For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ বছর পরে তাঁকে ছাড়া বিশ্বকাপে সুইডেন, কোথায় এখন ইব্রাহিমোভিচ, দেখুন

১৮ বছর পরে তাঁকে ছাড়া বিশ্বকাপে সুইডেন, দেখুন কোথায় এখন ইব্রাহিমোভিচ।

Google Oneindia Bengali News

সুইডেনের ফুটবল বলতেই যাঁর নাম ভেসে ওঠে তিনি জ্লাটান ইব্রাহিমোভিচ। ১৮ বছর পর এই প্রথম ইব্রাকে বাদ দিয়ে কোন বড় মাপের প্রতিযোগিতায় নামছে সুইডেন। জ্লাটান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। কিন্তু এই মুহুর্তে রাশিয়াতেই তিনি।

বিশ্বকাপে ফিফার দূত হয়ে এসেছেন ইব্রা। মেসি-রোনাল্ডোর পাশে হয়তো তাঁর নাম বসবে না, কিন্তু ফুটবলের মাঠে হোক কি বাইরে ইব্রার সম্মোহনী শক্তির জবাব নেই। অবসরের পরও রাশিয়ায় তাঁকে দেখেই ভক্তরা পাগল হয়ে যাচ্ছেন। আজ সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার আগে দেখে নিন কি করছএন জ্লাটান ইব্রাহামোভিচ।

ভক্তদের মাঝে সিংহ

ফিফার ফ্যানফেস্টের মঞ্চ মাতালেন জ্লাটান। প্রায় ২৫ হাজার ফুটবল ভক্তকে তিনি বললেন, বিশ্বকাপের কোনও মুহুর্তই মিস করা যাবে না।

না থেকেও মাঠে তিনি

রাশিয়ায় ফিফা বিশ্বকাপে মাঠে নামা প্রথম ফুটবলার ইব্রাই। না সুইডেন দলে নেই। তবে ফিফার স্পনসর ভিসার দূত হয়ে এসে তিনি সর্বত্র যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। সুয়োগ পেয়ে নেমে পড়লেন মাঠেও।

বিশ্বকাপের শুরু

তিনি না অনুমতি দিলে বিশ্বকাপের সূচনা হয় কিকরে? ইব্রা নিজেই জানালেন, এবার সরকারি ভাবে বিশ্বকাপ শুরু হল।

তিনি কথা রাখেন

সুইডেন স্কোয়াডে তিনি নেই। তাও ভক্তদের কথা দিয়েছিলেন বিশ্বকাপে দেখা যাবে তাঁকে। কথা রাখলেন তিনি।

এলেন দেখলেন জয় করলেন

তিনি বিশ্বকাপে নেই, তাতে কি? তিনি যেখানেই যান না কেন, সে জায়গা চলে যায় তাঁর দখলে। রাশিয়ার মাঠও এখন তাঁর কব্জায়

English summary
FIFA World Cup 2018 : Where is Zlatan Ibrahimovic before Sweden and South Korea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X