For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নায়ক 'নেই' ইরান-মরক্কো ম্যাচে, ম্যাচ শেষ সবাই বাছলেন 'ভিলেন অফ দ্য ম্যাচ'কে

খেলা যে ভাবে শুরু হয়েছিল, স্বপ্নেও ভাবেনি মরক্কো যে পুরো তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হবে। কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তার খেলা যে ফুটবল তা আবার প্রমাণিত হল।

Google Oneindia Bengali News

খেলা শেষ। মরক্কো ভাবতেই পারছিল না তাঁরা প্রথম ম্যাচেই এভাবে মুখ থুবড়ে পড়বে। একেবারে অন্তিম সময়ে সবাই যখন ধরে নিয়েছে এই ম্যাচ থেকে কোনও ফল পাওয়া যাবে না, তখনই এক ভুলে মরক্কোর যাবতীয় জারিজুরি শেষ হয়ে গেল। হিরো অফ দ্য ম্যাচ কে, তা জানার থেকে সবার আগ্রহ কে ভিলেন অফ দ্য ম্যাচ।

ম্যাচ শেষ সবাই বাছলেন ভিলেন অফ দ্য ম্যাচকে

শেষ মিনেটের আত্মঘাতী গোলে নাটকীয় জয় পেয়েছে ইরান। ভালো শুরু করে বিশ্বকাপটা খুব খারাপ হয়ে গেল মরক্কোর বউহাদুজের একমাত্র ভুলে। সারা ম্যাচে একটা মাত্র ভুল। তাতেই মূল্যবান তিন পয়েন্ট তুলে দেওয়া হল বিপক্ষ টিমের হাতে। সেইসঙ্গে তুলে দেওয়া হল ভাগ্য। কারণ এই গ্রুপে অন্য দুই দল স্পেন আর পর্তুগাল। তাদের বিরুদ্ধে এই টুই টিমেরই জেতার সম্ভাবনা ক্ষীণ। তবু যে এই ম্যাচ জিতবে, একটা অঘটন তাঁদের পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারে, এমন আশাটা অন্তত বেঁচে থাকবে। সেই নিরিখে অ্যাডভান্টেজ ইরান হলে, মরক্কোর বিদায় ঘণ্টা বেজে গেল বউহাদুজের আত্মঘাতী গোলে।

ম্যাচের শেষ মিনিটে একটি মাত্র ভুল তাদের শেষ করে দিল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে বসলেন মরক্কোর ফুটবলার বউহাদুজ। পুরো খেলায় প্রাধান্য নিয়ে খেলেও তাই শেষ রক্ষ হল না। পুরো তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হল মরক্কোকে। ইরান ছিনিয়ে নিল জয়।

সংযোজিত সময়ের একবারে শেষলগ্নে গোলটিই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না মরক্কোর। কেননা বল কিক করার পরই শেষ বাঁশি বেজে যায়। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নেয় ইরান।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">FT | <a href="https://twitter.com/hashtag/MAR?src=hash&ref_src=twsrc%5Etfw">#MAR</a> 0-1 <a href="https://twitter.com/hashtag/IRN?src=hash&ref_src=twsrc%5Etfw">#IRN</a><br><br>ANOTHER dramatic finale at this year's <a href="https://twitter.com/hashtag/WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCup</a>! <a href="https://t.co/DbhaGTI3Af">pic.twitter.com/DbhaGTI3Af</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1007669479692754944?ref_src=twsrc%5Etfw">June 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন প্রথম ম্যাচটিতেও শেষ হওয়ার তিন মিনিট আগে গোল হয়। উরুগুয়ে সেই একমাত্র গোলে হারিয়ে দেয় মিশরকে। আর দ্বিতীয় ম্যাচে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত তারপর দেখা মেলে গোলের। মরক্কো এদিন জয় না পেলেও বুঝিয়ে দিয়েছে, তারা এবার অনেক সঙ্ঘবদ্ধ। মরক্কো গোল পায়নি, তার খেসারত দিতে হয়েছে তাদেরকে। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে বাজিমাত করল ইরান। তাই ৬০ শতাংশের উপর বল দখল রেখেও চূড়ান্ত ব্যর্থ মরক্কো।

ভালো ফুটবল উপহার দিয়েও এভাবে পরিসমাপ্তি মেনে নিতে পারছিল না ফুটবলাররা। তবু বউহাদুজকে কেউ দোষারোপ করতে নারাজ। ভবিতব্য মেনেই পরবর্তী দুটি ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করবে মরক্কোর ছেলেরা।

English summary
Morocco gifts the match to Iran of fifa world cup 2018. Who is the villain of the match of Morocco vs Iran of fifa world cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X