For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি আরবকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌছে গেল উরুগুয়ে

সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে দিল উরুগুয়ে। এই জয়ের ফলে পরের রাউন্ডে পৌছে গেল তারা।

Google Oneindia Bengali News

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল উরুগুয়ে। গ্রুপে অন্যতম দুর্বল দল সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে দিল উরুগুয়ে।

সৌদি আরবকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌছে গেল উরুগুয়ে

এই ম্যাচে উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
গত ম্যাচে সম্পূর্ণ ভাবে ফ্লপ হলেও এদিন আগের দিনের তুলনায় কিছুটা ভাল খেলেন সুয়ারেজ। কিন্তু আগের দিনের তুলনায় ভাল খেললেও, সুয়ারেজের থেকে যে ফুটবল সাধারণত দেখে থাকেন ফুটবলপ্রেমীরা, সেই ফুটবলটা খেলতে পারলেন না সুয়ারেজ। তবে, তাঁকে যে কারণে সকলে চেনে, যে কারণে তাঁকে মাথে রাখতে ভরসা পান কোচ, সেই কাজটা কিন্তু বেশ ভালো ভাবেই করেছেন সুয়ারেজ।

ম্যাচের ২৩ মিনিটে অরক্ষিত অবস্থা থেকে গোল করে যান সুয়ারেজ। কার্লোস স্যাঞ্চেজের কর্নার সোজা তাঁর কাছে এলে চলতি বলেই শট নেন সুয়ারেজ। সুয়ারেজের এই শট থামানোর কোনও উপায় ছিল না সৌদি গোলরক্ষকের কাছে। বলা ভাল সৌদি গোলরক্ষক যদি আর একটু সচেতন হতেন বা আউটিং ঠিক মতো করতেন তাহলে হয়তো গোলটা পেতেন না সুয়ারেজ।
কিন্তু এই একটা গোলই এছাড়া গোটা ম্যাচে সেভাবে দাগ কাটতে পারলেন না বার্সা তারকা। সুয়ারেজের মতোই এদিন অফকালার উরুগুয়ের আর এক নির্ভরযোগ্য স্ট্রাইকার এডিনসন কাভানি। আগের দিনের মতো এদিনও কিছুটা নড়াচড়া করলেও গোল করতে পারেননি কাভানি। একক দক্ষতায় কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও তা থেকে গোল করতে পারেননি তিনি।

বরং হারলেও এই ম্যাচে বেশ ভাল ফুটবল খেলে সৌদি আরব। গত ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও এদিন সঙ্ঘবদ্ধ ফুটবলের নমুনা রাখেন সৌদির ফুটবলাররা। ওই একটা ভুল ছাড়া বিশেষ কোনও বড় ভুল এদিন করেনি সৌদি আরবের ডিফেন্স। কিন্তু আক্রমণে দলটার যে ভেদ শক্তির অভাব রয়েছে তা প্রতিনিয়ত ভেসে উঠেছে গোটা ম্যাচে। আক্রমণ তুলে এনে তা ফিনিশ করার মতো একটাও ফুটবলারের দেখা মিলল না গোটা ম্যাচে। এই ম্যাচে হারের ফলে ২০১৮ বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেল সৌদি আরবের কাছে। গ্রুপের পরবর্তী ম্যাচ খেলেই রাশিয়া ছাড়তে হবে তাদের।
অন্য দিকে, এই ম্যাচে জয় পাওয়ার ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌছনোর টিকিট নিশ্চিত করে ফেলল উরুগুয়ে।

English summary
Saudi Arabia lost by 1-0 against Uruguay. After winning this match Uruguay secure their spot in next round.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X