For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি সপ্তাহেই শুরু বিশ্বকাপের যুদ্ধ, ভারতের প্রতিপক্ষ কারা, একনজরে

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেছে, ওয়ান ইন্ডিয়ার পাঠকদের জন্য একনজরে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে ভারতীয় দল। স্বভাবতই দলকে ঘিরে স্বপ্ন দেখছেন ভারতীয় দলের ফ্যানরা। তবে একনজরে বিভাগ বিন্যাসে চোখ রাখলে বুঝে নিতে পারবেন কোন দল কাকে টক্কর দিচ্ছে।

বিভাগ- এ

বিভাগ- এ

আয়োজক ভারতীয় দল রয়েছে বিভাগ - এ-তে। ভারতীয় দলের সঙ্গে এই গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ আমেরিকা, ঘানা ও কলম্বিয়া। ফুটবল দুনিয়ায় রীতিমতো বাঘ ভারতের গ্রুপের বাকি তিনটি দলই। কার্যত এবারের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের এটাই গ্রুপ অফ ডেথ বলাই যেতে পারে। ঘানা এই মুহূর্তের যুব বিশ্বকাপ খেতাবের মালিক। তারা তাই নামবে খেতাব রক্ষার লড়াইতে।

বিভাগ-বি

বিভাগ-বি

গ্রুপ বি-তে রয়েছে প্যারাগুয়ে, মালি, নিউজিল্যান্ড, টার্কি। এই বিভাগে প্যারাগুয়ে ফুটবল বিশ্বে শক্তিশালী দল। তবে বাকি তিনটি দল ফুটবল মানচিত্রে বেশ নতুন। প্রত্য়েকেই লড়াকু তরুণ প্রজন্মকে নিয়ে ভারতে নিজেদের লড়াই লড়তে আসছে।

বিভাগ-সি

বিভাগ-সি

এই বিভাগের লড়াইয়ও বেশ কঠিন হবে। গ্রুপ সি-তে রয়েছে এশীয় পাওয়ার হাউস ইরান। বড়রা চ্যাম্পিয়ন বড়দের বিশ্বকাপে, সেই জার্মানির ছোটদের দল রয়েছে এই বিভাগে। এছাড়াও রয়েছে গিনি ও কোস্টারিকা।সব মিলিয়ে এই বিভাগের ফুটবল লড়াইয়ও হবে জমাটি।

বিভাগ -ডি

বিভাগ -ডি

তবে ভারতীয় ফুটবল ফ্যানরা নিজেদের গ্রুরপ এ বাদে যে গ্রুপের দিকে নজর রাখবেন তা হল ডি। কারণ ভারতীয় ফুটবল ফ্যানদের পছন্দের তালিকার ওপরের দিকে থাকা ব্রাজিল লড়বে এই বিভাগে। তা ছাড়াও আছে আরও একটি নজর কাড়া দল সেটি হল স্পেন। এই বিভাগে এই দুই হেভিওয়েট ছাড়াও উত্তর কোরিয়া এবং নাইজার।

বিভাগ ই

বিভাগ ই

এই বিভাগে এশিয় পাওয়ার হাউস জাপান রয়েছে। তাছাড়া রয়েছে ইউরোপীয় সুপার পাওয়ার ফ্রান্স। এছাড়াও এই বিভাগে রয়েছে হন্ডুরাস ও নিউ ক্যালিডোনিয়া।

বিভাগ এফ

বিভাগ এফ

বিভাগ এফটি ও অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে-র জমজমাট গ্রুপ। ইরাক, মেক্সিকো , চিলে, ইংল্যান্ড রয়েছে এই বিভাগে। ইউরোপিয়ান জায়ন্ট থেকে দক্ষিণ আমেরিকার হেভিওয়েট সবাই হাজির এই বিভাগে। নক আউট পর্বের জন্য এই বিভাগেও লড়াই হবে জমজমাট।

English summary
World Cup group division for u-17 world cup in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X