For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইস্টবেঙ্গলিয়ানরা মরার আগে মরি না', আইএসএল নিয়ে কী বার্তা লাল-হলুদ কর্তার

'ইস্টবেঙ্গলিয়ানরা মরার আগে মরি না', আইএসএল নিয়ে কী বার্তা লাল-হলুদ কর্তার

  • |
Google Oneindia Bengali News

মিটিং হচ্ছে? কিন্তু ফল কোথায়! শতবর্ষের ইস্টবেঙ্গলে বছর ভর অপেক্ষার পর শুধুই হতাশা। সত্যিই কি এবছর আইএসএলে খেলতে পারবে ইস্টবেঙ্গল?

এক বছর আগেও দুচোখে স্বপ্ন দেখেছিলেন ফ্যানেরা

এক বছর আগেও দুচোখে স্বপ্ন দেখেছিলেন ফ্যানেরা

এক বছর আগেও এক ২৮ জুলাইয়ে, লাল-হলুদে ঢেকে গিয়েছিল কলকাতা। কত স্বপ্ন চোখে নিয়ে ইস্টবেঙ্গলের শতবর্ষের উৎসবে হাজার হাজার লাল-হলুদ সমর্থকরা রোড ব়্যালিতে পা মিলিয়েছিলেন। মঞ্চে দাঁড়িয়ে বাইচুং, শতবর্ষের অনুষ্ঠান মঞ্চ থেকে কর্তারা ক্লাবকে আইএসএল খেলানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে সেই স্বপ্ন আজ হতাশার পরিণত হয়েছে।

কোয়েস-কর্তা দ্বন্দ্বেই কী আসল সময় নষ্ট হল?

কোয়েস-কর্তা দ্বন্দ্বেই কী আসল সময় নষ্ট হল?

কোয়েস-কর্তা দ্বন্দ্ব সময় নষ্ট না হলে হয়ত সম্ভবনা ছিল, অনেকেই এমন যুক্তিও দিচ্ছেন। কোয়েসের সঙ্গে স্পোর্টং রাইটস ইস্যুতে প্রায় দেড় মাস সময় নষ্ট হয়েছে। কোয়েের সঙ্গে ৩১ মে সম্পর্ক শেষ হলেও স্পোর্টিং রাইটস পেতে জুলাই গড়িয়ে যাওয়াতে বিনিয়োগকারীদের সঙ্গে কথা এগিয়েও কাজ হয়নি।

করোনা ঢাল কর্তাদের

করোনা ঢাল কর্তাদের

কর্তারা অবশ্য করোনাকে ঢাল করছেন। ফ্যানেদের রাতের ঘুম উড়েছে, প্রিয় দলকে শেষ পর্যন্ত আইএসএল খেলতে দেখতে পাবে কিনা, জানেন না! কিন্তু কর্তারা কী সেই আবেগ বুঝছেন?

ইস্টবেঙ্গল কর্তা কী বললেন

ইস্টবেঙ্গল কর্তা কী বললেন

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এখনও আশার আলো দেখছেন। প্রতিক্রিয়ায় দেবব্রত সরকারের মন্তব্য 'বিপর্যয়ের বছরে আমরা এখনও হাল ছাড়ছি না। করোনা সবকিছুই কেড়ে নিয়েছে। ইস্টবেঙ্গলিয়ানরা মরার আগে মরি না। প্রতিদিনই মেইল চালাচালি ও চেষ্টা চলছে। আশা করা যায় আমরা এই সংকটের সময় কাটিয়ে উঠতে পারব।'

English summary
What East Bengal Offical said on Isl possibility
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X