবে লাতিন আমেরিকার ফুটবলের। দক্ষিণ আমেরিকার ফুটবলে কলম্বিয়া দীর্ঘদিন ধরেই বড় শক্তি। কিন্তু তাদের সিনিয়ররা কখনও বিশ্বকাপে বড় কিছু করে দেখাতে পারেনি। দেখাতে পারেনি ছোটরাও। তাই কলম্বিয়ার জুনিয়র দলও চাইছে ভালো কিছু করে দেখাতে।

এবার লড়াই জমবে নক আউট পর্বের, জার্মানি বনাম কলম্বিয়া ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথম নক আউট ম্যাচে লড়ে নেবে এই দুই দেশ। নিজেদের নিজেদের গ্রুপ পর্বে জার্মানি -কলম্বিয়া দুটি দেশই নিজেদের দুটি করে ম্যাচ জিতেছে। মোটামুটি একই জায়গা থেকে লড়াই শুরু করবে এই দল।

এবার লড়াই জমবে নক আউট পর্বের, জার্মানি বনাম কলম্বিয়া ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

এবার লড়াই জমবে নক আউট পর্বের, জার্মানি বনাম কলম্বিয়া ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

এবার লড়াই জমবে নক আউট পর্বের, জার্মানি বনাম কলম্বিয়া ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

এদিন অন্য ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বড়রা রাশিয়া বিশ্বকাপের টিকিট যোগাড় করতে পারেনি। তাই ছোটরা চাইছে দাদাদের না করতে পারার দুঃখ ভুলিয়ে দিতে। তবে উত্তর আমেরিকার হেভিওয়েটদের এক ইঞ্চি জমিও ছাড়তে চাইবেন না লাতিন আমেরিকার প্যারাগুয়ে। তারা প্রতিবেশী মহাদেশের দলকে হারিয়ে শেষ আটের টিকিট পেতে চায়। দুটি দলের মূল শক্তি অ্যাটাকিং ফুটবল। সেটাই দেখার কোন দল কোন দলকে মাত দিয়ে দেয়।

English summary
U-17 World Cup knock out phase starts kids will fight out for their country's glory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X