For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার সামারা এরিনা স্টেডিয়ামে রাশিয়া-উরুগুয়ের গ্রুপ সেরা হওয়ার লড়াই

বিশ্বকাপ ২০১৮: সোমবার সামারা এরিনা স্টেডিয়ামে উরুগুয়ে বনাম রাশিয়া ম্যাচের প্রিভিউ।

Google Oneindia Bengali News

সোমবার থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সামারা এরিনা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাশিয়া ও উরুগুয়ে। দুই দলই এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত করে ফেলায়, আজকের ম্যাচ গ্রুপ সেরা হওয়ার লড়াই।

গ্রুপ সেরা হওয়ার লড়াই

এ লক্ষ্য নিয়েই সোমবার রাশিয়া ও উরুগুয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে। দুই দলই প্রথম দুই ম্যাচ জিতলেও তাদের খেলার ধরণে অনেক পার্থক্য ছিল। রাশিয়াকে যতটাই ধ্বংসাত্মক মনে হয়েছে উরুগুয়ে সেই তুলনায় অনেক বেশি সাবধানী ফুটবল খেলেছে।

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য রাশিয়া দলকে কেউ পাত্তাই দেয়নি। এমনকী, রাশিয়ার প্রাক্তন ফুটবলাররাও এই দলকে নিজেদের দেশের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম দল বলেছিলেন। কিন্তু প্রথম ম্যাচ থেকেই বিশ্বকে চমকে দেয় চেরচেসভের দল। সৌদি আরবের বিরুদ্ধে গতি ও আক্রমণের সংমিশ্রণে ঝড় তুলেছিল রাশিয়া। প্রথম ম্যাচেই ৫-০ গোলে দুরমুশ করেছিল। মিশর ম্যাচে নেমেছিলেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। তা সত্ত্বেও মিশরকে অনায়াসেই হারিয়ে রাশিয়া প্রমাণ করেছিল প্রথম ম্যাচের জয় কোনও ফ্লুক ছিল না।

অন্যদিকে উরুগুয়ের আক্রমণভাগে আচেন লুই সুয়ারেজ ও এডিসন কাভানির মতো তারকা। এই বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণভাগ। কিন্তু এখনও তাদের খেলায় প্রত্য়াশিত ছন্দ পাওয়া যায়নি। দু'টি ম্যাচেই জয় এসেছে কিন্তু তা সমর্থকদের মন ভরাতে পারেনি। সৌদি আরবের বিরুদ্ধে ১ গোল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে অস্কার তাবারেজের দলকে। মিশরের বিপক্ষে তো আরই সাবধানী ছিলেন সুয়ারেজরা।

পরের রাউন্ডে অপেক্ষা করছে স্পেন অথবা পর্তুগাল। তাই এই ম্যাচে গ্রুপ সেরা হওয়ার পাশাপাশি রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়ার সুয়োগও থাকছে দুই দলের সামনে। নকআউটে যাওয়ার আগে নিজেদের আরও ভালভাবে গুছিয়ে নিতে চান দুই কোচই।

গ্রুপ সেরা হওয়ার লড়াই

মিশরের বিরুদ্ধে উরুগুয়ের মাঝমাঠের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। পরের ম্যাচে সৌদির বিপক্ষে তাবারেজ মাঝমাঠে লুকাস টোরিয়েরাকে খেলিয়েছিলেন। তিনি ভাল খেলায় একটু হলেও মাঝমাঠে স্থিতি এসেছে। শেষ ম্যাচে তাবারেজকে সুয়ারেজ ও কাভানিকে খেলাবেন না বিশ্রামে রাখবেন সেটাই দেখার। রক্ষণের হোসে জিমিনেজ ও দিয়েগো গডিনকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

রাশিয়া অবশ্য যে গতি ও ধারাবাহিকতা পেয়েছে, তা খোয়াতে চাইছে না। দেশে রাশিয়া দলকে নিয়ে যে আবেগ ও অনুভূতির আবহ তৈরি হয়েছে তাকে ধরে রাখতে চান চেরচেশভ। তিনি দলে পরিবর্তন আনার পক্ষপাতি নন। তবে মিশরের বিরুদ্ধে ইউরি জিরকভ চোট পেয়েছিলেন। ম্যাচের আগে তিনি পুরো ফিট হয়ে গেলেও তাঁকে আজ নাও নামাতে পারেন রুশ কোচ।

সব মিলিয়ে পরের রাউন্ডের জন্য দুদলই শক্তি সঞ্চয় করে রাখতে চাইলেও, দুদেশের ফুটবল ঐতিহ্যের কথা মাথায় রেখে বলা যেতেই পারে আজ আরও একটি জমজমাট বিশ্বকাপ গ্রুপ ম্যাচ হতে পারে। সোভিয়েত আমলে কিন্তু উরুগুয়ের সঙ্গে সমানে টক্কর দিত রাশিয়া। দুদলের মোট ৮ সাক্ষাতে রাশিয়া ৬ বার জিতেছে। সোভিয়েতের পতনের পর এই প্রথম বিশ্বকাপে দুই দেশ পরস্পরের মুখোমুখি হচ্ছে।

English summary
World Cup 2018: Preview of the match between Uruguay vs Russia at Samara Arena Stadium on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X