For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজির গড়েই বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুনি

ইংলিশ প্রিমিয়ার লিগে নজির গড়েই অবসর নিলেন ওয়েন রুনি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার প্রিমিয়ার লিগে নিজের দুশোতম গোল করেছিলেন ইংল্যান্ড তারকা ওয়েন রুনি। তার পরের দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন তিনি।

গত নভেম্বরে ইংল্যান্ডের হয়ে শেষবার নেমেছিলেন এই তারকা। তাঁর বর্তমান ফর্মের ভিত্তিতে তাঁকে ফের ইংল্যান্ড দলে ফিরিয়ে আনার জল্পনা চলছিল। রুনি ইংল্যান্ড দলে ফিরে আসার যোগ্য, সেই কথা বলেছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। তা সত্ত্বেও অবসরের পথ বেছেনিলেন ৩১ বছর বয়সি এই তারকা।

নজির গড়েই বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুনি

নিজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেন রুনি। শুরুতেই ধন্যবাদ দেন ইংল্যান্ডের কোচকে। 'গ্যারেথ কিছুদিন আমাকে বলেছিল যে আমি এখনও ইংল্যান্ড দলে খেলার যোগ্য। এর জন্য গ্যারেথের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু অবসর নিয়ে বেশ কিছুদিন ভাবছিলাম আমি, তাই গ্যারেথকে জানিয়ে দিয়েছে যে আমি আর আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসব না।'

অবসরের সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে পরিবারের সদস্য এবং বর্তমান ক্লাব এভার্টনের ম্যানেজারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রুনি। তিনি আরও যোগ করেন, 'সাধারণ খেলোয়াড় হিসেবে হোক বা অধিনায়ক, ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে গর্বের ব্যাপার। এই সময় যাঁরা আমার পাশে ছিলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Dreams can come true and playing for <a href="https://twitter.com/England">@England</a> has been exactly that. Thanks to everyone involved it's been amazing - <a href="https://t.co/GfiT7oVCpx">https://t.co/GfiT7oVCpx</a></p>— Wayne Rooney (@WayneRooney) <a href="https://twitter.com/WayneRooney/status/900329187923329028">August 23, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ম্যাঞ্চেস্টার ইউনাইড ছেড়ে নিজের ঘরের ক্লাব এভার্টনে যোগ দিয়ে তিনি কোনো ভুল করেননি বলে জানান রুনি। সেই সঙ্গে বলেন এখন তাঁর চিন্তাভাবনায় একমাত্র এভার্টন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ না জিততে পারাই তাঁর একমাত্র আক্ষেপ বলে জানান রুনি।

২০০৩-এর ফেব্রুয়ারিতে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক হয় রুনির। দেশের হয়ে শেষ ম্যাচটি খেলেন গত নভেম্বরে স্কটল্যান্ডের বিরুদ্ধে। রুনির অধিনায়কত্বে ম্যাচটি ৩-০ গোলে জেতে ইংল্যান্ড। ১১৯ ম্যাচে ৫৩ গোল তাঁর। ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ড রুনিরই।

English summary
Wayen Rooney retires from international football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X