For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রান্স ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে পারলে বৃহস্পতিবার সামারা এরিনায় জিততে পারে সকারুরা

বিশ্বকাপ ২০১৮: বৃহস্পতিবার সামারা এরিনায় ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্রিভিউ।

Google Oneindia Bengali News

ফ্রান্সের বিরুদ্ধে অল্পের জন্য হারতে হয়েছে বার্ট ভ্যান মারউইকের অস্ট্রেলিয়া দলকে। অনেকেরই মনে হয়েছে ম্যাচটা ড্র হতে পারত। তবে হাহুতাশের সময় নেই, আগামীকালই সামারা এরিনায় খেলতে হবে ডেনমার্কের বিরুদ্ধে। ডেনমার্ক প্রথম ম্যাচে পেরুকে হারিয়েছে ১-০ ফলে। কাজেই ড্যানিশদের বিরুদ্ধে আরও একটা হার মানেই শেষ হয়ে যাবে সকারুদের বিশ্বকাপ যাত্রা।

বৃহস্পতিবার সামারা এরিনায় জিততে পারে সকারুরা

কাজটা অবশ্যই কঠিন। গত ম্যাচে অধিকাংশ সময় ম্যাচের দখল পেরুর হাতে থাকলেও শেষ অবধি জয় ছিনিয়ে নেয় ডেনমার্কই। তাদের ডিফেন্সকে যথেষ্ট মজবুত দেখাচ্ছে। গত পাঁচ ম্যাচে তারা একটিও গোল হজম করেনি। জার্মানদের হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটানো মেক্সিকোকেও হারিয়েছে প্রস্তুতি ম্যাচে।

তবে ম্যাচটি অ্যারন মুই বনাম ক্রিশ্চিয়ান এরিকসন হয়ে দাঁড়াতে পারে। দুদলের এই দুই মিডফিল্ডারই প্রধান ভরসা। ফ্রান্স ম্যাচে সকারুদের হয়ে দারুন খেলেন মুই। তাঁর তোলা ফ্রিকিক থেকেই বক্সে ফাউল করেছিলেন ফরাসী ডিফেন্ডার উমতিতি। তার থেকেই পেনাল্টিতে গোল পেয়ে সমতা ফিরিয়েছিল সকারুরা। উল্টোদিকে পেরুর বিরুদ্ধে খেলতে পারেননি এরিকসন। ইউসুফ পলসেনকে গোলের পাস বাড়ানো ছাড়া তিনি বলার মতো কিছু করেননি। তবে পরিসংখ্যান বলছে, গলের শেষ ১৯টি গোলের ১৩টিতেই তাঁর অবদান রয়েছে। তাছাড়া তিনি যে মানের খেলোয়ার, তাতে দ্রুই ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন।

ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে অসিদের যথেষ্ট তৈরি দল দেখিয়েছে। তাই তাদের দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। তবে গোলের সম্ভাবনা বাড়াতে আগের ম্যাচে পেনাল্টি গোল করা জেদিনাককে বসিয়ে মাসিমো লুওঙ্গোকে নামাতে পারেন বার্ট মারইউক। অপরদিকে আগের ম্যাচ জিতলেও ডেনমার্ককে একটি পরিবর্তন করতেই হবে। কারণ তাদের মিডফিল্ডার উইলিয়াম কেভিস্টের পাঁজরের হাড় ভেঙে গিয়েছে।

মুখোমুখি সাক্ষাতে এগিয়ে আছে ডেনমার্ক। আগের তিনটি সাক্ষাতে অস্ট্রেলিয়া মাত্র একট ম্যাচ জিতেছে। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি দুই দল। ২০১২ সালে দুই দেশের মধ্যে শেষ সাক্ষাত হয়। সেই ম্যাচে ড্যানিশরা সহজেই ২-০ জিতেছিল।

আগের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সকারুদের কড়া লড়াইকে বিশ্বে সকলেই কুর্ণিশ জানিয়েছেন। তা নিয়ে অসি খেলোয়াররা গর্ব অনুভব করতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে, এই ম্য়াচে হারলেই পরের রাউন্ডে যাওয়ার সব আশা শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়ার। লড়াকু হেরোদের আর কে মনে রাখে! খাতায় কলমে ডেনমার্ক এগিয়ে থাকলেও আগের ম্যাচের জেদ, নাছোড় মনোভাব, গেমপ্ল্যান ও তার প্রয়োগের যে নিদর্শন সকারুরা রেখেছে, তাতে ফ্রান্স ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারলেই কিন্তু সামারা এরিনা থেকে জয় তুলে নিতে পারবে তারা।

English summary
World Cup 2018: Preview of the match between Denmark and Australia at Samara arena on Thursday. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X